নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা ইশতিয়াক

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক)

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক) › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন নিশ্চিত করার পদক্ষেপ ব্যর্থ হয়েছে বারবার। অপারেটরদের মাধ্যমে করতে গেলে এবারও সফল হবে না এই উদ্যোগ। যদিও আমাদের সবারই নিরাপত্তার জন্য এটি অতি জরুরি।
তাই বলছিলাম, ব্যাংকের মাধ্যমে সফল করা যেতে পারে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন। অর্থাৎ কেবল ব্যাংক একাউন্ট এর বিপুরিতে ইস্যু করতে হবে সিম। যাদের ব্যাংক একাউন্ট নেই তারা নিজের নামে একাউন্ট খুলে সেই একাউন্ট এর তথ্য দিয়ে তুলতে পারবে পছন্দের অপারেটরের সিম। এতে নিশ্চিত হবে সকল সিমের সঠিক রেজিস্ট্রেশন।

এখনতো মাত্র ১০ টাকা দিয়েই ব্যাংকে যেকেউ (ছাত্ররাও) একাউন্ট খুলতে পারে। এটি করা হলে সিম রেজি এর সাথে অনেক গুন বৃদ্ধি পাবে ব্যাংক একাউন্ট। বৃদ্ধি পাবে ব্যাংকের তারুল্য। তৈরি হবে ব্যাংকিং এর মাধ্যমে আমাদের সঞ্চয় প্রবনতা। সরকারি বেসরকারি প্রাইভেট সকল ব্যাংককেই বাধ্য করতে হবে এই কাজে। মোবাইল ফোন অপারেটরদেরকেও বাধ্য করতে হবে এই নিয়ম মানতে।
সামান্য সারভিস চার্জের বিনিময়ে প্রাথমিক ভাবে নতুন সিম ইস্যু ও পুরাতন সিম রেজি করার কাজটি তাদের ক্লাইন্টদের জন্য ব্যাংক নিজে করলে খুবই ভালো হয়। তা না হলে ব্যাংক তাদের একাউন্ট হোল্ডারদের তথ্য অনলাইনে বা কাগজে লিখে দিয়ে অপারেটরদেরকে সহায়তা করতে পারে; অপারেটর যাতে নিশ্চিত হতে পারে, যার নামে সিম ইস্যু / রেজি করা হচ্ছে তার বিস্তারিত ডাটা কোন ব্যাংকে কীভাবে আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.