নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোরাবুদ্দিনের ঘটনা অবশ্যই প্রকাশ্যে আসা উচিত । মায়ের ইনকলাব পড়ার সূত্রে সুযোগটা এসে গেল আমার কাছে । কী এক তাড়নায় চলে গেলাম স্থানীয় সাইবার শপে । সোরাবুদ্দিন সংক্রান্ত যাবতীয় লিঙ্ক থেকে জানা গেল, সিবিআই এ-ব্যাপারে তদন্ত করেছে এবং গুজরাতের একজন শীর্ষস্থানীয় আই.পি.এস অফিসার অভয় চুদাসামা গ্রেপ্তার হয়েছেন । চুদাসামাকে আমি চিনতাম । মাত্র এক বছর আগেই গুজরাত বিস্ফোরণ মামলায় তাঁর এক প্রধান সাক্ষীর স্বীকারোক্তি আমি প্রকাশ করার পর টেলিফোনে আমাকে হুমকী দিয়েছিলেন তিনি । গুজরাত বিস্ফোরণের তদন্তের মূল দায়িত্বে ছিলেন চুদাসামা, যে বিস্ফোরণের সঙ্গে ‘ইন্ডিয়ান মজাহিদিন’ নামক গ্রুপটি যুক্ত ছিল ।রাজ্যের সব থেকে স্পষ্টবাদী ও মিডিয়াঘনিষ্ঠ অফিসারদের একজন ছিলেন চুদাসামা । শোনা যেত, তিনি নাকি গুজরাতের গৃহমন্ত্রী অমিত শাহের খুবই ঘনিষ্ঠ ছিলেন । তবে খ্যাতিমান হয়ে ওঠা অন্যদের থেকে আলাদা ছিলেন চুদাসামা । আমরা পরে দেখব, চোর-জোচ্চোর ও হাওলা সংক্রান্ত বিষয়ে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতেন তিনি । এবং সোরাবুদ্দিন তাঁর সহায়ক হয়ে উঠেছিল ।
যাবতীয় প্রিন্ট আউট আর নোট তৈরি করে, এই ঘটনা এবং এটি নিয়ে লেখালেখির প্রয়োজনীয়তা সম্বন্ধে দিল্লিতে আমার দুই সম্পাদক সোমা চৌধুরী ও তরুণ তেজপালের কাছে একটা চিঠি পাঠালাম । মনে মনে জানতাম, আমার স্ব-আরোপিত বিচ্ছিন্নতা ও অবসাদ থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র উপায় । দুই সম্পাদকই প্রচুর উৎসাহ দিলেন । আবার আমেদাবাদ রওনা দিলাম আমি । এই আমেদাবাদ যাত্রা আমার জীবন পাল্টে দিয়েছিল ।
ওখানে যাওয়ার একমাসের মধ্যেই দুটো গুরুত্বপূর্ণ ঘটনার কথা প্রকাশ্যে আনি আমি । কয়েকজন অফিসারের সাহায্যে কলরেকর্ড আর বিভিন্ন অভ্যন্তরীণ নোট ঘেঁটেই কাজটা করতে পেরেছিলাম । এই অফিসারদের নাম আমি উল্লেখ করব না । খুব সতর্কভাবে তাঁদের সাহায্য চাই, জানতাম তাঁরাই আমার একমাত্র আশা । কিন্তু গুজরাতের মতো একটা রাজ্যে বিশ্বাস অর্জন করা আদৌ সহজ নয়, যেখানে কর্তব্যনিষ্ঠ অফিসারদের সরকারের রোষের শিকার হতে হয় । তাছাড়া এঁদের মধ্যে বেশিরভাগ সেই প্রথম দেখলেন আমাকে । বিষয়টা আরও জটিল ছিল এই কারণে যে, আমি হচ্ছি তেহেলকা সাংবাদিক, অর্থাৎ ধরেই নেওয়া যায় যে-কোনো সময় আমার কাছে একটা স্টিং ক্যামেরা থাকতেই পারে ।
গুজরাতে আমি যে বিষয়টার মুখোমুখি হয়েছিলাম, তা অবশ্য শুধু গুজরাতকেন্দ্রিক বিষয় ছিল না । সৎ পুলিশ অফিসারদের নামে মামলা রুজু করে হেনস্তা করাটা উত্তরপ্রদেশ আর মণিপুরেও একেবারে জলভাত হয়ে উঠেছে—এই দুটি রাজ্য সম্বন্ধে বিস্তৃত রিপোর্টিং করেছি আমি । এ-ও বুঝেছিলাম যে এই হেনস্তা করার ব্যাপারটাই আমার রক্ষাকর্তা হয়ে উঠবে । সবথেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে-অফিসার জানিয়েছেন, দেখা গেল তিনি আসলে এমন কোনো অফিসারের সহপাঠী ছিলেন, যাঁর সম্বন্ধে কিছু রিপোর্ট করেছি আমি । এভাবেই বরফ গললো । মানবাধিকার কর্মী ও তথ্য-যোগানো অফিসারদের সহায়তায় বছরের সবথেকে চাঞ্চল্যকর একটা ঘটনা ফাঁস করতে সক্ষম হলাম আমি । এটা ছিল সংঘর্ষ চলাকালীন তৎকালীন গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে উচ্চপদস্থ অফিসারদের ফোনে কথাবার্তার কলরেকর্ড । কলরেকর্ডের সঙ্গে ছিল অভ্যন্তরীণ ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ সংক্রান্ত একটা অত্যন্ত নিন্দাজনক নোট । মন্ত্রীর কার্যকলাপের দিকে নজর রেখেছিল সিআইডি এবং ওই নোটে বলা হয়েছিল, সংঘর্ষ হচ্ছে নিরাপরাধ মানুষদের হত্যা করার ও তাদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার এক কুৎসিত চক্রান্ত ।
এই রিপোর্ট রাজনৈতিক মহলে আলোড়ন তুলল । সিবিআই থেকে ‘তেহেলকা’র দপ্তরে বাবার বার ফোন করে বলা হতে লাগল কলরেকর্ডগুলো তাদের হাতে তুলে দেওয়া হোক—পরে সুপ্রিম কোর্টের সামনে রেকর্ডগুলো পেশ করা হয়েছিল ।....(ক্রমশঃ)
১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, ধন্যবাদ প্রশ্নটির জন্য। এবিষয় নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম আমি দেখেছি।২ঘন্টা ২৫মিনিট ১০ সেকেন্ডের এই ফিল্ম (২০০২ গুজরাত হিস্ট্রি ফুল ডকুমেন্টারি হিন্দি)। আপনি এখনই ইউটিউব থেকে এটি দেখতে পারেন। অত্যন্ত বেদনাদায়ক সত্য-তথ্যভিত্তিক অনেক অজানা তথ্য পরিবেশিত হয়েছে। তবে সাংবাদিক রানা আইউব প্রকাশিত তথ্যভিত্তিক বিষয়ের উপর এখনও কোনও ফিল্ম নির্মিত হয়েছে কিনা তা আমার জানা নেই।
২| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ রাজীন নুর এটা নিয়ে কোন মুভি হবেনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৪১
রাজীব নুর বলেছেন: এটা নিয়ে কি কোনো মুভি হয়েছে?