নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

শিশু কবি নাসরিন সুলতানার কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৬

গান-
নাসরিন সুলতানা

আমার আছে গান—
এই, গান দিয়ে তো জীবন গড়া
গানই আমার প্রাণ ।।
ঊষার প্রথম আলোর সাথে
শুনি পাখির গান।
মৌমাছি গায় গুন্ গুন্ গান
হাওয়ায় সুরের তান ।।
পাহাড় থেকে ঝর্ণা নামে
মন মাতানো সুরে—
নদীর স্রোতে কুলুধ্বনি
দূর হতে যায় দূরে ।।
মাঝির কন্ঠে ভাটিয়ালি
বাউল একতারায় ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ওই তো শোনা যায় ।।
ঘরে ঘরে শঙ্খধ্বনি
মসজিদে আজান ।
এমন মধুর ধ্বনি শুনে
জুড়ায় আমার প্রাণ ।।
বিশ্ব আমার গানের ভূবন
সুর সাধনার ঘর ।
সবই আমার, সবাই আপন
নেই তো কেহই পর ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

গায়েন রইসউদ্দিন বলেছেন: শিশু কবি নাসরিন সুলতানা আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সরকারি রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।তার রচিত গল্প, ছড়া, কবিতা ইত্যাদিতে সৃজনাত্মক প্রতিভা লক্ষ্য করা যায়। কবির প্রতি আমার শুভেচ্ছা রইল!

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: কবির প্রতি আমরাও শুভেচ্ছা রইলো

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠকবন্ধু-- শুভেচ্ছাসহ আপনার সংক্ষিপ্ত-সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য!

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক সুন্দর লেখনী

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৫৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: 'শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক সুন্দর লেখনী '...আপনার সংক্ষিপ্ত-সুন্দর মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ!

৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: 'আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সরকারি রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের' মানে সেই দেশের সরকার বাংলা ভাষার বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে ? বাঙ্গালীর সংখ্যা কত সেখানে ? বিদেশে থেকেও নিজ দেশের সংস্কৃতি নিয়ে এই বয়সে বেশ সুন্দর লিখেছে। শুভেচ্ছা তার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.