নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পথ ধ’রে আন্দামানে (শেষ পর্ব) [ এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হবে—‘আন্দামান থেকে বলছি’]

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২


এভাবে আরও অবর্ণনীয় ঘটনার কথা আমি সব জেনেও প্রকাশ করতে চাইছি না, অহিংসা নীতির ওপর আস্থা রেখে । শুধু এটুকুই বলতে পারি, নিদারুণ দুঃসময়ে দ্বীপপুঞ্জ’র মানুষের যখন বাঁচার শেষ চেষ্টা, তখন দেখি সভ্য মানুষের হিংস্র আচরণ । মানবতার দোহাই দেওয়া এমন নির্লজ্জতার ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই।
‘সুনামি’ সভ্য মানুষের প্রায়শ্চিত্ত’র সুযোগ দিয়েছে, আর ফিরে পেতে চেয়েছে প্রকৃতি তার নিজস্বতাকে । এই ফিরে পাওয়া তার প্রাকৃতিক নিয়মের অধিকার । কিন্তু প্রকৃতির এই সহজবোধ্য নীরব ভাষা অত্যাধুনিক মানবসভ্যতা অনুধাবন করার চেষ্টা করেনি । প্রসঙ্গত উল্লেখ্য—গুজরাতে প্রবল ভূমিকম্প ও ধংসাত্মক লীলা দর্শনের পরেও মানুষ যেভাবে ধর্ম হানাহানিতে উন্মত্ত হয়ে উঠেছিল, এই দ্বীপপুঞ্জ ঠিক তার বিপরীত । জাতি-ধর্ম নির্বিশেষে দ্বীপপুঞ্জ’র অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত সাধারণ মানুষ একে অপরের সহায়তার কাজে এগিয়ে এসেছে । নিজের প্রাণ-সংশয় জেনেও অপরের প্রাণরক্ষার প্রাণপণ চেষ্টা করেছে । একসাথে পাহাড়ে-জঙ্গলে অনাহারে অনিদ্রায়, ধ্বংসস্তুপের মাঝে, ত্রাণশিবিরে সর্বত্র সকলের সহাবস্থান দেখার মতো ঘটনা ।
‘সুনামি’ প্রাকৃতিক দুর্যোগ নয়—শুভক্ষণ; সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকার এ এক প্রাকৃতিক সৌভাগ্য । ‘সুনামি’র উপহার সকলের সাধারণ বোধগম্যতায় না এলেও , পোর্টব্লয়ার শহরের অনতিদূর ব্রুক্সাবাদে প্রবল ভূমিকম্প’র ফলে মাটি ফুঁড়ে বের হওয়া ‘মিষ্টি জলের ঝর্ণা’ যে আরব-ভূমির মক্কা হজ-যাত্রীদেরও করুণাসিন্ধুবারি আব্-এ জম্ জম্-এর চেয়ে কিছু কম নয়—এ কথা হতবুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গও স্বীকার করেন ।
‘সুনামি’র স্রোতে ‘কাছাল’ দ্বীপের ৯০ শতাংশ মানুষ হারিয়ে গেলেও প্রথম সূর্য-রশ্মি আজও তেমন বিচ্ছুরিত হয় । নতুন দিনের নতুন সূর্যালোকে এই দ্বীপ আবার সবুজ হয়ে উঠেছে ! নারকেল সুপারির সবুজ পাতারা এখনও খিলখিলিয়ে হাসে ! এই নির্মল হাসির মধ্যে আমি আমার মেয়ে পাখি’র হাসিমুখ দেখতে পাই !
‘স্মৃতির পথ ধ’রে আন্দামানে’ নিবন্ধে আমি বলতে চেয়েছি, সকল দ্বন্দ্ব’র অবসান হোক ! সুন্দর পৃথিবী হয়ে উঠুক আরও সুন্দর ! বাঙলার পূব থেকে পশ্চিম, আমার—আমাদের সকলের ; এই সত্য আরও সত্য হয়ে উঠুক ! পদ্মা-গঙ্গা, সারি-বাউল, রমণা-পলাশি, বরকত-রামেশ্বর, লালন-কবীর, রবীন্দ্র-নজরুল, ওপার-এপার সব আমার, সব আমাদের !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টা দিয়ে মনটা খারাপ করে দিলেন।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় লেখক-পাঠক রাজীব নুর ভাই, আমার লেখা প'ড়ে আপনার আন্তরিক মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ! খুব সুন্দর মন নিয়ে আপনি আমার লেখা পড়েছেন ব'লেই আপনার মন ভারাক্রান্ত হয়েছে। ভাল থাকবেন!...এখন আপনার ব্লগে গিয়ে আপনার লেখা পড়তে চাই। আশা করি আপনার লেখা আমার ভাল লাগবে ! শুভেচ্ছা রইলো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.