নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

এক সেকেন্ডের নেই ভরসা

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬

প্রতিটা অস্বাভাবিক মৃত্যুর পর অনেক কথা হয়, কিন্তু তাতে তো মৃত্যু থেমে থাকে না। ডাক পড়লে থেকে যাওয়ার ক্ষমতা আছে কার? আমি তখন অনেক ছোট। গ্রামের এক মহিলা হঠাৎ করেই মারা যায় সাপের কামড়ে। পরে শুনেছি সে নাকি বলতো বয়স বাড়লে নামাজ পড়বে। আমি প্রাইমারী স্কুলে থাকতে এক ক্লাস মেট মারা গিয়েছিল, ক্লাস এইটে আর একজন। বয়সের সাথে মৃত্যুর সম্পর্ক খুব ঠুনকো।



অনেক কাজই পরে/আরো বয়স হলে করবো বলে রেখে দেই। কি অদ্ভুত বিশ্বাস! আরো যে বয়স হবে এই বিশ্বাস কোথা থেকে আসে! চারিদিকে এতো অস্বাভাবিক মৃত্যুকে তো আর অস্বাভাবিক লাগে না। সুস্থ ভাবে বেঁচে থাকাটাই বরং অস্বাভাবিক লাগে। পহেলা বৈশাখ বন্ধুদের সাথে আনন্দ করতে যেয়ে হারিয়ে গেল বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তাজা প্রান। জীবন নিয়ে তাদেরও নিশ্চয় অনেক স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল...



যে অনেক কাজ ভবিষ্যতে করবো বলে প্ল্যান করে রেখেছি তার ভেতর থেকে যেগুলো ভালো, এখন শুরু করা সম্ভব, সেগুলো করা শুরু করে দিলে কেমন হয়!! যে কাজ গুলো ভালো কি না এই সংশয় আছে, সেগুলো বরং রেখে দেই, বয়স হলে করবো এই তালিকায়।



“এক সেকেন্ডের নেই ভরসা, বন্ধ হবে রং তামাশা......।।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.