![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের পরে রাত আসে রাতের পরে দিন,
এভাবেই কেটে যাই আমার সারাটাদিন।
হাসির পরে কান্না,কান্নার পরে হাসি,
এভাবেই কেটে যাই আমার সারা দিবানিশি।
আজ নির্জন অরণ্য এক পথিকের বেশে,
বসি আছি তাহার অপেক্ষার প্রহর নিয়ে।
কখন আসিবে তুমি?
তোমার জন্য গড়েছি আমি মনের মন্দিরে এক বিরাট প্রসাদ।
তোমার জন্য গেধেছি চালতা আর মধু মালতির ফুলের মালা।
তোমার আসার পথে আমি ছড়িয়ে চিটিয়ে দিয়েছি হাজারো ফুলের সৌরভ।
তোমারে সাধিতে আজও একা নিরিবিলিতে বসিয়াছি আমি নিয়ে কত আশা।
তোমারই সনে আমি করিব ভালোবাসা এটা ছিল আমার মনের সর্ব আশা।
পাখিদের মতো করে বাধিব বাসা,ঐ নির্জন গহীনে।
যেখানে তুমি আমি দুজনার রবো কাছাকাছি।
রাধার বেশে সাজিবে তুমি,
কৃষ্ণের বেশে আসিব আমি।
কত অশ্রু কত বেদনা সহিয়াছি আমি,
ভাবি সবুরে মেওয়া ফলে সেই আশায় কাঁদি।
জানি পাবো গো তোমায়,তুমি আসিবে মোর আন্ধার ঘরে।
তোমার হৃদয়ের মাঝে দিও মোরে ঠাই,মরিতে চাহি আমি তোমারই বুকে মাতা রেখে।
তোমার স্নেহের পরশে আমার প্রাণ জুড়াই, জুড়াই এই মন।
শত জড় ঝাপটা পারি দিয়ে হবো তেপান্তর।
যদি গো আসো তুমি আমারই ঘরে, বাধিয়া রাখিব এই হৃদয় পিনজরে।
২| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৩
Rahim Hasan বলেছেন: fb
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১১
Rahim Hasan বলেছেন: অবশ্যই মন্তব্য করিবেন?