![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা রাবিশ সিদ্ধান্তের ফলাফল:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি'র উপর ভেট চার্জ ছিল একটা রাবিশ সিদ্ধান্ত। যদিও এই ইস্যুতে আন্দোলন শুরু হলে পরে সুর বদল করে বলা হয়েছিল, এটি পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; শিক্ষার্থীরা নয়। ততক্ষনে পানি অনেকদূর গড়িয়ে গেছে। কে না বোঝে যে ভেট ভোক্তাকেই দিতে হয়? আসলে সরকার শিক্ষার্থীদের উপর ভেট চার্জ না করে কর্তৃপক্ষের উপর সোর্স টেক্স চার্জ করতে পারতো এবং তা আদায় করতে তেমন কোন প্রতিকূলতাও হতো না। অর্থমন্ত্রীর ভুলের কারনে- কমলো সরকারের আয় ও ইমেজ, বাড়লো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তি ও সাহস। আগামীতে নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের বাড়তি বেতন বোনাস দেবার প্রয়োজনে যদি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিউশন ফি বাড়াতে চায় তখনো অনুরূপ আন্দোলন করবে তারা। এমনকি সরকার বিরোধিরাও বিভিন্ন ইস্যুতে কাজে লাগাতে চেষ্টা করবে তাদেরকে। আর বার বার বেকায়দায় পড়বে সরকার।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
মো. রহমত উল্লাহ্ (রানা ইশতিয়াক) বলেছেন: এমন যুক্তিতেতো কারো নিকট থেকেই সরকার ভেট টেক্স নিতে পারবে না দেখছি।
কারন, ব্যবসায়ীর লাভ ক্রেতারা দেয়, ডাক্তারের আয় রোগিরা দেয়,
বাস মালিকদের আয় যাত্রীরা দেয়,
বাড়ির মালিকদের আয় ভাড়াটিয়ারা দেয়, শিক্ষকদের আয় শিক্ষার্থীরা দেয়, আমলাদের বেতন জনগন দেয়,
মন্ত্রী এমপিদের আয় জনগন দেয়,
লেখক/সাংবাদিকদের আয় পাঠকদের পকেট থেকে আসে।
অর্থাৎ সব পন্য বা সেবা প্রদানকারির আয় (যদি থাকে) তো ভোগকারিদের পকেট থেকেই আসে। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ভেট/ইনকাম টেক্স/সোর্স টেক্স দিবেন কারা?
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
সৌরভ খাঁন বলেছেন: আপনি রাবিশ সিদ্ধান্ত কোনটাকে বলছেন একটু স্পষ্ট করে বলবেন কি? আচ্ছা ধরেন এই ট্যাক্স ভার্সিটির উপর ধার্য্য হল। তারা কোথা থেকে এই টাকা দিত? সেই একই কথা! ঘুরে ফিরে স্টুডেন্ট দের কাছ থেকে বেতন বাড়িতে তারপর দিত। শিক্ষা আমাদের মৌলিক অধিকার। সো NO_VAT_ON_EDUCATION