নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা ইশতিয়াক

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক)

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক) › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকগণের বেতন ভাতা ও কর্মঘন্টা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

শিক্ষকদের বেতন ভাতা পদমর্যাদা অবশ্যই বাড়াতে হবে। সেইসাথে তাদের কর্মঘন্টাও নির্ধারিত করা উচিত। সরকারি কলেজের ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দৈনিক/ মাসিক/বার্ষিক কত ঘন্টা কর্মক্ষেত্রে থাকেন/থাকবেন তারও একটা প্রমান পরিমান থাকা উচিত। যেমন অন্যদের আছে। নিরপেক্ষ ভাবে একটু যাচাই করলেই দেখাযাবে নরসিংদী সরকারি কলেজে, তুলারাম সরকারি কলেজে, ময়মনসিংহ আনন্দমোহন কলেজে, বি বাড়িয়া সরকারি কলেজসহ এমন আরো অনেক কলেজে এবং চবিতে, জাবিতে, রাবিতে, পাবিসহ এমন আরো অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন; যারা ঢাকায় থাকেন। তারা কীভাবে হালাল করেন তাদের বেতন ভাতা? এসব বলতে গেলেই আবার মর্যাদা হানি হবে তাদের। অথচ, দেশে বিদেশে এমন অনেক প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে শিক্ষকগন হাজিরা কার্ড পাঞ্চ করে শিক্ষকতা করেন। তাদের মর্যাদা কমে না।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি একটি উদাহরণ বলতে পারি যে, বেসরকারি ব্যাংকের একজন অফিসার একমাসে যে শ্রম দেন - কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা একবছরেও সেই পরিমান শ্রমদেন না। ১০০% খাটি কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.