নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন নিয়েই মানুষের জীবন। স্বপ্ন আছে বলেই আমরা বতর্মানের শত কষ্টকে উপেক্ষা করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলি।

রাঙা প্রভাত

আমি খুবই সাধারন খেটে খাওয়া একজন মানুষ। ঘুরতে পছন্দ করি এবং ছবি তোলাও আমার একটি নেশা।

রাঙা প্রভাত › বিস্তারিত পোস্টঃ

২০০৭ সাল এবং একটি রংধনু বাক্যালাপ এবং একটি বন্ধুত্বের অপমৃত্যু

০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩২

২০০৪-০৫ সাল। নতুন কম্পিউটার কিনিছি এবং সেই সাথে উপরি পাওনা হিসেবে ইন্টারনেটের সংযোগ। এখনকার মত তখন facebook ছিল না। কিন্তু hi5, myspace এবং Orkut এর খুব জোয়ার ছিল। hi5 এ নিত্য নতুন ধুমছে বন্ধু বানিয়ে বেরাচ্ছি এবং এর ওর প্রোফাইলে ঘুরে বেরাচ্ছি। সময়টা ভালই কাটছিল।

যাই হোক, ২০০৬ এর দিকে hi5 এ মাশফিক ( মূল নাম গোপন করা হয়েছে) নামক এক ছেলের সাথে পরিচয়। ছেলে এমেরিকা থাকে। আমারতো খুশি ধরে না, যাই হোক এতদিনে বিলেতে থাকা একটা বন্ধু পাওয়া গেছে। এটা ওটা কিছু লাগলে আনিয়ে নেওয়া যাবে। গল্প তখন চরম পর্যায়ে। আমেরিকার গল্প শুনি আর মনে মনে ভাবি ধুর বাংলাদেশে জন্মে খুব miss হয়ে গেল। এই মাশফিকই আমাকে প্রথম
FACEBOOK এর কথা বলেছিল ২০০৬ সালে, এও বল্লোযে ওদের ওই খানে নাকি এটা খুবই জনপ্রিয়। এর মধ্যে ও একবার বাংলাদেশে আসে এবং আমার সাথে দেখা করে।

২০০৭ সাল। বেশ কিছু দিন ধরে লক্ষ করি ওর মনটা খুবই খারাপ। বেশ কিছু দিন পরে ওকে অনলাইনে পাই।

আমি: কিছু হইছে নাকি? মন খারাপ কেন?
মাশফিক: আরে বইলো না , আমেরিকানরা সব খারাপ। দরকারের সময় পাশে পাবা, আর দরকার ফুরালেই পাত্তা দিবে না। সবগুলা শয়তান।

আমি: কেন? কেন?
ও: জানো গতকাল আমার boyfriend(!!!!!!!!!) আমাকে ডাম্প করছে। আমাদের নেক্সট month এ বিয়ে করার (!!!!!!!) কথা, আর আমাকেই বলে কিনা ওর নতুন boyfriend হইছে। সব গুলা শয়তান।

আমার মাথা একটা ঝাকি খেল। কয় কি ব্যাটা? পোলার বয়ফ্রেন্ড!!!!!!! তাও আবার বাংলাদেশি!!! ধক্কাটা হজম করে বল্লাম : মাশফিক আমি বুঝি নাই।
ও: এই ছবিটা দেখ। ( ছবি তে দেখি সুন্দর মতন ম্যাচো টাইপের ধলা একটা পোলার ছবি) । ও আমার বয়ফ্রেন্ড। ৩ বছর ধরে আমরা একসাথে আছি। গতকাল আমাকে বলে ওর আমাকে আর পছন্দ না। আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না।

-------- এটা কি বলে? নিজেকে শান্ত করতে একটু সময় নিলাম। শীন্তভাবে hi5 এর বন্ধুলিস্টে গেলাম এবং একটি বন্ধুকে unfriend এবং block করলাম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০৫

প্লাবন২০০৩ বলেছেন: সুন্দর লিখেছেন তো ! লাইক দিলাম । সেই সাথে একটা প্লাস ।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২১

রাঙা প্রভাত বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লেখাগুলো পড়ে অনেক মজার মজার অজানা তথ্য জানতে পারি।

২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে, প্রথম জোস ভার্চুয়াল ফ্রেন্ডটাই রংধনু প্রমান হইলো? :P

১১ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৬

রাঙা প্রভাত বলেছেন: ধন্যবাদ ভাই। কি আর করা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.