![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
বিইআরসির চেয়ারম্যান বলেছেন, বিদ্যুতের উৎপাদনমূল্যের সঙ্গে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রয়মূল্যের ব্যবধান ঘোচানোর জন্য সরকার ভর্তুকি বা অনুদান দেওয়ার বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। বছরে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা। তাই বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর দরকার হচ্ছে না।
কিন্তু গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমানোর জন্য ডিজেল ও ফার্নেস তেলের দাম কমানোসহ অন্যান্য বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারেননি। তাই গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে । বছরে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ।
আচ্ছা কেউ কি বলবেন - বিইআরসি অফিসটা কোন গ্রহে আর সরকার কোন গ্রহে ? না হলে সরকার ডিজেল ও ফার্নেস তেলের দাম কমাবে, কি কমাবে না - এই বিষয়টা কেন তারা নিশ্চিত হতে পারেন নি ? আচ্ছা পারেন নি ভাল কথা, এই জন্যে উনার বিদ্যুতের দাম বাড়াতে হবে কেন ? ভর্তুকির ৩ হাজার ৬০০ কোটি টাকা উনি কি উনার পকেট থেকে দিবেন ?
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
রাজীব নুর বলেছেন: এই দেশে আমার আর থাকতে ইচ্ছা করে না।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: সব দোষ আমাদের জনগণের !! শুধু আমরাই শোষিত হবো.....
৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
গরল বলেছেন: কিছু প্রশ্ন আসে যেমন পাইকারী দাম না বাড়লে খুচরা দাম বাড়ে কেন? ভর্তুকিও দিবে আবার দামও বাড়াবে, তাহলে এক্সট্রা টাকাটা কাদের পকেটে যাবে? উৎপাদন হচ্ছে সরকারী ও বেসরকারী দুই খাতেই কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে শুধু সরকারী খাতে। অতএব ডিস্ট্রিবিউশনে ভর্তুকি না দিয়ে উৎপাডন করচ কমানর জন্য ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত কাদের স্বার্থে?
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
শামচুল হক বলেছেন: এইটাই তো বুঝে আসে না- - - -