![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
চট্টগ্রামে কদিন ধরে যে সব ডাক্তার নেতারা আন্দোলণ করছেন বা আন্দোলনের ডাক দিয়েছেন, সম্ভবত তারা সবাই পাবলিক মেডিকেল কলেজে পড়ে এসেছেন, কেননা তখন প্রাইভেট মেডিকেল কলেজে ছিল না ।
এবার কেও কি আমাকে বলবেন, পাবলিক মেডিকেল কলেজে এক একজন ছাত্রের পেছনে সরকার মাসে খরচ করে কত ? তাহলে ডাক্তার নেতাদের পড়ার সময় আমাদের টেক্সের কত টাকা সরকার তাদের প্রেত্যেকের পেছনে খরচ করেছিল, তা অনুমান করতে পারতাম।
আচ্ছা, চট্টগ্রামে তিতাস, ওয়াশা, বিদ্যূৎ বিভাগ বা সিটি কর্পোরেশনের কোন স্টাফ বা কর্মকর্তার পরিবারের বা আত্মিয়স্বজনদের কেও কি অসুস্থ হন না ? আজ যদি তারা সবাই মিলে আন্দোলনরত প্রত্যেক ডাক্তারের বাসার এবং প্রাইভেট ক্লিনিকগুলোর গ্যাস, পানি ও বিদ্যূৎ সংযোগ কেটে দেয় কেমন হয় ?
পেশাগত আন্দোলনে পেশাগত উত্তর !
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
রাজু সিদ্দিক বলেছেন: আমার ক্ষোভের কারণ - কোন একজন শিক্ষকের অপরাধের কারণে যদি কোন শিক্ষার্থীর অবিভাবক মামলা করেন, তাহলে সব শিক্ষক মিলে আন্দোলনে নামার, বা ধর্মঘট করার রেকর্ড নেই।
তারপরেও যদি আন্দোলন করেন বা ক্লাস বর্জণ করেন, তবে পরে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে নেবার সুযোগ আছে।
এবার জনাব মেমননীয় আপনি বলুনতো, ডাক্তারদের ধর্মঘটের কারণে একজন রোগী যদি মারা যান, তাহলে তা পুষিয়ে নেবার উপায়টা কী ?
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
মেমননীয় বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বেতন নিয়েও ক্লাশ বর্জন করেছে তখন কি পেশাদার উত্তর দিয়েছিলেন?
তারাও পাবলিকের টাকায় লেখাপড়া করছে।
প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছে এতে আপনার খুশী হবার কথা। তারাতো সরকারী হাসপাতালে সেবা প্রদান বন্ধ করেনি।
আপনার ক্ষোভের কারন বুৃঝতে পারলাম না।