![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালয়েশিয়া ঘুরে এলাম। দেখে এলাম অনেক কিছু। কুয়ালালামপুরের রাস্তায় জ্যাম নেই, মানুষ মোটামুটি আইন মেনে চলার চেষ্টা করে, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, প্রায় সবকিছুতেই ওরা আমাদের থেকে যোজন ব্যবধানে এগিয়ে, তাই স্বাভাবিকভাবেই এগুলো নিয়ে বলার কিছু নেই। তবে কয়েকটা জিনিসে আমরা এখনো ওদের থেকে অনেক এগিয়ে আছি! সেগুলো নিয়ে লিখতেই বসা।
১) ওদের দেশের গাড়ির চালকেরা মনেহয় হর্ন বাজাতে পারেনা। এমনও হতেপারে গাড়িতে হর্নই নেই! ৫ দিনে একবারের জন্যও হর্নের শব্দ না শুনে মনে হলো আমরাই ভালো আছি! যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে অন্যের কানের কাছে শুধু ‘প্যাকককককক ......’ বাজিয়েই শান্ত হইনা, গাড়ির পেছনে সুন্দর করে লিখেও রাখি “ভ্যাপু বাজান”!!
২) পুরো দেড় দিন ধরে কুয়ালালামপুর শহর ঘুরেছি। কোথাও কোন দেয়ালে একটা পোষ্টার মারা দেখিনি। একটা ফেস্টুন নেই, একটা ব্যানার নেই!! “ওমুক ভাইকে তমুক পদে নির্বাচন করায় ওমুককে অভিনন্দন” নেই। একদ ল আরেক দলের বিরুদ্ধে প্রচারনার জন্য ‘বিভৎস’ সব ছবি হাইরেজুলেশনে কালার প্রিন্ট করে দেয়ালে দেয়ালে সাটানো নেই! মুদ্রন ও প্রকাশনায় আমরা ওদের থেকে অনেক গুন এগিয়ে আছি!
৩) সবথেকে বড় যে জিনিসটা ওদের নেই সেটা হলো স্বাধীনতার সুখ! যেখান সেখান দিয়ে কেউ রাস্তা পার হওয়ার আনন্দ নিতে পারেনা। ট্রাফিক পুলিশ না থাকার পরও সবাই সিগনাল মেনে চলে! রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে ‘ঐ ফার্মগেট গুলিস্তান’ বলে চিল্লা পাল্লা করা নেই! তাহলে আছেটা কি?? মানুষ জন রাস্তায় দাড়িয়ে মনের সুখে সিগারেট টানার আনন্দ থেকেও বঞ্চিত। সম্ভবত কেউ রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়না, খেলেও অন্তত আমার চোখে পড়েনি।
তবে একজন পড়েছিল। এগিয়ে যেয়ে বেশ সাহস নিয়ে বাংলায়ই জিজ্ঞাস করেছিলাম “ভাই কি বাংলাদেশী?” ভাই খুব মিষ্টি করে হেসে দিয়ে উত্তর দিয়েছিল, “জ্বি ভাই, বুঝলেন ক্যাম্নে!?”
ক্যাম্নে যে বুঝলাম, তাই কি আর বলা যায়!! (দীর্ঘশ্বাস...!!)
৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
রানা সোহেল বলেছেন: ঠিক তেমনটা না। আমরা একটু অন্যরকম। নিয়ম কানুন মেনে চলাটা ঠিক আমাদের সাথে যায় না মনেহয়! :/
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
ঝড়ো হাওয়া বলেছেন: কে.এল এর বুকিত বিনতাং এর আশেপাশে তো বাংলাদেশীদের অভাব নাই!
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
হাসান নাঈম বলেছেন: চিন্তা করিয়েন না মালয়শিয়া দখল করতে বেশীদিন লাগবে না!
ইতিমধ্যেই আমরা লন্ডনের এক এম.পি. আর এক মেয়র পদ দখল করেছি।
আর দেশের যা অবস্থা তাতে একটু সুযোগ পেলে কয়েক কোটি মানুষ সারা বিশ্বে ছড়িয়ে পরবে। দেখা যাবে ঐসব দেশের নেতৃত্বও এক সময় আমাদের দখলে চলে এসেছে।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
তোমোদাচি বলেছেন: হা হা হা
৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
রানা সোহেল বলেছেন: :O
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
তুষার কাব্য বলেছেন: হাহাহা .......ভাই কেমনে বুজলেন.... জটিল...
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
রানা সোহেল বলেছেন:
৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
নতুন বলেছেন: আমিও এক এলআরটি স্টেসনে এক লোককে দেখে আমার বন্ধুকে বলেছিলাম যে উনিও আমাদের দেশী ভাই..... >>>
পরে উনি ফোন আসলে বাংলায় কথা বলছিলো..... ( আমার বন্ধুরে বললাম দেখ উনি দেশি ভাই...বাংলায় কথা বলে)
কারন সবাই যখন লাইন ধরে দাড়িয়ে আছে ট্যাক্সির জন্য... উনি লাইন না মেনে সবার সামনে দাড়িয়ে ট্যাক্সি ধরার চেস্টা করছিলেন....
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অসভ্য উশৃঙ্খল অশিক্ষিত অভদ্র জাতি হলাম এই আমরা।