নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা হয়ে যায়..

নূরুল আলম রাজু, উন্নয়নকর্মী! একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

রাজু নূরুল

রাজু নূরুল › বিস্তারিত পোস্টঃ

১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক…

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০০

২০০৫ সালে বিরাট অসুখে পড়েছিলেন মাগুরার আমজাদ হোসেন। এখানে সেখানে নানা জায়গার ঔষধ খেয়েও সারছিলনা সে অসুখ। শেষে জার্মানির ওষুধ খেয়ে তিনি আরোগ্য লাভ করলেন। এখন তার প্রতিদানতো দিতে হয়। শুরু করলেন জার্মানির পতাকা বানাতে। ২০১৪ সালে স্বপ্নের পূর্ণতা পেল। আট বছর ধরে বানালের তিন কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। ২০১৪ সারা দেশের মানুষ আমজাদকে অভিনন্দন জানাতে আর সে পতাকা দেখতে ছুটে গিয়েছিলেন মাগুরা স্টেডিয়ামে। স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. ফার্দিনান্দ ভেহে।

বাংলাদেশে জার্মানি দলের সমর্থক হাতেগোনা! আসল সমর্থক হলো ব্রাজিল আর আর্জেন্টিনার। মাতামাতিটা হয় এই দুই দেশের পতাকা নিয়ে। এক এক বিল্ডিং এর ছাদে অসংখ্য পতাকা। লাল, নীল, সাদা, হলুদ- নানা রঙের পতাকা…রীতিমত প্রযোগিতা শুরু হয়, কার পতাকা কত বড়! কে কার উপরে! গোটা দেশ তখন খন্ড খন্ড ব্রাজিল, আর্জেন্টিনা অথবা স্পেন….!

সে সব দেশেও কী কখনো একই ঘটনা ঘটে? মাঠের কোনায়, বাড়ির ছাদে, কার্নিশে, জানালার গলুইয়ের ফাঁক গলে, বস্তির টিনের চালে, ছুটে চলা নৌকার পালে ওভাবে কী ওদের পতাকাও ওড়ে? অথবা ওরা কী জানে যে, দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা দেশে ওদের পতাকা নিয়ে কতই না মাতামাতি হয়?

ক্রিকেটই আমাদের জন্য উৎসব। গর্বের কারণ। এই একটা খেলায়ই আমাদের উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আমরা বিশ্বকাপ খেলছি। গোটা দুনিয়াকে অবাক করে কোয়ার্টার ফাইনাল খেলবো ১৯ তারিখে। প্রতিপক্ষ নাকি এরই মধ্যে কাঁপাকাপিও শুরু করে দিয়েছে। সারাদেশে এখন সব আলোচনা কেন্দ্রীভূত হয় ক্রিকেটকে নিয়ে। প্রত্যেকটা সাপোর্টারই একাধারে খেলোয়াড়, নির্বাচক, বোর্ড প্রধান!!! রাজনীতিও গলে গেছে ক্রিকেটের উত্তাপে। ক্রিকেট বিশ্বেও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ।

অথচ এখনো, কোথাও বাংলাদেশের পতাকা চোখে পড়ছেনা। উঁচু ছাদের উপর মাথা তুলে, গাড়ির সম্মুখ অংশে, বাইসাইকেলের হ্যান্ডেলে, ছোট্ট শিশুর মাথায়, হাতের ব্যান্ড হয়ে, জানালার কুর্নিশে-কোথাও লাল সবুজ পতাকা নেই।

আমজাদ জার্মানির ঔষধের প্রতিদান দিয়েছে। নিজের সব সঞ্চয় নি:শেষ করেছে একটা পতাকা বানাতে। আমাদেরও প্রতিদানের সূবর্ণ সুযোগ এসেছে। পৃথিবীর সবচেয়ে সেরা দেশটায় জন্মেছি বলে।

উড়ুক পতাকা! ১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক…

মন্তব্য ৬৯ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো বলেছেন। সহমত জানাই।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫১

রাজু নূরুল বলেছেন: অনেক ধন্যবাদ!

২| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩

মৃদুল আহমেদ ইকারাস বলেছেন: লাল সবুজ পতাকা ২৯ তারিখও উড়বে ইনশাল্লাহ্..

