নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

শহরে বসন্ত

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৭


এ শহরে অনেক পাবার কথা ছিল
নতুন জীবন, নতুন আশা ছিল মনে ।
রাজপথ, অট্টালিকা, বিচিত্র যান-বাহন—
অচেনা অগণ্য মানুষ, কর্ম-কোলাহল।

পল্লী-বালিকা তুমি, দু’চোখে নতুন স্বপ্ন ।
শহুরে স্বামীর চির পুরাতন এ শহর,
কর্মময় জীবন, সময়ের সাথে বাঁধা ।
প্রেমহীন কঠিন জীবন ।
নিজের ঘরে বন্দি সারাক্ষণ ।

তোমার বিষাদময় কম্পিত কন্ঠে —
‘আজ ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ায়'
মন ছুটে যায় লুকোচুরি খেলায়,
ফেলে আসা সোনালি-সবুজ ঠিকানায় ।
একদিন একা শহরের পথে চলতে চলতে
পথ হারালে তুমি—
চিনতে পেরে বাড়ির মালিক ফেরাল ঘরে ।


বিষন্ন অসহায় যুবক !
তোমাকে, গ্রামে ফেরাতে চাইল সে ।
পথের মাঝে পথ হারানোর সাধ—
তোমার মনে, কে জানতো !
লুকোচুরি খেললে তার সাথে ।
ফিরতে চাইলে নিজের ঘরে,
প্রেমহীন শহরের মাঝে,
খুঁজে পেতে এক নতুন বসন্ত ।

শহরের নানা অলি-গলি, রাজপথ পেরিয়ে—
আবার ফিরে পাওয়া, অশ্রুসজল দৃশ্য !
যুবক-হদয়ে বেজে উঠল--
প্রণয়ের সুর ! তোমার জন্য ।
দেখা দিল শহরে আর এক বসন্ত।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো কি আপনি নিজে তুলেছেন?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩০

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ নুর ভাই আপনার প্রশ্নের জন্য! সিনেমার পর্দা থেকে বিশেষ কিছু মূহুর্তের ছবি আমি তুলেছি, কবিতায় পাতায় সংযোজন করার জন্য !!

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: শুধু একটি মাত্র ছবি (ধানক্ষেতের ছবি) আমি আমার গ্রাম থেকে তুলেছিলাম, যা এখানে আমার কবিতার পাতায় প্রকাশ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.