নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বাঙাল বনাম বাঙালি

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০১




‘বাঙাল’ কে আর ‘বাঙালি’ কে?
(আমি) এখনই জানতে চাই।
জন্ম থেকে আজ অবধি,
বুঝতে পারিনি ভাই।।

ঢাকা, বরিশাল, খুলনাবাসীকে
‘বাঙাল’ বলবো কেন?।
হুগলি, নদিয়া, কলকাতাবাসী
‘বাঙালি’ হবে কেন?।।

ভাষার জন্য ব্যবধান যদি,
‘নোয়াখালিবাসী’ কী?।
ভাষার জন্য অভিমান যদি,
গেঁয়োখালিবাসী কী?।।

আবার শুনেছি ‘ঘটি’ ও ‘বাঙাল’,
সীমান্তে দেখা হলো।
ঘটি ও বাঙাল বিয়ে হ’লে বলে,
এই বুঝি জাত গেলো।।

একজন বলে ‘বাঙাল’ অর্থে
বীর পুরুষের ভাব।
সূর্যসেনের মতো বীরের
এদেশে বড় অভাব।।

শুনে হেসে কয়, কলকাতাবাসী
‘ওরে ও বীর বাঙাল।
ঘটি-বাঙালি নেতাজীকে ভেবে
হ’সনে বদ্-বেহাল’।।

বাঙাল-বাঙালি ভিন্ন ভেবেই,
জাতির সর্বনাশ।
সীমান্ত হ’ল কলঙ্করেখা,
মানুষের হা-হুতাশ।।

মূর্খতারই দাম দিতে ভাই,
ছেড়েছি জন্মভূমি।
শুদ্ধ হোক, পবিত্র হোক,
বাংলার মনোভূমি।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩১

আখেনাটেন বলেছেন: কলকাতাবাসীর এই ঘটি-বাটি/বাঙাল খাউজানি এখন মনে হয় আগের মতো তীব্র নয়। ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলার ঝাঁজ আমরা সীমান্তের এপারে বসেও টের পেতাম। :D

২| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: হিন্দু মুসলমান, ঘটি, বাঙ্গালী সব ভুলে যেতে হবে। শুধু একটা কথাই মনে রাখতে হবে। আমরা মানুষ।

৩| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ২:২৬

সোবুজ বলেছেন: বঙ্গের অধিবাসিদের বাঙ্গাল বলে।এখন আমরা বাঙ্গাল না বাঙ্গালীও না বাংলাদেশি।আবার হয়তো জাতিয় পরিচয় পান্টাতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.