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫১

রাজু নূরুল বলেছেন: ইয়েস! উড়বেই লাল-সবুজ.।

৩| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: সহমত সহ দোয়া করি সৃস্টিকর্তা যেন আমাদের সহায় হয়।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫২

রাজু নূরুল বলেছেন: তিনি আমাদের সাথেই থাকবেন। এত এত মানুষের ভালবাসা বৃথা যাবেনা।

৪| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

আবু জাকারিয়া বলেছেন: অথচ এখনো, কোথাও
বাংলাদেশের
পতাকা চোখে পড়ছেনা।
উঁচু ছাদের উপর মাথা তুলে,
গাড়ির সম্মুখ অংশে,
বাইসাইকেলের
হ্যান্ডেলে, ছোট্ট শিশুর
মাথায়, হাতের ব্যান্ড হয়ে,
জানালার কুর্নিশে-
কোথাও লাল সবুজ
পতাকা নেই।''

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫২

রাজু নূরুল বলেছেন: আশা করি, ১৯ তারিখের মধ্যে এই অবস্থার পরিবর্তন হবেই! লাল সবুজের পতাকায় ছেয়ে যাবে গোটা দেশ

৫| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২০

মাজহারুল সাকিব বলেছেন: ঠিক বলেছেন

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

রাজু নূরুল বলেছেন: থ্যাংক্যু..

৬| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: উড়ুক পতাকা। লাল সবুজ হয়ে যাক। তবে একটু মায়া নিয়ে যত্ন নিয়ে যেন ওড়াই।

আমাদের থেকে যদি বাচ্চারা পতাকা অথবা জাতীয় সঙ্গিতের প্রতি কিছুটা সম্মান দেয়া অথবা জানানোর কিছুটা শেখে, তাতে তো ক্ষতি নাই।

ধরেন, খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজলো, বাসায় সবাই দাঁড়ায় গেলেন, যদিও বাসায় দাঁড়ানো বাধ্যতামুলক না। তবু দাড়ান, বাচ্চারা জিজ্ঞেস করলে বলেন, জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়িয়ে সম্মান দিতে হয়। এই আরকি।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৫

রাজু নূরুল বলেছেন: সত্যি বলেছেন। এই পতাকাই আমার দেশ, অস্তিত্ব! ভালবাসতে গিয়ে যেন অপমান না করি। রেকর্ড করতে গিয়ে সারা ধুলোবালিময়, যেখানে সেখানে যেন লাল সবজি গড়াগড়ি না খায়..

৭| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি চারটে পতাকা ছাদে লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে :)

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৫

রাজু নূরুল বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! উদ্বদ্ধ করুন। অনবরত..

৮| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমাদের গ্রামে ৫০টা পতাকা টাঙিয়ে দিয়েছি।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

রাজু নূরুল বলেছেন: অসাধারণ, হবেই হবে। এইভাবেই পরিবর্তন আসবে। আসবেই!!!

৯| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একই কামনা...

সুন্দর পোস্ট দিয়েছেন!

১০| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত।


১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক…

আমাদের ব্লগ, ফেইসবুকের প্রোফাইল পিকচার, ইত্যাদিতে লাল-সবুজ পতাকা উঠে আসুক।

১১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭

সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন।


১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক…

১২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩২

বদিউজ্জামান মিলন বলেছেন: আপনি পতাকা উড়িয়েছেন?

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৮

রাজু নূরুল বলেছেন: জ্বী মিলন ভাই! ঘরে-অফিসে, মাথায়! সর্বত্র.।

১৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লাল সবুজের বুকে যুক্ত হোক আর একটা জয়ের পালক।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

রাজু নূরুল বলেছেন: মন খারাপের কিছু হয়নি। জয় আমাদেরই হয়েছে!!!

১৪| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লাল সবুজের বুকে যুক্ত হোক আর একটা জয়ের পালক।

১৫| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লাল সবুজের বুকে যুক্ত হোক আর একটা জয়ের পালক।

১৬| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫

এরশাদ বাদশা বলেছেন: এর চে সুন্দর করে বোধহয় আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য গুছিয়ে বলা যেতোনা। ধন্যবাদ লেখক।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৯

রাজু নূরুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!!

