![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম থেকে একাত্তবাদী। পারলে ঠেকাও, যতদিন বেঁচে থাকবে ততদিন কলম চালিয়ে যাবো। জানি কেউ লেখাগুলো পড়বেনা তবুও লিখে যাব।
"___অসমাপ্ত___"
--< রাকিবুল হাসান..
প্রিয়তমা,
তোমার সাথে কাটানো মূহুর্তগুলোর কথা মনে পড়লেই, কেনো যেন ঠোঁটের কোণে একফালি হাসি খেলে যায়...
নিজের অজান্তেই তোমাকে আরেকটু বেশি ভালোবেসে ফেলি...
জানি,
সময়ের কঠিন প্রয়োজনে তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে...
তাই বলে কি তোমার জন্য আমার ভালোবাসা কমে যাবে?
বিশ্বাস করো,
ভালোবাসি তোমায় আমি আগে চেয়ে অনেক অনেক বেশি...
বিশ্বাস করবে??
এখনও বড্ড ইচ্ছে করে,
দু'জনে এক চায়ের কাপে ঠোঁট লাগিয়ে চুমুক দিতে..
এক বেঞ্চিতে বসে হাতে হাত রেখে কথা বলতে...
আর, তোমার মায়াভরা চোখের দিকে অপলক তাকিয়ে থাকতে...
কিন্তু, সময় জিনিসটা অনেক নিষ্ঠুর..
কিছু মানে না..
কিছু জানে না..
কিছু বুঝেও না..
শুধু ভালোবাসার মানুষটিকে নিয়ে যায়...
প্রিয়তমা,
তোমাকে কাছে পাওয়ার জন্য আজও বুকের ভেতরটা তোলপাড় করে যায়...
আর তাই,
নিজের অজান্তেই তোমাকে আরও একটু ভালোবেসে ফেলি...
বিশ্বাস করো,
ভালোবাসি তোমায় আমি আগের চেয়ে অনেক বেশি..
ভালোবাসি তোমায় আমি তোমার চেয়ে অনেক বেশি..
(অসমাপ্ত)
©somewhere in net ltd.