নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

নিজের সর্ম্পকে বলার মতো আমার কোন অর্জন নেই

রেজওয়ান সাস্ট

এখনও নিজেকে চিনতে পারলাম না

রেজওয়ান সাস্ট › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কি বিদেশীরা চাকরির জন্য আসবে ?

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

গেল রমজানের মাঝামাঝি সময়ে আমার অতি পরিচিত এক ব্যবসায়ীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি ।কথা প্রসঙ্গে আমার সেই ব্যবসায়ী বন্ধু আমাকে জানালেন তার খুব কষ্টের কিছু কথা ।আমার সেই ব্যবসায়ী বন্ধুর কষ্ট আর কিছু নয় স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়ার জন্য আমেরিকান এ্যাম্বেসি থেকে রিজেক্ট হয়ে উনি খুব ডিজেক্ট হয়েছেন ।আমি জানতে চাইলাম প্রত্যাখ্যান হওয়ার হেতু কি যেহেতু ব্যাংক ব্যালেন্স দেখানো তাঁর জন্য ডাল ভাতের ব্যাপার ।তাছাড়া সেখানে তার আত্মীয়ও আছেন ,নাগরিকত্ব পেয়েছেন অনেক দিন হলো ।তাই তার ভিসা পাওয়ার সম্ভবনা শতভাগ নিশ্চিত ছিল ।পরিশেষে জানতে পারলাম ভিসা না পাওয়ার জন্য রিজাল্ট কিছুটা খারাপ ছিল সেটি ।ঠিক সেই সময় আমার এই ব্যবসায়ী বন্ধু





আমাকে অনুনয় করলেন- যেহেতু আমার রিজাল্ট ভালো (যদিও আমার রিজাল্ট তেমন ভাল নয়) সেহেতু আমার উচিত হবে আবেদন করা ।কিন্তু আমি তাঁর সাথে সহমত পোষণ তো দূরের কথা এমন একটি বিষয়ে অবতারন করি যা আমার সেই ব্যবসায়ী বন্ধুর বিশ্বাস তো হয়নি বরং সে আমার দিকে ভরু কুচঁকে এমন ভাবে তাকলো যেন আমার এই বোকার মতো উত্তরে সে খুব অবাক হয়েছে ।আমার উত্তরটা শুনে হয়তো আমার অনেক পাঠক বন্ধুদেরও আমার সেই ব্যবসায়ী বন্ধুর মতো অবস্থা হবে আবার কেউ কেউ সমর্থনও দিতে পারনে ।যাই হোক ;আমি উত্তর দিয়েছিলাম 'আমার বিদেশ যাওয়ার কোন ইচ্ছে নেই আপাতত ;তাও যদি কখনও যেতেই হয় তবে চাকরির জন্য নয় উচ্চ শিক্ষার জন্য যেত পারি ।কিন্তু আমি যা বলতে চাই আজ থেকে বছর দশেক বছর পরে আজ যেমন বাঙ্গালিকে চাকরির জন্য বিদেশ যেতে হয় ,তেমনি অনেক বিদেশিরা দেখবে বাংলাদেশে আসবে চাকরির জন্য ।'' তারপর থেকেই আমার মাথায় বারবার এই বিষয়টা ঘুরছে আমার এই ভবিষৎ বাণী কি ঠিক হয়েছে ,সত্যি কি তাই ঘটবে ।যদিও উত্তর দেওয়ার সময় মুখ ফঁসকে আমি কতাটা বলিনি বরং আমার মাথায় তথন কিছু বিষয় ছিল তারই উপর ভিত্তি করে আমার এই হয়তো অনেকের কাছে অপরিমাণদর্শী এই বাণী বলা ।





তাই আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই 'বাংলাদেশ কি বিদেশীদের চাকরির জন্য স্বপ্নের স্থান হবে"?

আমরা আজকের উদীয়মান অর্থনীতির দেশ চীনের দিকে লক্ষ্য করলে অবাক হবো সেখানে আজ একজন কৃষকেরও ব্যক্তিগত গাড়ী আছে ,দ্রুত গতীতে গ্রাম নগরায়নে রুপান্তর হচ্ছে ,চীনা বাসিদের ক্রয় ক্ষমতা দিনকে দিন ভয়ানক ভাবে বৃদ্ধি পাচ্ছে বস্তুত উদীয়মান যে কোন দেশের অর্থনীতির দিকে লক্ষ্য করলে মোটামুটি একই দৃশ্য চোখে পড়বে ।আমরা অনেকেই যখন দেশের অর্থনীতির,উন্নয়নের হালচাল নিয়ে আলোচনা করি তখন আজকের মালয়েশিয়া,দক্ষিণ কোরিয়া,ভিয়েতনাম, সিঙ্গাপুর এসব দেশের উদাহরন দিয়ে বুঝাতে চেষ্টা করি আমাদের এবং এই সব দেশের যাত্রা এক সময়ে শুরু হয়েছিল বটে কিন্তু এরা আমাদের থেকে এখন যোজন যোজন দূরে কিন্তু আমরা এখনও তাদের চেয়ে কেনো পিছিয়ে আছি ।আমরা স্বাধীনতার পর আজকের মালয়েশিয়া থেকে ছাত্ররা এসে আমাদের দেশে শিক্ষা বৃত্তি নিয়ে লেখা পড়া করে আজ তারা আমাদের পদ্মা সেতুতে ঋণ দিতে চায় ,আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়ার সাহস করে ।কিন্তু আমরা আজও সেই তিমিরে রয়েছি ।তাই আমি এখানে এই বিষয় গুলো ধারাবাহিক ভাবে আলোচনা করতে চাই বাংলাদেশের উন্নয়ের জন্য কি করতে হবে ,কি পলিসি নিতে হবে ।আমাদের মতামত আমার কাম্য ।আশা করি সাহায্য পাব ।







মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

ভোরের সূর্য বলেছেন: উদ্যোগ,পলিসি সব ঠিক আছে কিন্তু সমস্যা ইমপ্লিমেন্ট নিয়ে(প্রয়োগ)। বরং আপনি ঠিক করুন কিভাবে রাজণীতিবিদ দের কিভাবে সঠিক রাস্তায় আনানো যায়।যারা দেশ পরিচালনা করবে তারা যদি নিজে ঠিক না হয় তাহলে হাজার পলিসি দিয়েও কোন কাজ হবেনা।আশা করি এই বাস্তব জ্ঞান আপনার আছে।না হলে বাংলাদেশের উন্নয়ের জন্য কি করতে হবে,কি পলিসি নিতে হবে এসব ফাকা বুলিই হয়ে থাকবে।খালি কষ্ট করে আপনি গবেষনাই করে যাবেন।জানি আপনার খারাপ লাগছে এভাবে শুনতে কিন্তু এটাই সত্যি।আমরা যারা ডঃইউনুস কে সম্মান দিতে পারিনা বা তার উন্নত দেশের সাথে প্রভাব কাজে লাগাতে পারিনা তাদের কে দিয়ে কি হবে?তাই আগে বদলাতে হবে রাজণীতিবিদদের।


আমাদের পলিসি বা বাংলাদেশের উন্নয়ের জন্য কি করতে হবে সেটা না ভেবে বরং খুব দরকার একজন মাহাথির মোহাম্মাদ(তাকে অনেকেই স্বৈর শাসক বলতো কিন্তু তিনিই আজকের আধুনিক মালাশিয়ার রুপকার)।আমাদের একজন মাও সেতুং দরকার।

কথাগুল কড়া হয়ে গেলে প্লিজ ক্ষমা চাচ্ছি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রেজওয়ান সাস্ট বলেছেন: একটু দেরিতে উত্তরের জন্য দুঃখিত ।আপনার মন্তব্য কোন ভাবে ফেলে দেওয়ার নয় ।বন্তুত আমার লেখায় কিন্তু এই বিষয় গুলো প্রাধান্য পাবে ।ধন্যবাদ আপনাকে সুন্দর গোছালো মন্তব্যের জন্য ।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২

বিডি আইডল বলেছেন: সহজভাবে চিন্তা করেন...আমাদের জনসংখ্যা এ্খন ১৬ কোটি...২০৫০ নাগাদ এটা ৩০ কোটির ঘরে পৌছেঁ যেতে পারে। যে ঢাকা শহরের এখন এই অবস্হা, সেখানে যদি আরো ৫-১০ কোটি লোক ঢুকিয়ে দেন...কি হতে পারে ভাবুন।

এইবার সেখানে ফরেন ওয়ার্কার আর পলিসি ইমপ্লিনে্ট আইনা ঢুকান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রেজওয়ান সাস্ট বলেছেন: আইডল সাহেব আসা টা পরের কথা আগে দেশের অবস্থা এমন হওয়া চাই যাতে তারা এদেশে আসতে চায় ।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

ইমদাদুল হক সাব্বির বলেছেন: বিদেশীরা অল রেডি বাংলাদেশে এসে চাকুরী করছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

রেজওয়ান সাস্ট বলেছেন: তাই নাকি ? একটু ডিটেলস বলবেন কি ।আমার উপকার হবে ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

দি সুফি বলেছেন: বাংলাদেশ কি বিদেশীদের চাকরির জন্য স্বপ্নের স্থান হবে?

কখনই হবে না। এর মূল কারন আমাদের জনসংখ্যা। আমরা যতই উন্নতি করি না কেন, ১০০% চাকরি তৈরি করা সম্ভব নয়। অন্য দেশগুলোতে জনসংখ্যা কম বিধায় অনেক সহজেই বিদেশী কর্মী নিয়োগ করতে পারে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

রেজওয়ান সাস্ট বলেছেন: জনাব সুফি্‌ আপনি বলছেন সমস্যা হলো জনসংখ্যা আর আমি বলছি আমাদের চিন্তা-চেতনা ।জনসংখ্যা সমস্যা না সম্পদ ।এই সম্পদকে যারা সমস্যা ভাবে তাদের দিয়ে দেশের কিছুই হবে ভিন্ন ভাবনা দরকার ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

মামু্ন মামু্ন বলেছেন: নাহ কারন ke morte chay

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

রেজওয়ান সাস্ট বলেছেন: এর সাথে এর মিল কোথায় পেলেন ।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

দি সুফি বলেছেন: তাইলে এক কাজ করেন। আরো বেশি বেশি পয়দা করেন, কনডম বিক্রী বন্ধ করে দেন। সম্পদ যত বাড়বে ততই তো ভালো! তাই না?? =p~ =p~ =p~

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০০

বিডি আইডল বলেছেন: জনসংখ্যা সম্পদ হলো যেইসব দেশে ল্যান্ড আছে। বাংলাদেশ কোন জায়গায় আছে পপুলেশন ডেনসিটিতে...এইটা আপনার জীবদ্দশায়ই দেখে যাবার দুভার্গ্য হবে...সেইদিন ইয়াদ কইরেন আমারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.