![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
৪র্থ শ্রেণির বোর্ডের বাংলা বইএর একটি গল্প, 'হাত ধুয়ে নাও' ।
এই গল্পের প্রধান চরিত্র, কিশোর অন্তু। সে হাত না ধুয়ে খাবার খায়, নাকের সর্দি পরিষ্কার করে হাত ধোয় না। তা দেখে বেড়াতে আসা মামা অন্তুকে বকা দেন, বুঝান। হাত ধোয়ার উপকার সম্পর্কে উপদেশ দেন।
( তখন অন্তুর বাবা-মার বক্তব্য হুবহু বই থেকে তুলে দিলাম )
অন্তুর বাবা বলেন - আমিও তো অন্তুকে বলি। যখন বলি তখন করে। কিন্তু সব সময় কি করে ?
মা বললেন - শুনলি তো বাবুসোনা ! মামার কথাই না হয় শুনলে ।
এ হলো আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার নমুনা !
বাবা-মার অদেশ, উপদেশ না শুনলেও চলবে, তবে তোমাকে অবশ্যই বহিরাগতের কথা শুনতে হবে !
এটাই গত দশ বছরে পবর্তিত সিলেবাস !
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজু সিদ্দিক বলেছেন: প্রশ্নফাঁসও শিল্পে রূপ নিয়েছে গত ক'বছরে
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭
অধৃষ্য বলেছেন: কোনো সিলেবাস ১০০% নিখুঁত হতে পারে না।
আজকের কিশোর কিশোরীদের নৈতিক অবক্ষয়ের পেছনে শতভাগ না হোক, সত্তরভাগ দায় বাবা-মার। বাকিটা অন্যান্যদের।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১
রাজু সিদ্দিক বলেছেন: অবশ্যই কোন সিলেবাস ১০০% নিখুঁত হয় না, তবে নিখুঁত করার চেষ্টা থাকে। আমাদের দেশে উল্টো আরও ত্রুটিময় করা হয়, এটাই কষ্টের।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: নাইনের একটা মেয়ে মোবাইল ছাড়া যদি স্কুলে যায়, তাহলে বাবা-মা মেয়েটির সাথে যোগাযোগ রাখবে কী করে? মেয়েটি রাস্তায় ইভটিজিংয়ের শিকার হলে কিংবা যৌন হয়রানির শিকার হলে তখন এই মোবাইল দিয়ে পুলিশের সাথে, পরিবারের সাথে যোগাযোগ করতে পারে।
ঢাকার যানজটে ঘরে ফিরতে দেরি হলে আপনজনেরা বারবার ফোন করে খোঁজ নেন।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজু সিদ্দিক বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
অধৃষ্য বলেছেন: @রাজিব নুর,
পরীক্ষার হলে মোবাইল নিয়ে গেলে তা পরীক্ষা শুরুর আগে শিক্ষকদের কাছে জমা রাখলেই হয়। কলেজে আমরা সবাই বিভিন্ন গ্রুপে মোবাইল একত্র করে একজনের ব্যাগে রেখে সেটা সামনে রেখে আসতাম। যারা আলাদা ছিলো তারা শিক্ষকদের কাছে জমা দিতো বা একটা ফাঁকা জায়গায় স্তুপ করে রেখে আসতো।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
ফাঁসকরা প্রশ্নে পরীক্ষা দিয়েছেন?