নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত পংক্তিঃ দুঃস্থের আহাজারি

২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:১২


(১)

এবার থেকে দরজা খুলে ঘুমাবো ঠিক করেছি
নিয়ে যায় যাক, যা আছে সব।
আর আছেই কি-বা অবশিষ্ট?
ক্রমশ কৌশলে রাষ্ট্র কেড়ে নিয়েছে একে একে
যা ছিল সম্বল
তাই ন্যাংটার নেই বাটপারের ভয়!

(২)
অম্বিকা বসু লেনের
৬৮ নম্বর বাড়িটার ভাঙা জানালায়
দুটি অসহায় মুখ।

একটি ছেলে
অন্যটি মেয়ে।

বিমূর্ত ছবির মত স্থির নিশ্চল নিশ্চুপ
তাকিয়ে আছে দুর পানে
কোন দাবি নেই
চাওয়া নেই
পাওয়া নেই
শুধু অনন্ত অপেক্ষা
গুম হয়ে যাওয়া জনকের ফিরে আসবার অপেক্ষা!

(৩)
অযাচিত আতঙ্কে প্রতিবাদের ভাষা আজ রুদ্ধ
দ্রব্যমূল্য শুষে নিচ্ছে মেহনতী মানুষের রক্ত
দরিদ্রের চামড়া হাড় কাঠামো এখন মমির মত নিস্প্রভ।
হে বিশ হাজার টাকা কেজি স্বর্ণ খচিত জিলাপির খরিদ্দারেরা ইচ্ছে হলে
কান পেতে শুনে দেখতে পারো
সেই সব মানুষের অন্তরের হাহাকার
-আমার মরণ হয় না কেন?
-আমাদের মরণ হয় না কেন?
(৪)
আজকাল রাত নামলে ঘুম আসে না আর
এপাশ ওপাশ করে কোনরকমে রাত কাটানো।
ভাঙা জানালার দোরগোড়ায় এসির গরম বাতাস
পেটে ক্ষুধা
লু হাওয়া বয়ে আনছে
ডাস্টবিনের পচা গলা ভাতের কটু গন্ধ
পঁচা বিরিয়ানির গন্ধটা একটু বেশি তীব্র হয় না-কি?
এত বৈষম্য!
একি অভিশাপ!
না-কি নরক যাপন!
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:০৭

নজসু বলেছেন:


এক আর চার নম্বর তুলনা করুন।
আপনার তো নিদ্রাহীন রাত কাটছে, দরজা খোলা রেখে ঘুমোলেও সমস্যা নাই। কিছু থাকলেও চোর বাটপার আসার সাহস পাবে না। :) খামোকা এই দুইটা নম্বরে রাষ্ট্রকে টেনে এনে ডিজিটাল আইনে মামলা খাওয়ার দরকার কি? :)

আমিও একজন দুঃস্থ। তাই পংক্তি পাঠে তৃপ্তি পেলাম!

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:০৮

ইসিয়াক বলেছেন:






অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সপরিবারে।
শুভকামনা রইলো।

২| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখের ইতি হোক।

কবিরা সুখে নেই
কবির শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের স্পন্দন
আর কিছু নয় জনসাধারণের দৈনন্দিন জীবনের প্রতিধ্বনি
তাই কবিদের দুচোখের পাতা এক হয় না
কলম ফেটে বের হয় অসহায়ের আর্তনাদ।

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:০৯

ইসিয়াক বলেছেন: দুঃখের ইতি হোক
এটুকুই তো চাওয়া। নিশ্চয় সুদিন আসবে।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলোই সুন্দর
বাস্তব উপলব্ধি
ভালো লাগলো

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১০

ইসিয়াক বলেছেন:





ভালো লাগলো জেনে আনন্দিত হলাম।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৫

শেরজা তপন বলেছেন: একেবারে নিরেট বাস্তব উপলব্ধি।।
তবে আমি বলি কি; সব বিষয়ে রাস্ট্রকে দোষারোপ না করে দারিদ্রতার জন্য নিজের অক্ষমতাকেও খানিকটা দোষ দেয়া উচিৎ।
মানুষের বিপদ আপদ আসতে পারে কিন্তু বুদ্ধিমান মানুষ কেন সারাজীবন অর্থহীন থাকবে সেটা আমার মাথায় ধরে না!!!

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১১

ইসিয়াক বলেছেন:





গরীবের অভিযোগ জানাবার ওই একটাই তো জায়গা। সেক্ষেত্রে কি আর করা।

ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভেচ্ছা।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭

শামসুল হক চাঁটগাঁইয়া বলেছেন: কেন ভাব ঝামেলা
থাকতে পারবে একেলা

আমি যদি না ফিরি দিনের শেষে
কেমন করে কাটবে সময় একলা বসে

দুঃখ সুখের খুনসুটিতে
মাতবে তুমি কার সাথে

ছোট ছোট চাওয়া পাওয়া
মান অভিমান
আমি যদি না থাকি
সবই হবে ম্লান

- সামসুল হক

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১২

ইসিয়াক বলেছেন: ?

৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: আহারে জীবন! :(

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১৩

ইসিয়াক বলেছেন: এই তো জীবন। চলছে খুড়িয়ে খুড়িয়ে।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! আপনি কি করছেন বলুন দেখি। কখনো প্রেয়সীকে পাওয়ার বাসনায় তৃষ্ণার্ত হদয়ে প্রহর গুনছেন আবার কখনোবা দ্রোহের আগুন পুড়িয়ে খাক করে দিচ্ছেন। যাইহোক তিন এবং চার বেশি ভালো লেগেছে।
শুভেচ্ছা আপনাকে।

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন:





স্বাদ বদল করলাম আর কি!

ভালো লাগলো জেনে আনন্দিত হলাম।
শুভেচ্ছা সতত।

৮| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: কি হলো আপনি কি দেশে নেই নাকি বিদেশ পাড়ি জমিয়েছেন?

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন: কি করি বলুন তো!
কেমন জানি অলসতা ঘিরে ধরেছে আমাকে। পোস্ট করতে ও প্রতিমন্তব্যে আসতে দারুণ অলসতা। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.