১৭| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

বাংলার দামাল সন্তান বলেছেন: ইনশাআল্লাহ আমরা সবাই লাল সবুজ পতাকা নিয়ে প্রস্তুত।

১৮| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

এ.এম.েমারেশদ বলেছেন: Potaka Dia bishaw joy hobai. Inshallah

১৯| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

এ.এম.েমারেশদ বলেছেন: Potaka Dia bishaw joy hobai. Inshallah

২০| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

মুদ্রা সংগ্রাহক বলেছেন: মনের মধ্যে এই নিয়ে ক্ষোভ সবসময় ছিল কিন্তু আপনার মত ব্লগে আগে প্রকাশ করা হয়নি। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি সামনে নিয়ে আসার জন্য।

২১| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনার এই পস্টটি যেহেতু স্টিকি হয়েছে, তাই আমার পতাকা নিয়ে এই পোস্টটা একটু পড়ে দেখতে পারেন। এতো নিয়ম কানুন মেনে তো আর আবেগ আটকান যায়না, ভালোবাসার প্রকাশও না। তবু অল্প কিছু রীতি যদি কেউ জানে, তাহলে খুব কস্ট কিন্তু হবেনা। পোস্টের নিচে কয়টা লাইন জুড়ে দিতে পারেন, যেটা আপনার মনে হবে করতে পারলে ভালোই হবে। মানুক আর নাই মানুক, ক্ষতি হবেনা, তবু কেউ কেউ যদি জানে তাহলে ভালোই হবে। নীচের লিঙ্কটায় আছে সব। ধন্যবাদ।

http://www.somewhereinblog.net/blog/snatcher/30021311

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২০

রাজু নূরুল বলেছেন: ধন্যবাদ! ভাল লিখেছেন ভাই...

২২| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক… আমিও তা চাই ।

২৩| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই চাই। আর চাই লাল সবুজের বিজয়োৎসব ।

২৪| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তো হয়ে যাক- লাল সবুজে রঙিন হোক সারা বাংলা.......

:)

২৫| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২২

সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশ হারবে এটা নির্মম বাস্তব । যদি জিতে আমার ব্লগে গিয়ে ধিক্কার দিয়ে আসবেন । যদি হারে এই পোস্টটা উঠিয়ে নিবেন । বিজয়ের আগেই উল্লাস করার মত উন্মত্ততা দেখতে ভালো লাগেনা ।

২৬| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

আমি তুমি আমরা বলেছেন: উড়ুক পতাকা! ১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক…

২৭| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ আহ্বান ।

২৮| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: বাঙালির আকর্ষণ সব সময় বিদেশী জিনিসের প্রতি বেশী। এটা দুর্বলতা না ভালোবাসা জানি না। তবে ১৯ তারিখে আমিও আপনার মতো স্বদেশী চেতনায় জেগে উঠুক দেশ আর চাই লাল সবুজে ছেয়ে যাক গোটা দেশ।

২৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

৩০| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

কিং ফাহিম বলেছেন: বস,আমাকে সকল পোষ্ট থেকে সরিয়ে আনা হয়েছে।আমি কি আর কখনই সকল পোষ্ট এ লিখতে পারব না?আর নির্বাচিত পোষ্টেও তো আমার লেখা পোষ্ট করছেন না।
কেউ আমাকে হেল্প করেন আমি নতুন।

৩১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

পলক শাহরিয়ার বলেছেন: আমি অপার হয়ে বসে আছি...ওহে দয়াময়....আসুক আবার ফিরে সেই রং ছড়ানো, রং মাখানোর দিন। সুদীর্ঘ দুঃসময়ে ক্লান্ত জাতির জন্য 'তিনটা' জয় নিদেনপক্ষে একটা-দু'টা জয় ভীষণ দরকার! ভীষণ!

আম,আদমী আর বাঘের প্রথম গর্জন

৩২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: উড়ুক পতাকা! ১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক
সহমত ...

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৪

রাজু নূরুল বলেছেন: থ্যাংকস ডিয়ার.. লাল সবুজ হয়েছে। আমরাইতো জিতেছি.

৩৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

সৌভিক ঘোষাল বলেছেন: আপনাদের আবেগ বুঝতে পারছি। আমরা ভারতীয়রা এবারো বিশ্বকাপ জিততে চাই। নিশ্চয় আপনারাও অনেকটা পথ যেতে চান। ভালো খেলছেন আপনারা। খেলার মাঠের প্রতিদ্বন্দ্বিতা খেলার মাঠেই সীমাবদ্ধ থাক। তার বাইরে যেন না আসে।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৩

রাজু নূরুল বলেছেন: ধন্যবাদ সৌভিক! সহমত আপনার সাথে।

৩৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: লাল সবুজের বাংলাদেশ , গর্জে উটবেই ।

৩৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

নিষ্‌কর্মা বলেছেন: কয়েকটি কথা বলব, রাগ কৈরেন না!

