নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী।পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
মুসলমানরা ভীরু না
এ.কে.এম.রেদওয়ানূল হক (নাসিফ)
কি ভাবছো এতো হে বিশ্ব সংসার , মুসলমানরা
ভুলে গেছে তাদের পুরানো গৌরব;
তাই তো অবিচার , অনাচারে , তিলে তিলে করছো
অত্যাচার ,করছো তাদের অকাতরে কতল ।
দিচ্ছো তাদের কষ্ট , নিচ্ছো কেড়ে তাদের প্রাণ
করছো ধ্বংস তাদের ঐতিহ্য;
মনে রেখো সময় কখনো এক থাকে না, তোমরা
থাকবে না আজীবন সমৃদ্ধ !
কেড়ে নিচ্ছো মায়ের কুল থেকে ছোট শিশুকে, চালাচ্ছো
অত্যাচারের ড্রামরোলার তাদের ওপর ;
মনে রেখো হে মানব জাত , সময় তোমাদের বলে ভেবো না
মুসলমানরা হবে না কখনো তৎপর !
কথায় আছে সময় করে না ক্ষমা যে করে
অন্যায় অত্যাচার প্রতিনিয়ত ;
হয়তো একদিন সময় দেখিয়ে দিবে অন্যায়কারী
থাকে না ক্ষমতায় অবিরত !
সেদিন হয়তো সময় ই প্রমাণ করে দিবে , তুমি যে করছো
মুসলমানদের নিয়ে এতো অনাচার;
তোমাদের ও সময় হয়তো সেদিন বুঝিয়ে দিবে সময়
করে না ক্ষমা যারা করে অত্যাচার !
হয়তো ভাবছো করতে পারবে না মুসলমানরা
তোমাদের সাথে কখনো সংঘাত সংঘর্ষ;
তারা নয় এতো অধৈর্যশীল , তারা অপেক্ষায় আছে
সেদিন দেখবে তোমরা তাদের বাস্তব দৃশ্য!
ভাবছো হয়তো মুসলিমরা দুর্বল , তাদের নেই ক্ষমতা
করতে তোমাদের পরাজিত ;
তাইলে মুর্খ তুমি, যত ই হও না কেন জ্ঞানী , মুসলিমরা
রাজ করতো একসময় পুরো বিশ্ব!
খুলে দেখো অতীত ইতিহাস যেখানে চেঙ্গিস খান
অকাতরে করছে হত্যা জনকুল;
তখন কে এসেছিলো বাঁচাতে বিশ্বকে দিতে ফিরিয়ে শান্তি
আবার যার কারণে হেসে ছিলো মানবকুল!
কি ? ভাবছো হয়তো তুমি রয়েছে আমাদের জ্ঞান বিজ্ঞান
এর সমৃদ্ধতা আমরা থাকি চির অজেয়!
তাইলে এক চোখ অন্ধ হয়ে ই কিভাবে বিশ্বকে আবার শান্তি
এনে দিয়েছিলো যিনি রুকনউদ্দিন বাইর্বাস খ্যাত।
ভাবছো আমরা চির অম্লান পারবে না করতে পরাজিত
আমাদের রয়েছে আমাদের অসংখ্য লোক সমুদ্র;
তাইলে মানজিকাটের যুদ্ধে তোমাদের ২লাখ সেনাকে ১৫ হাজার
সৈন্য কিভাবে পরাজিত করে করেছিলো রাজত্ব ।
তোমরা কি ভুলে গেলে তোমাদের অহংকারী
বাইজেন্টাইন সম্রাট রোমানোসকে কথা ;
স্মরণ করো রোমানোসের মতো অন্যায় কে প্রতিহত
করতে একজন "আল্প আরশালান"ই যথেষ্ট।
ভুলে গিয়েছো কি তোমাদের পূর্ব পুরুষ স্পেনে
রাজত্বকারী রডরিকের আত্নদাম্ভিকতা
তাইলে বলি শুনো হে , রডারিক ও করেছিলো
তারিক বিন জিহাদের সম্মুখে নত মাথা ।
তাই হয়ে যেও না অহংকারী, ভেবো না মুসলমানরা দুর্বল
ওরা ভীতু না ওদের রয়েছে সম্মুখে আসার সক্ষমতা,
সময় হলে সেদিন বুঝবে মুসলমানরা ভুলে যায় নি
ওদের পূর্ব পুরুষদের সমৃদ্ধ বীরত্বগাঁথা ।
আমার মুসলমান আমরা নইকো ভীরু, নইকো কাপুরুষ
আমরা অপেক্ষায় আছি সঠিক সময়ের ;
সেদিন দেখবে তুমি, মুসলমানরা আবার ধ্বংস করবে অন্যায়
বিশ্বে করবে কায়েম আল্লাহের আইনের ।
২| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৭
কামাল১৮ বলেছেন: মুসলমারা যুদ্ধে গেলে দুই দিকেই লাভ।তবে শহীদ হলে বেশি লাভ।বিনা হিসাবে বেহেস্ত গিয়ে ৭২ হুরী।বৌয়ের কি হবে সে চিন্তা করে না।কোরানেও কিছু লেখা নাই।যুদ্ধে নারী সহীদ হলে সে কি পাবে।আপনার জানা থাকলে জানাবেন।আপনিতো আবার চিন্তা বিদ।
২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৬
এসো চিন্তা করি বলেছেন: ইসলামী আইন অনুযায়ী, সাধারণত নারীদের ওপর যুদ্ধ ফরজ নয়। তবে তাদের ওপর যুদ্ধ ফরজ হওয়াটা প্রেক্ষাপটনির্ভর ও শর্তসাপেক্ষ বিষয়। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে তাঁর সহধর্মিণীরা যুদ্ধের অনুমতি চাইলে তিনি বলেন, ‘(নারীদের জন্য) উত্তম যুদ্ধ হলো হজ।
’ (বুখারি, হাদিস : ২৬৭৯
নবী (ﷺ) বলেন, “আল্লাহর নিকট শহীদের জন্য রয়েছে সাতটি মর্যাদা; রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়, বেহেশ্তে সে তার নিজ স্থান দেখতে পায়, তাকে ঈমানের জুব্বা পরিধান করানো হয়, (বেহেশ্তে) ৭২টি সুনয়না হুরীর সাথে তার বিবাহ হবে, কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে, (কিয়ামতে দিন) মহাত্রাস থেকে নিরাপদে থাকবে, তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে, যার একটি মাত্র মণি (চুনি) পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ, আর নিজ পরিবারের ৭০ জন লোকের জন্য (আল্লাহর দরবারে) তার সুপারিশ মঞ্জুর করা হবে।” (আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ, বাইহাকী, সহীহুল জামে’ ৫ ১৮২ নং)
সপত্নী (সতীন)দের মাঝে আপোষের কোন ঈর্ষা ও কলহ থাকবে না।
দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে, সেও স্বামীর সাথে বাস করবে।(আল-কুরআন ৭/৪৩, ১৫/৪৭)।
যে কাজ নারীদের জন্য ফরজ নয় সেখানে নিশ্চয়ই নারীরা অংশগ্রহণ করলে কোনো লাভ হবে না
এজন্য কুরআনে নারীদের যুদ্ধে শহীদ হলে কোনো
প্রতিদান এর কথা বলা নাই ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: এইসব গরুর রচনা আর কত লিখবেন?
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার