নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পথ ধ’রে আন্দামানে:- সপ্তম পর্ব

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬



আজ এই মূহুর্তে আন্দামানের কথা বলতে গেলেই ‘সুনামি’র (২৬.১২.২০০৪) কথা মনে পড়ে যায়। ‘সুনামি’র প্রত্যক্ষ অভিজ্ঞতাপূর্ণ শোচনীয় করুণ কথা বলে পাঠক / পাঠিকাদের মন ভারাক্রান্ত করতে চাই না, শুধু সুনামি’র কাছ থেকে যে নৈতিক শিক্ষা গ্রহণ করতে পেরেছি, তার কথাই বলব ।
মানুষ যে প্রকৃতির দাস তা’ অনেকেই মানতে চান না। প্রকৃতিপ্রদত্ত সম্পদে আমরা সম্পূর্ণ হয়েও কৃত্রিম অতৃপ্তির বশীভূত হয়ে, প্রকৃতিকে দাসত্ব’র শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছি । আর এটাই হ’ল আমাদের চরম দুর্গতির কারণ । প্রকৃতি নিয়েছে তার আংশিক প্রতিশোধ।; যাকে আমরা বলছি প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ খরা, বন্যা, আকাল, ভূমিকম্প, সুনামি ইত্যাদি । ১৮৫৭ খৃস্টাব্দ’র আগে এ দ্বীপ ছিল নির্লোভ অহিংসার । আদিম উপজাতির, দুর্লভ প্রজাতির শেষ বংশধররা ছিল এখানে প্রকৃতির স্নেহাশ্রয়ে । ঘন সবুজ বনাঞ্চল কেটে, সভ্যতা বিকাশের নামে অতি সভ্য মানুষের অতিলোভী আচরণ । কালাপানি-দেশের কালো মানুষদের জন্য বর্বরতার ‘কালা আইন’। সভ্য’র বিচারে কালো মানুষের অবাধ্যতার উপহার আগ্নেয়াস্ত্র’র হুহুঙ্কার, চরম আঘাত—মৃত্যুলীলা । সভ্যতার নগরায়ণ--- প্রাকৃতিক ভারসাম্য’র পরিপন্থী জেনেও সভ্য মানুষের জয়গান যেন সর্বজনস্বীকৃত । জয় হ’ল বর্বরতার । আর তারই প্রতিশোধ-সরূপ প্রকৃতির নির্মম প্রতিদান এই ‘সুনামি’ । সুনামি’র মতো এত বড় বিপর্যয়ের পরেও দানবীয় কীর্তির পরিসমাপ্তি ঘটেনি । স্তম্ভিত হতে হয় সেই নরদানবাচরণে ! ঘটনাটি অনেকেই শুনেছেন, তবু আজ তার পুনরাবৃত্তি করব । ২০০৫-এ ২রা জানুয়ারি, রাজধানী পোর্টব্লয়ারে মাননীয় উপ-রাজ্যপালের কাছে পাঠানো, সুনামি-বিদ্ধস্ত কার-নিকোবরের ১৫ জন ক্যাপ্টেনের সই করা একটি চিঠি ।-- উদ্ধার কর্ম’র বাহানায় মুখ্যভূমির সভ্য মানুষরা নিকোবরী ট্রাইবালদের মৃতদেহ থেকে আঙুল কেটে সোনার আংটি, কান কেটে ইয়ার রিং বা কানের দুল ইত্যাদি লুট করেছে । [ রিপোর্ট (স্টার নিউজ) সুমন দে ]...(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: আন্দামানে যাওয়ার ইচ্ছা আছে।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০

ক্স বলেছেন: মারমেইড বলতে যা বুঝি - এ দেখি তার উলটা! মারমেইড খাওয়া কি হালাল? কেমন খেতে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.