প্রথম কথা হৈল, আমাদের পতাকা প্রেম থাকলেও তা বিদেশি পতাকার জন্য, স্বদেশি পতাকার জন্য নয়! তার উপরে আছে পতাকা আইন, সে কারণে কেউ পতাকা বানাইতে চাইবে না। কেননা কেউ এই দেশে পুলিশরে আর যাই কিছু ভাবুক না কেন, বন্ধু ভাবে না

দ্বিতীয়তঃ বাঙলাদেশ সিরিয়ালে ৯ নাম্বার টিম। এই টিমের কাছে বিশ্বের প্রথম সারির টিম হেরে যাবে, তা আমাদের কেউই আশা করে না। তবে জাতিগত ভাবে আমাদের দুর্ঘটনার প্রতি আকর্ষন আছে। আমাদের মনের গহীনে, মনে মনে অন্যের অকল্যান বা দুর্ঘটনা ঘটুক, এমনটাই আমরা চাই। ভারতের ক্ষেত্রেও তাই! এইটা যতটা খেলতে পারার জন্য, তার চেয়েও বেশি প্রতিহিংসা থেকে।

তৃতীয়তঃ আমাদের দেশের কঠিন প্রতিযোগীতার বাজারে যারা আমাদের ক্রিকেট খেলোয়াড়দের বড় তারকা বানিয়েছে, তারাই উৎপল শুভ্রদের রেখেছে সেই খেলোয়াড়দের বিজ্ঞাপন বানিয়ে রিপোর্ট লেখার জন্য। সে জন্য পণ্যের বিজ্ঞাপনের সহায়ক সেই সব লেখা পড়ে আমাদের মনে হয় আমাদের এই দুর্বল টিম না জানি কি! বস্তুত এই দলটি বিড়াল মুখী বাঘ বৈ আর কিছুই নয়

আমার বিশ্লেষণে রাগ কৈরেন না। চিন্তা কৈরা দেইখেন আমার পয়েন্টগুলা। ১৯ তারিখ কি হবে আমরা তা জানি না। তবে আমি মোটামুটি শিওর যে এই দলের হারার সম্ভাবনা খুব বেশি।

৩৬| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭

যুগল শব্দ বলেছেন:
সহমত আর শুভকামনা,
অন্তরের গভীর থেকে। ধন্যবাদ।

৩৭| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: লাল -সবুজ পতাকা উড়ছে, উড়বে!!!!!!!

৩৮| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

Gupi বলেছেন: খুব ভালো লাগর

৩৯| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৫

সেই অবহেলা বলেছেন: হৃদয়ে আছে যে পতাকা তা কি না উড়িয়ে পারা যায় ।

৪০| ১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৫

জাফরুল মবীন বলেছেন: বাংলাদেশের খেলোয়াড়রা বিজয়ী হয়ে খেলার মাঠে লাল-সবুজ পতাকা উড়াক,বিশ্বকে জানিয়ে দিক আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সক্ষমতা।

আমরা আবেগপ্রবণ জাতি।আর আবেগ মানসিক দৃঢ়তাকে ভঙ্গুর করে দেয়।ক্রিকেট মূলত একটা মেন্টাল গেম।খেলার আগেই আমরা যেভাবে মাত্রাতিরিক্ত আবেগে জড়িয়ে গেছি এবং বাংলাদেশ-ভারত ম্যাচকে যুদ্ধাবস্থায় নিয়ে গেছি তার সামান্যতমও যদি আমাদের খেলোয়াড়দের স্পর্শ করে সেটা মনে হয় না মঙ্গলজনক হবে।নিজ দলের স্বার্থেই বিষয়টি আমাদের ভাবা দরকার।ধন্যবাদ আপনাকে।

৪১| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৯

কেয়ারলেস শুভ বলেছেন: Thik bolsen bro.

৪২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৫

সুমন জেবা বলেছেন:

৪৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১২

সুমন জেবা বলেছেন:

৪৪| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৬

সৃজন আহমদ বলেছেন: হয়ে যাক তবে লাল+সবুজ গোটা বাংলাদেশ ।

৪৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৩

হামিদ আহসান বলেছেন: ১৯ মার্চ গোটা দেশটা লাল সবুজ হয়ে উঠবে৷ অামরা অামাদের ভালোবাসাটা জানান দিব৷ সবাই দেশটার জন্য যা সম্ভব করবে৷ ফলাফল খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে মেনে নেব৷

ধন্যবাদ অাপনাকে ....

