নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

চাকরীর ইন্টারভিউ, কিছু সাধারন প্রশ্ন, টিপস (পর্ব-২)

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

আজ চাকরীর ইন্টারভিউ এর কিছু সাধারন বিষয় নিয়ে আলোচনা করবো।

প্রত্যেক ব্যাক্তি আলাদা, আলাদা তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারনা, জীবন যাপন। আমার নিজের দৃষ্টিতে ব্যপার গুলো যেমন মনে হয়েছে, তেমন ভাবেই আলোচনার চেষ্টা করবো। অনেকের দ্বিমত থাকবে। আপনাদের দ্বিমত প্রকাশের অনুরোধ রইলো।



সাথে কি নেবোঃ শিক্ষাগত যোগ্যতার সনদ অবশ্যই সাথে নেবেন এবং যদি কোন অভিজ্ঞতা সনদ থেকে থাকে সেটিও। খুব ছোট জিনিস তারপরও একটা কলম নেয়ার কথা অবশ্যই ভুলে যাবেন না।



পোষাকঃ ফরমাল/ অফিসিয়াল পোষাক পরেই ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়া উচিত। জিন্স না পরাটাই শ্রেয়। কারন বোর্ডে পোশাক নিয়ে খুতখুতে কেউ থেকে থাকলে, জিন্স আপনার জন্য পজিটিভ নাও হতে পারে।



বোর্ড কেমন হয়ঃ অধিকাংশ সময় ইন্টারভিউ বোর্ড খুব বন্ধুত্বপূর্ন ব্যবহার করে। মনে রাখতে হবে, বোর্ডে যারা বসেন তারা চাকরি দিতেই বসেন। আপনাকে হেনস্তা করতে না। সুতরাং ভয় পাবেন না। তারা বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন, আপনাকে দিয়ে তাদের কাজটা হবে কি না।



কিভাবে উত্তর দেবঃ সাধারনত, ইংরেজীতে প্রশ্ন করলে ইংরেজীতে এবং বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দেয়াটাই নিয়ম।



কোন প্রশ্নের উত্তর না পারলে কি করবোঃ সরাসরি বলে দিতে হবে যে জানি না। বোর্ডে ৩/৪ জন থাকে। তাদের সবার সব প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে এমনটা সম্ভবও না। মনে রাখবেন, আপনি সব প্রশ্নের উত্তর পারবেন না। যে গুলো পারছেন না, সেগুলোকে আপনি কি ভাবে ফেস করছেন সেটাই অনেক গুরুত্বপুর্ন। ভুল উত্তর না দিয়ে ‘দুঃখিত, আমি জানি না’ বলাটা অনেক বেশি ভালো। নিজস্ব কোন মতামত থাকলে বলা যেতে পারে, ‘দুঃখিত, আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় এইটা এই হতে পারে’। বোর্ড কে কোন অবস্থায় কনফিউজড করে দেয়া উচিত নয়।



মনে রাখবেন, আপনি কি জানেন বা কি পারেন তার থেকে বেশি জরুরী আপনার attitude এবং confidence.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.