নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজিমউদ্দিন

মোঃ নাজিমউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বলীরপাঁঠা (ধর্ম ও আহাম্মকগোষ্ঠী)

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭

ধর্ম নামের ঢাল ব্যবহার করে পৃথিবীতে ব্লাডি বাস্টার্ড মতলবি মানুষেরা আজীবন নির্যাতন করে নীরিহ মানুষদের উপর ।ধর্ম মানুষের জন্য,মানুষ ধর্মের জন্য নয়। এই সত্যটা আমৱা যতোদিন প্রতিষ্ঠিত করতে না পারবো মানুষ মানবতা প্রতিষ্ঠা পাবে না।

ধর্মব্যবসা সেই আদিকাল থেকেই খুবই জমজমাট. ক্ষমতা,সম্পদ আর জৌলুস এর জন্য সাধারণ মানুষের রক্ত আর জীবন মতলববাজ শাসক গোষ্ঠীর আজীবনের ঢাল হিসেবে ব্যবহার হয়ে আসছে ।

তবে বর্তমান সময়ে ইসলাম ধর্ম তাদের এই জমজমাট ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পৃথিবী জুড়ে ব্যাপক চলছে।
আর এই ব্যবসা বিশেষ করে মুসলিম দেশ গুলোতেই বেশি লাভজনক হচ্ছে |

এবার আসা যাক বলীরপাঁঠা প্রসঙ্গে। সেই প্রাচীনকাল থেকেই মানুষ ও ধর্মকে ব্যবহার করে লোভী জল্লাদ শাসকগোষ্ঠী তাদের বিকৃত লালসা পূর্ণ করে এসেছে , বলী হয়েছে অগণিত সাধারণ মানুষ, বলী হয়েছে ধর্মীয় মূল্যবোধ।

ইউরোপে ১০৯৫ সাল থেকে ১২৯১ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে চলা মুসলিম ও খ্রীষ্টান দের মধ্যে যে ধর্মযুদ্ধ চলে তাতে প্রায় ৩ মিলিয়ন মানুষ নিহত হয়। ১৫৬২ সাল থেকে ১৫৯৮ সাল পর্যন্ত ফ্রান্সে চলা ধর্ম যুদ্ধ যা কিনা খ্রীস্ট ধর্মেরই দুই মতালম্বী ক্যাথলিক ও প্রোটেস্টানদের মধ্যে সংগঠিত হয় বলীর পাঠা হয় প্রায় ৪ মিলিয়ন মানুষ। রোমান সাম্রাজ্যে ১৬১৮ সাল থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ক্যাথলিক ও প্রোটেস্টানদের মধ্যে ধর্মযুদ্ধ চলে তাতে প্রায় ১১.৫ মিলিয়ন মানুষ নিহত হয়। সুদানে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পৰ্যন্ত মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে সংঘর্ষে প্রায় ২ মিলিয়ন মানুষ নিহত হয়.

ধর্মের কারনে কেন এই হত্যা, কেন এতো বর্বরতা? এই যদি হয় ধর্মের ফলন তাহলে এমন ধর্মের দরকার টা কি? আসলে এসবই ব্যবসা, সবই শাসক মহলের বিকৃত লালসার ফলন, ধর্ম আর আহাম্মক শ্রেণী বলীর পাঁঠা. পৃথিবীতে কোনো ধর্মই হত্যাকে স্বীকৃতি দিতে পারে না, আর যদি দেয় তাহলে তা ধর্ম হতে পারে না, তাহলে কেন এতো লাশ কেন এতো যুদ্ধ এতো হানাহানি ধর্মের দোহাই দিয়ে।

এই নরমাল অংকটা কি মানুষের মগজে যায় না, খুব সহজ একটা সমীকরণ. মানুষ যেদিন এটা বুঝতে পারবে সেদিনই পৃথিবীতে আসবে শান্তি। আর হবে না কোনো ধর্মযুদ্ধ, হবেনা রক্তের হোলিখেলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.