নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে একটা প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে রাজা হরি সিং-এর ভারতে যাওয়ার ক্ষেত্রে অন্য কোনও ইতিহাস আছে কিনা--- কোনও বিশেষ পরামর্শদাতা ছিলেন কিনা (?)। এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হলেই কাশ্মীর-সমস্যার মূল বিষয় সম্পর্কে আলোচনা করা অনেকটা সহজ হতে পারে । আসুন খুঁজে দেখার চেষ্টা করি ।
রাজা হরি সিং-এর বিরুদ্ধে উপজাতিদের আক্রমণ এত তীব্র ছিল যে রাজ-সেনারা তা’ প্রতিরোধ করতে পারেনি । তাই মহারাজা হরি সিং পাকিস্তানের সাহায্য প্রার্থনা করলেন । এই সাহায্য প্রার্থনার উল্লেখ্য কারণ হ’ল—পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের চুক্তি অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা, ডাক ও তার বিভাগ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল পাকিস্তান । সেই সু-সম্পর্ক’র সূত্র ধ’রে রাজা উপজাতিদের আক্রমণ প্রতিরোধ করার জন্য পাকিস্তানের সাহায্য আশা করেছিলেন । কিন্তু পাকিস্তান জানাল যে তারা একটা স্বাধীন রাষ্ট্র’র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না । ডাক, তার, যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব থাকলেও প্রতিরক্ষার ভার, চুক্তি অনুযায়ী পাকিস্তানের ছিল না ।
রাজা হরি সিং এবং তাঁর মন্ত্রিসভায় একটা আলোচ্য বিষয় বেশ স্পষ্ট হয়ে উঠছিল যে ‘পাকিস্তানের মধ্যে স্বায়ত্বশাসন নিয়ে থাকার ব্যাপারে কোনও আপত্তি নেই’। ঠিক সেই সময় শেখ আবদুল্লা, মহারাজা হরি সিংকে পরামর্শ দিলেন যে এ বিষয়ে ভারতের সাহায্য গ্রহণ করা অপেক্ষাকৃত ভাল। । একজন হিন্দু রাজা হিসেবে, ভারত আপনার অনেকটা স্বার্থরক্ষাকারী হতে পারে । মহারাজা হরি সিং আর কোনও বিচার-বিবেচনা না ক’রেই, শেখ আবদুল্লার পরামর্শ গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন । এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে পাকিস্তানের সঙ্গে ডাক-তার-যোগাযোগ ব্যবস্থা পরিচালনা ইত্যাদি বিষয়ে চুক্তিবদ্ধ হবার পর, ভারতের সঙ্গে নতুন কোনও বিষয়ে চু্ক্তিবদ্ধ হওয়া--- কাশ্মীরের মতো একটি স্বাধীন দেশের রাজার কি উচিত ছিল? অথবা প্রশ্ন উঠতে পারে-- একজন স্বাধীন রাজা পাকিস্তানের মধ্যে স্বায়ত্বশাসনের কথা ভাবার পর, শেখ আবদুল্লার কথায় প্রভাবিত হলেন কেন? এসব প্রশ্নর উত্তর হয়তো রাজনৈতিক সমালোচকরা দিতে পারবেন । আমরা শুধু স্বাধীন কাশ্মীরের পরাধীন হওয়ার যন্ত্রণাদায়ক ঘটনাগুলির কথা তুলে ধরতে পারি মাত্র । ...(চলবে)
২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৪১
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, রাকু হাসান ভাই,আপনার কিছু প্রশ্নসূচক মন্তব্য প্রকাশের জন্য ! পাকিস্তানের ভদ্রতা বা অভদ্রতার প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হ'ল কাশ্মীরের সঙ্গে কয়েকটি বিষয়ে চুক্তিবদ্ধ হলেও প্রতিরক্ষা বিষয়ে চু্ক্তিবদ্ধ না হয়ে কীভাবে তাঁরা এগিয়ে আসতে পারেন? কিভাবে একটি স্বাধীন দেশের সুরক্ষার কাজে হস্তক্ষেপ করতে পারেন? পাকিস্তানের এই সিদ্ধান্ত'র জন্য রাজা হরি সিং তাঁর মন্ত্রিসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন যে 'পাকিস্তানের মধ্যে স্বায়ত্ব শাসন নিয়ে থাকার ব্যাপারে কোনও আপত্তি নেই'। কিন্তু শেখ আবদুল্লার পরামর্শ পুরো ব্যাপারটাই ঘুরিয়ে দিল। ...এখন আশা করি এ বিষয়ে আর কোনো অস্পষ্টতা নেই।...শুভেচ্ছা !
২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:১০
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: চলুক তবে ............
২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: মোঃ ফখরুল ইসলাম ফকরুল ভাই, বিষয়টি খুবই সংবেদনশীল বলেই অনেকটা ধীর গতিতে চলতে হচ্ছে। আপনাদের শুভেচ্ছা থাকলে, আরও কিছু পথ চলার চেষ্টা করব, কাশ্মীর-ইতিহাস সঙ্গে নিয়ে।...ভাল থাকুন! সঙ্গে থাকুন।
৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: আপনার এই লেখাটা কত পর্বের হবে?
লেখাটিতে সব আপনার চিন্তা ভাবনার ফসল?
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫
গায়েন রইসউদ্দিন বলেছেন: ভাই রাজীব নুর, আপনি একজন ভাল লেখক জানি। তাই আপনার কাছে আর কী বলার আছে? বলা বাহুল্য, এ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এখানে রাজনীতির সঙ্গে ধর্মীয় প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব একটা জড়িয়ে আছে। সে জন্য বিষয়টিতে অনেকটা জটিলতার সৃষ্টি হয়েছে। কাশ্মীরের জনজীবন তাই স্বাভাবিক নয়। এসব বিষয়ে লৈখিক আলোকপাত করা যে সময়সাপেক্ষ তা' আপনিও আশা করি অনুমান করতে পারছেন। ...ভাল থাকুন, সঙ্গে থাকুন।
৪| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, আপনার আরও একটা প্রশ্ন'র উত্তর দিতে ভুলে গেছি। আপনি জানতে চেয়েছেন--- লেখাটিতে সব আমার চিন্তা- ভাবনার ফসল কিনা।?...এর উত্তরে বলি--কাশ্মীর ঘটনাক্রম তুলে ধরতে হলে, ইতিহাসের ওপর নির্ভর করতে হয়। তবে সে বিষয়ে নিজস্ব অভিমত অবশ্যই থাকবে। আমি সেভাবেই বিভিন্ন তথ্যসূত্র অবলম্বন ক'রে এগিয়ে চলেছি, অনেকটা স্বাধীন দৃষ্টিভঙ্গী নিয়ে। ...শুভেচ্ছা!!!
৫| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২
হেলাল নোাখালী বলেছেন: ভাল লাগল.।.।.।। প্রিয় তে রাখলাম
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩২
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় লেখক-পাঠক হেলাল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ 'কাশ্মীর প্রসঙ্গে' পোস্টটি প'ড়ে আপনার ভাল-লাগা প্রকাশ করার জন্য ! আপনার 'প্রিয়'-তে রাখার জন্য আরও খুশি হলাম!...ভাল থাকুন ! সঙ্গে থাকুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১:২২
রাকু হাসান বলেছেন: পাকিস্থান এত ভদ্রতা ধেখানোর পেছনে কি অন্য কারণ আছে নাকি সত্যিই স্বাধীনদেশের অদিকার হস্তক্ষেপ না করােই উদ্দেশ্য ।