নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নজরুল জীবনের শেষ অধ্যায়
সুফী জুলফিকার হায়দারের লেখা এই বইটির অনেক পুরানো একটি কপি আমার কাছে আছে । আমার যতদূর মনে পড়ে ‘সামু’-তে একসময় এই বইটি কারো কাছে আছে কিনা জানতে চেয়েছিলেন, কোনো একজন লেখক-বন্ধু । আমি বলেছিলাম ‘আমার কাছে আছে, আমার ই-মেলে যোগাযোগ করুন’ শুধু একজন বন্ধু সিডনী, অস্ট্রেলিয়া থেকে ই-মেলে যোগসূত্র রেখেছিলেন, আমার কাছে তখন পিডিএফ কপি না থাকার জন্য পুরো বইটার স্ক্যান্ড কপি করে পাঠিয়েছিলাম । এখন সেভাবে সামু-তে প্রকাশ করার প্রথম চেষ্টা ব্যর্থ হ’ল । একজন পাঠক-বন্ধুর পরামর্শে আমি টাইপ ক’রে প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম । শুভেচ্ছা সর্বক্ষণ !!
ভূমিকা
‘নজরুল জীবনের শেষ অধ্যায়’ সম্পর্কে কৈফিয়তস্বরূপ যৎকিঞ্চিৎ ভূমিকার প্রয়োজন রয়েছে । ১৯৩২ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কবি নজরুল ইসলামের সঙ্গে সখ্যসূত্রে আবদ্ধ ছিলাম, নিকটতম বন্ধু এবং অনুজপ্রতিম ভ্রাতা হিসাবে জড়িত ছিলাম ।
১৯৪৫ সাল থেকে আমার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন সূচিত হতে শুরু করে । অবশ্য প্রথম দিকে সে ছিল একান্তভাবেই আমার মানসজগতের ব্যাপার—যার ক্রমপরিণতি হিসাবে আমি সংসার জীবনের কোলাহল থেকে সামগ্রিকভাবে দূরে সরেই ছিলাম । কবির সাথে মেলামেশা করার সময়, অথবা পরবর্তীকালে তাঁর চিকিৎসার সময়, আমার কোন পরিকল্পিত উদ্দেশ্য ছিল না, এবং ছিল না বলেই কবির প্রতিটি খুঁটিনাটি কাজ এবং কথাবার্তা আমি লিখে রাখিনি । আমি কোনদিন ভাবিওনি যে, ‘নজরুল জীবনের শেষ অধ্যায়’ আমাকেই একদিন লিখতে হবে । দীর্ঘ বিশটি বছর ধরে আমার নিকট কবির এবং তাঁর নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবদের বহু চিঠি-পত্রাদি মওজুদ থাকা সত্ত্বেও এ-গ্রন্থ লেখার কথা কিছুদিন আগে পর্যন্ত আমার মনে জাগেনি ।
নজরুল ইসলাম রোগাক্রান্ত হয়ে প্রতিবাদ-শক্তি হারাবার পর নজরুল সম্পর্কে যে সব গ্রন্থ বাজারে বেরিয়েছে ঐ সবের কোন কোনটিোত ভুল তথ্য পরিবেশন করা হয়েছে । ঐ সমস্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার গুণগ্রাহী বন্ধুমহল আমাকে নজরুল সম্পর্কে একটি প্রামাণিক গ্রন্থ লেখার জন্য বিশেষ তাগিদ দিতে থাকেন । কবি নজরুল ইসলামের জীবনীগ্রন্থ রচনা করা আমার পক্ষে জাতীয় কর্তব্য বলেও অনেকে দাবী করেছেন ।
বর্তমানে সবাই, বিশেষ করে তরুণ সাহিত্যিক সম্প্রদায় নজরুল সম্পর্কে বহু কিছু জানার জন্য অত্যন্ত উৎসুক । আমার বিশ্বাস এঁদের অনেকেই নজরুলের জীবন ও সাহিত্য সম্পর্কে গবেষণায় ব্রতী হবেন । আশা করছি, আমার এই লেখা তখন তাঁদের কিছুটা কাজে লাগবে ।
