নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

রিফ্রাক্শন

আমি ঠিক আমার মতো। আমার ভাবনার মত। ভাবনাগুলোর যুক্তির মত। আমি যেগুলো তে বিশ্বাস করি সেই বিশ্বাস এর মত। আমি আমার রচিত সংবিধানের মত। আমি প্রেমিকা পাগল প্রেমিকের মত। কাজ পাগল শ্রমিকের মত। দায়িত্ব নিতে চাওয়া নেতার মত। অবশেষও আমি মানুষ আপনাদের মতই, আপনাদের মধ্যেই একজন।

রিফ্রাক্শন › বিস্তারিত পোস্টঃ

ক্লাসের প্রেমিক

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

মনে আছে?
সেই ৯ এর ক্লাসের স্মৃতি,
নন্দিনী ম্যামের পড়ানো জ্যামিতি ।

নীল শাড়ি পরে আট টার ক্লাসে দেওয়া সরলরেখার লেকচার
ঘুম চোখে বসেছিলাম তোমার পিছে, একজন ব্যাকবেঞ্চার।

সেই ২২ নাম্বার অঙ্ক কষতে কষতে ম্যাম গেলেন ভুলে,
ভুল ধরিয়ে দিতে তুমি হাত ধরলে তুলে।

মাথায় বসলো দুষ্টুমির আসর
তোমার পিঠে মেরে দিলাম কলমের আঁচড়।

তোমার ছিল অল্প বয়স, ম্যামকে দিলে বিচার
ম্যাম আমাকে ঠিক করতে বললেন আমার আচারব্যবহার ।
সাথে কিছু বেত্রাঘাত, ম্যামের হাতে চড়
আপন বন্ধুদের সবাইকে মনে হল পর।

এতে করেই ক্লাস শেষ, ম্যাম গেলেন চলে
তুমি, তোমরা মিলে হাসতে হাসতে পড়লে ঢলে
ভেবছিলাম নেব প্রতিশোধ , কিন্তু
তুমি হাসি দিয়েই করলে শোধ ।

তারপর, অনেকদিন গেছে পেরিয়ে
পরীক্ষার আগে শেষ ক্লাস
নন্দিনী ম্যাম আঁকছেন সাইন এর গ্রাফ
অঙ্কে করতে হবে পাশ

হঠাত তোমায় দেখে হারিয়ে ফেললাম মনোযোগ
এঁকে ফেললাম তোমার স্কেচ পরিয়ে দিলাম নীল শাড়ি , পাশে আমি সাদা পাঞ্জাবিতে
ছবির নিচে নিচে নাম লিখে মাঝে বসিয়ে দিলাম যোগ
দেখে ফেলল তোমার ক্রাশ, জানিয়ে দিল তোমায়
তুমি দিলে ম্যামের কাছে অভিযোগ
ম্যাম দাড় করাল আমায়।

তারপর সে অনেক কথা,পরীক্ষা ঘনালো
২২ নম্বর অঙ্ক আর সাইন এর গ্রাফ এলো
পাশ করে তুমি হলে সিনিয়র
আমি সেই হয়ে গেলাম জুনিয়র।

আজ আর ম্যাথের ক্লাসে নন্দিনী ম্যাম আসেনা
শুনেছি তিনি চাকরি ছেড়েছেন, জানো কি?
জানবে কি করে?
তুমি তো আজ কলেজের ছাত্রী
তোমার প্রেমিকের বিয়ের পাত্রী।

আমি আছি সেই ক্লাসে আদু ভাই হয়ে,
ব্যাকবেঞ্চার হয়ে,
প্রেমিকাবিহীন ক্লাসের প্রেমিক হয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হাহাহা,মজার পোষ্ট ছিলো।।।আশা করি কোন সত্য ঘটনা অবলম্বনে নয়। :)

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫

রিফ্রাক্শন বলেছেন: পড়ালেখা করেছি বয়েজ স্কুলে, আর কোন ইয়ার ড্রপ ও নেই..।.।।
সবই কল্পনাতে লেখা।
ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

ধ্রুবক আলো বলেছেন: মজার পোস্ট ছিলো +
ব্যাকবেঞ্চার হলে কি হবে!

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭

রিফ্রাক্শন বলেছেন: ধন্যবাদ।

পেছনে বসতে ভাল লাগে, তাই ব্যাকবেঞ্চার

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

হাবিবুর অন্তনীল বলেছেন: বেশ ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭

রিফ্রাক্শন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.