![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা প্রায় দুপুর শীত পড়ছে অনেক আমি ব্যাংকে যাচ্ছি অফিসিয়াল কাজে পথেই একটি ছোট ছেলে দৌঁড়ে এসে বলল ভাইয়া "আইজ কোন কাগজ পাই নাই ট্যকা নাই খুব খিদা লাগছে একটা রুটি কিনা দেন"... মনটা খুব কেদেঁ উঠল.. ইচ্ছে হয়েছিল ভাত খাওয়ায় একটা হোটেলে বসে কিন্তু সময় কম তাই পাশের একটা টং দোকান থেকে বড় সাইজের দুটো বনরুটি, একটা বড় কেক আর একটা চা এর দাম দিয়ে বল্লাম আর কিছু খাবে? ও বলল "পেট ভইরা যাইবো আর কিছু লাগবো না" আবারো ভাত কেন খাওয়াতে পারলাম না সেটা ভেবে মন খারাপ হয়ে গেল.. যেই দেশে মার্সিডিস, বিএমডব্লিউ জাগুয়ার, এই গাড়িগুলো চলে সেই দেশে এখনও ক্ষুদার তাড়নায় মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাই মানুষ এখনো দুইবেলা অভুক্ত থাকে.. তাই ঈশ্বরের কাছে প্রার্থনা ওদের অন্তত দুইবেলা ডাল ভাত খাওয়াও যারা তোমার দয়াতে থেকে অভুক্ত থাকে এখনও.. আর তাদের বলছি যারা অনেক দামী রেস্টুরেন্টে গিয়ে অনেক দামী খাবার খান প্লিজ অভুক্তদের ছোট শিশুদের কথা চিন্তা করুন আর আপনার আশেপাশে কোন অভুক্ত শিশু বা বৃদ্ধ এখনো না খেতে পেয়ে রাতে হয়তো কোনভাবে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই চিন্তা করে ঘুমিয়ে পড়ল কিনা..
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২
এ কে এম রেজাউল করিম বলেছেন:
রাজীব তালুকদারঃ আপনার দৃষ্টি ভংগি ও ইতিবাচক অভিমত সবার মধ্যে সঞ্চালিত হোক মাওনা করি ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭
রাজীব তালুকদার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যারা অনেক দামী রেস্টুরেন্টে গিয়ে অনেক দামী খাওয়ার খান প্লিজ অভুক্তদের ছোট শিশুদের কথা চিন্তা করুন আর আপনার আশেপাশে কোন অভুক্ত শিশু বা বৃদ্ধ এখনো না খেতে পেয়ে রাতে হয়তো কোনভাবে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই চিন্ত করে ঘুমিয়ে পড়ল কিনা.. ’’---------------এই চিন্তা খুব কম মানুষই করে -অথচ চিন্তাটা করা জরুরী