এ পুস্তকে পূর্ব পাকিস্তানের বহু নেতৃস্থানীয় ব্যক্তির উল্লেখ রয়েছে । কবির সেই দুর্দিনে যাঁকে আমি যেভাবে দেখেছি বা পেয়েছি, অনেকটা হুবহু সেভাবেই লিপিবদ্ধ করেছি । কোন অতিরঞ্জন কোথাও স্থান পায়নি, সত্যের মর্যাদা কোথাও ক্ষুন্ন হয়নি । অবশ্য এ কথা মানতে হবে যে, কবির প্রতি তখন তাঁরা যে মনোভাব পোষণ করছিলেন, তদানীন্তন অবস্থার ও রাজনৈতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে তা হয়ত অস্বাভাবিক ছিল না ।
এই জীবনীগ্রন্থ লিখতে গিয়ে যে দুটো ত্রুটির কথা আমি বিশেষভাবে অনুভব করছি তা হচ্ছেঃ (১) এই গ্রন্থ সংলাপ আমার স্মৃতি থেকে লিখতে হয়েছে । (২) পূর্ব-পরিকল্পিত নয় বলে প্রতিটি দৈনন্দিন ঘটনাবলীর তারিখ উল্লেখ সম্ভব হয়নি ।
এই বই-এর পান্ডুলিপি তৈরি ব্যাপারে আন্তরিক উৎসাহের সাথে যাঁরা আমাকে সাহায্য করেছেন তাঁরা হচ্ছেন আমার পরম স্নেহাস্পদ জামাতা আব্দুর রশীদ ও ভাগিনেয় আবু জামাল খন্দকার । তাদের জন্য রইলো অজস্র স্নেহ-সিক্ত কল্যাণ আশীর্বাদ ।
জুলফিকার হায়দার
খোশবাগ,
১৮১, নিউ রেসিডেন্সিয়াল এরিয়া, ধানমন্ডি
মধুবাজার, ঢাকা—১
২৫শে মে, ১৯৬৪
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রথম পোস্টের লেখাগুলি স্ক্যান্ড কপি ছিল, বাংলা ফন্টও খুব ছোট দেখাচ্ছিল। ফলে পাঠক-বন্ধুদের পড়তে অসুবিধা হচ্ছিল। তাই দ্বিতীয়বার টাইপ করে পোস্ট করেছি। শুভেচ্ছাসহ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য !!
২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।
সবচেয়ে ভালো হয় নজরুলকে নিয়ে ধারাবাহিক ভাবে পোষ্ট দেন। শুধু শেষ অধ্যায় না। প্রথম থেকে শেষ পর্যন্ত।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৭
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, আপনার সহানুভূতিপূর্ণ পরামর্শ সবসময় আমার কাছে গ্রহণযোগ্য। আমি অবশ্যই চেষ্টা করব। ভাল থাকবেন!!
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার ও নজরুলের বিষয় জেনে ভালো লাগল । তবে আরো একটা ব্যক্তিগত বিষয় যদি আপনি কিছু না মনে করেন আপনার বয়স
কততে পা দিলেন বলবেন কি ?
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:১০
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ পাঠক-বন্ধু হাসু মামা, আপনার সহজ-সরল কথা প্রকাশ করার জন্য! আপনার প্রশ্নটিতে আমার মনে করার কিছু নেই। তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনার আসল নাম ও পরিচয় প্রকাশ করুন।
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাজ করছেন, চালিয়ে যান সাথে আছি।
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াসউদ্দিন, আপনার ইতিবাচক মতামত আমাকে উৎসাহিত করেছে। ভাল থাকবেন !
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: একই পোস্ট দুইবার দিলেন নাকি?