৪৬| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

বিদগ্ধ বলেছেন: বাংলাদেশ দলের বিপক্ষে কোন যুক্তিসঙ্গত বিশ্লেষণে আমি যেতে চাই না। আমার ইচ্ছে নেই। যারা প্রাণান্ত যুক্তি দিয়ে যাচ্ছেন যে, বাংলাদেশ হারবেই, তারা আমার হৃদয় ভাঙার চেষ্টা করছে। তাদের ওসব বিশ্লেষণে আমার একদম আগ্রহ নেই। তাদের যুক্তি চুলায় যাক!


আমার যুক্তি হলো, যে শক্তি/যোগ্যতা দিয়ে বাংলাদেশ একসময় ভারতকে হারিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল অথবা এবার স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়েছে, সেই একই প্রাণশক্তি দিয়ে বাংলাদেশ আগামিকাল ভারতের বিপক্ষে খেলে বিজয় নিয়ে আসবে।

জিতলে আনন্দের সীমা থাকবে না, কিন্তু হারলেও কাউকে ধিক্কার দিতে চাই না।

জয় হোক বাংলাদেশ ক্রিকেট টিমের।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৭

রাজু নূরুল বলেছেন: ঠিকই বলেছেন! কে কী ভাবলো, বললো, কী আসা যায় বলুনতো? আমি আমার দেশটাকে ভালবাসি, আমার মতো করে। সেই তো গুরুত্বপূর্ণ!

একটা ক্রিকেট দল, গোটা দুনিয়ায় বাংলাদেশ নামটা ছড়িয়ে দিল। এর চেয়ে বেশি কী আর হতে পারতো???

৪৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১০

কিং ফাহিম বলেছেন: কেউ হেল্প করেন প্লিজ, আমাকে সকল পোষ্ট এ পোষ্ট করা থেকে সরিয়ে আনা হয়েছে,আর বলছে ব্লগের ইচ্ছা হলে নিরবাচিত পোষ্ট এ আমার লেখা পোষ্ট করবে কিন্তু এখনও তা করেনি।এখন তালে কি আমি আর কখনই সকল পোষ্ট এ পোষ্ট করতে পারব না?
কেউ জানান প্লিজ
আমার ব্লগঃ

৪৮| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

লিযেন বলেছেন: হারি আর জিতি support করতে ভয় কিসের ??????

৪৯| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যারা এখানে নেতিবাচক মন্তব্য করছেন বা নিশ্চিতভাবেই বলে দিচ্ছেন, বাংলাদেশ হেরে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি, ODI is ODI ! অনিশ্চয়তায় ভরা এবং বাংলাদেশ টিমের বর্তমানে যে সামর্থ্য তাকে মোটেও খাট করে দেখার সুযোগ নেই, ফলাফল যে কোন দিকেই যেতে পারে ! আর সবশেষে এটা একটা খেলা, এটা সবার মনে রাখা উচিত।

আজকে শ্রীলংকার খেলার অবস্থা দেখে বলুন তো? ওরা কি এত কম রান করার দল? শ্রীলংকা কি কোন দিন দক্ষিন আফ্রিকাকে হারায় নি??

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯

রাজু নূরুল বলেছেন: হয়তো হেরেই গেছে! কী এসে যায় তাতে? সারা দুনিয়ায় বাংলাদেশ নামটা ছড়িয়ে তো দিয়ে গেছে। কম কী বলেন তো???

৫০| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

যাযাবর৮১ বলেছেন:

উড়ুক পতাকা! ১৯ তারিখে গোটা দেশটা লাল সবুজ হয়ে যাক…


খুব ভালো বলেছেন ভাই
সহমত দিয়ে যাই :)

৫১| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪

নূর আল আমিন বলেছেন: লাল সবুজে ছেয়ে যাক এই দেশ ভারতীয় কুকুরদের দেয়া হোক মুগুর

৫২| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪

অবিবাহিত ছেলে বলেছেন: কামারের দোকানে কোরআন শরীফ পড়ে লাভ নাই । আমরা ফুটবল বিশ্বকাপ নিয়ে যে রকম বেহায়াপনা করি তার ২৫% করলেও দেখতেন দেশময় কেমন একটা ভালোলাগা ছুয়ে যেত ।

জাতি হিসেবে আমরা আসলে কেমন যেন মেন্টাল । টীম বাংলাদেশের জন্য শুভ কামনা রইল ।
আমি আগেই কয়ছিলাম

৫৩| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯

কালের সময় বলেছেন: ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.