নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।
বিশ্বের পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের মধ্যে আবুধাবি একটি। এখানে রাস্তার প্রতিটি মোডে এবং পাবলিক প্যালেসের প্রতি ১০০ মিটারের মধ্যে ডাস্টবিন রাখা হয়। তারপরও প্রতি ২০০ বর্গমিটার জায়গার জন্য একজন করে ক্লিনার রাখা হয়। রাস্তাগুলো প্রতিদিন একবার করে মেশিনের সাহায্যে ঝাডু দেওয়া হয়। যেই যেই জায়গায় ডাস্টবিন বসানো থাকে, সেই জায়গাগুলো প্রতিদিন জীবানু নাশক মেডিসিন দিয়ে ওয়াস করা হয়। তাদের উদ্দেশ্য আবুধাবি শহরকে পরিস্কার রাখা।
নির্দিষ্ট জায়গা ছাডা রাস্তায় ময়লা পেললে, পাবলিক প্যালেসে থুতু পেললে, লুংগী পরে রাস্তায় বের হলে, জেব্রা ক্রসিং ও পেডেস্টাইন ছাডা অন্য জায়গায় দিয়ে রাস্তা পার হলে, রাস্তায় দাডিয়ে মোবাইল ব্যালেন্স বিক্রি করলে, পান খেলে ও পান বিক্রি করলে সি.আই.ডি দেখা মাত্র ন্যুনতম ২০০ দিরহাম জরিমানা করে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে বাংলাদেশি ছাডা অন্য কোন জাতীর লোকেরা পান খায় না, পান বিক্রি ও করেনা, লুংগী পরে রাস্তায় বের হয়না, রাস্তায় দাডিয়ে মোবাইলের ব্যালেন্স বিক্রি করেনা, পাবলিক প্যালেসে বসে বসে নাকের কাছরা পরিস্কার করেনা, কথায় কথায় ঝগড়া করেনা এবং গলায় ফাটানো আওয়াজ করে মোবাইলে কথাও বলেনা।
অন্যান্য অপরাধ গুলো সব জাতীর লোকেরা করলেও এখানকার ইন্ডিয়া পরিচালিত মিডিয়াগুলো শুধুই বাংলাদেশিদেরকেই হাইলাইটস করে। বাংলাদেশিরা সামান্য কোন অপরাধ করলে ইন্ডিয়ানদের পরিচালিত মিডিয়া গুলো গুরুত্বের সাথে তা প্রকাশ করে, কিন্তু অন্য জাতীর লোকেরা অনেক বড় অপরাধ করলেও তা তেমন মিডিয়াতে আসেনা। কখনো আসলেও ভেতরের পাতায় খুব ছোট করেই আসে!!
এইসমস্ত বিষয় গুলোর কারণে আরব-আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশিদের যথেষ্ট চাহিদা থাকা সত্বেও আজ ৩.৫ বছর ধরে ভিসা বন্ধ হয়ে আছে। আরব-আমিরাতে প্রতিদিন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল ও ফিলিপাইন থেকে স্রোতের মতই জনশক্তি আসতেছে। আমার কোম্পানিতে গত ২ মাসে প্রায় ২৫০০ জনের মত নতুন জনশক্তি এসেছে সম্পুর্ণ কোম্পানির খরচে! আর আমি অফিসে বসে বসে শুধুই আফসোস করতেছি, কারণ বাংলাদেশের ভিসা চালু থাকলে আমিও কিছু বাংলাদেশি ভাইদের নিয়ে আসতে পারতাম।
বড় আশায় ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাছিনা আরব-আমিরাতের নতুন ভিসা চালু অথবা ট্রান্সফারটা হলেও চালু করবেন। কিন্তু আশার জায়গায় এখন হতাশাই বসবাস করতেছে। প্রধানমন্ত্রী শেখ হাছিনা রাশিয়াকে ভোট না দিয়ে যদি দুবাই এক্সপোকে ভোট টা দিতেন, তাহলে হয়তো বাংলাদেশের রেমিটেন্স আগের চেয়ে দ্বিগুণ হত।
শুধু সরকারের দোষ দিয়ে লাভ কি??? আমরা প্রবাসিরা যদি ভাল না হই, তাহলে কেউ ভিসা খুলতে পারবেনা............
পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের মাঝে পরিপূর্ণ ইসলামিক মূল্যবোধ না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মাঝে ন্যায়-অন্যায়ের বোধ আসবেনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংগ হওয়া সত্বেও তা আমাদের অভ্যাসে পরিনত হবেনা। তাই আসুন, ইসলামকে পরিপূর্ণভাবে বুঝার ও মেনে চলার চেষ্টা করি, বিশ্বের দরবারে একটা আদর্শ জাতী হিসেবে নিজেদের তুলে ধরতে চেষ্টা করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
দিল মোহাম্মদ মামুন বলেছেন: কিছু খারাপ লোকের কারনে পুরা জাতির বদনাম হচ্ছে, এদের কারনেই অন্য জাতির কাছে আমরা একটা নোংরা জাতী হিসেবেই পরিচিত।
ধন্যবাদ আপনাকে
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই জাতির জন্য দুর্ভাগ্য। কর্মফল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
দিল মোহাম্মদ মামুন বলেছেন: সরকারীভাবে প্রথম থেকে উদ্যোগনিয়ে যদি প্রশিকখন দিয়ে তারপর প্রবাসে পাঠানোর ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এমন হতো না। আমাদের এডুকেটেডরা প্রবাসে আসতে চায়না, তাই এই আনএডুকেটেড গুলো দিয়ে প্রবাস ভরে গেছে, এরা নিজের সামান্য স্বারথের জন্য দেশের সুনাম নষ্ট করতেও দ্বীধা করে না।
ধন্যবাদ আপনাকে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
চাঁদগাজী বলেছেন:
"পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের মাঝে পরিপূর্ণ ইসলামিক মূল্যবোধ না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মাঝে ন্যায়-অন্যায়ের বোধ আসবেনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংগ হওয়া সত্বেও তা আমাদের অভ্যাসে পরিনত হবেনা। "
-নেপাল, ফিলিপাইন থেকে যারা আসছে, তাদের ইসলামিক মুল্যবোধ কেমন?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই চাঁদগাজী, আপনার কথায় যুক্তি আছে, তবে নেপাল, ফিলিপাইন থেকে যারা আসছে, তাদের ৮৫% এডুকেটেড, তারা ভাল জব করে, নেপালীদেরকে সরকারীভাবে পাঠানো হয় বলে তাদের কে এইসব বিষয় গুলো দেশ থেকেই বলে দেওয়া হয়, তারা আমাদের মত কাচরা না। আমি এটা বলতে চাচ্ছি, এডুকেটেড না হলেও যদি তারা মুসলিম হিসেবে রাসুলের কথা গুলো মেনে চলতো তাহলেও আমরা নোংরা জাতী হিসেবে পরিচিত হতাম না।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
দিশেহারা আমি বলেছেন: প্রবাসে কাম অথবা আকাম, আমরা ৩ নম্বরে।পাকিস্তান/ভারত তারপর বাংলাদেশ।আপনি কতদিন প্রবাসে?কয়টা দেশ ঘুরেছেন?
মনগড়া কথা বলবেন না প্লিজ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই "দিশেহারা আমি " আমি নিজ চোখে যা দেখতেছি তাই ব্লগে প্রকাশ করছি, একবিন্দু বেশি-কম করিনাই। আমি প্রায় ৭ বছর আরব-আমিরাতে আছি।
ধন্যবাদ আপনাকে।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
সত্যচারী বলেছেন: জনাব দিশেহারা আমি, আপনি কয়টা দেশ ঘুরেছেন? আমিতো দেখছি লেখকের কথাই ঠিক। মিডল ইস্টের কথা বাদ দিলেও, ইতালীতেও বাংলা মানেই একটা গালী। আড় মালয়েশিয়াতে বাংলা এখানকার জাতীয় গালীর পর্যায়ে। লন্ডন আমেরিকা ছাড়া আর দুটো দেশের নাম বলেন যেখানে বাংালী ৩য় স্থানে আছে (কামে ও আকামে)। কারন লন্ডন আমেরিকা ছাড়া বাকী দেশগুলোতে শতকরা ৯০ ভাগ অশিক্ষিত বা অল্প শিক্ষিত লোক যায়। যারা দেশেই অবহেলিত, বিদেশের মাটিতে কি তারা সোনার চামচ পাবে? গাধার মত খাটনি খাটা ছাড়া আর কিছু করার নেই তাদের।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় ভাই সত্যচারী, আমি মেসেনজার পোষ্টে জব করার কারনে আমাকে কোম্পানীর ইনভয়েচ নিয়ে বিভিন্ন অফিসে যেতে হ্য়। অন্য জাতীর লোকদের সাথে যখন কথা বলি প্রথমে তারা আমার সাথে খুব ভালভাবেই কথা বলে আমার কথা মনযোগ দিয়ে শুনে, যখন আমার বাংলাদেশি পরিচয় তারা জানতে পারে তখন তাদের কথার মোড হঠাৎ পাল্টে যায়।
মাঝে মাঝে নিজের কাছে খুব খারাপ লাগে, কিছু আনএডুকেটেড লোকের জন্য আজ আমরা পুরা জাতিই লজ্জিত।
ধন্যবাদ আপনাকে সুন্দর কথাগুলো তুলে আনার জন্য।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
নতুন বলেছেন: আরবআমিরাতে বাংলাদেশীদের খারাপ কাজের হাইলাইট বেশি হয় কারন মিডিয়াতে ভারত/পাকিস্তানের লোক বেশি।
গাল্ফ নিউজে বাংলাদেশীর খবর এসেছে.... যে এসিয়ান এই কাজ করেছে.... খারাপ কাজের নিউজে বাংলাদেশী উল্লেখ থাকে...
কিন্তু অনেক কাজের প্রাধান ব্যবসায়ী ভারতীয় কিন্তু রাস্তায় দাড়িয়ে দালালী কিন্তু করে বাংলাদেশীরা...আর এরাই পুলিশের হাতে ধরাপড়ে এবং খবর হয়।
লেখকের সাথে ১০০% সহমত... আমাদের দেশ থেকে যাদের বাইরের দেশে পাঠানো হবে তাদের সবাইকে ১৫ দিনেরর ট্রেনিং দিতে হবে বাইরের দেশে কিভাবে চলতে হবে তার উপরে।
আমিও আমার ১০ বছরের প্রবাসের অভিঙ্গতার আলোকেই বললাম...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আবুধাবি মদিনা জায়েদ শফিং মলের সামনে প্রতিদিন সন্ধায় ও শুক্রবারে বাংলাদেশীরা জুয়াখেলা নিয়েই মত্ত থাকে, কিন্তু এই জুয়া খেলার আয়োজক পাকিস্তানিরা যদিও তারা শো হয়না। কিন্তু সামান্য ২/৪ টাকার জন্য কিছু বাংলাদেশি এই কাজটা করতে একটুও দ্বীধা করেনা। যখন সিআইডির হাতে ধরা পড়ে তখন কিন্তু এই বাংলাদেশীরাই ধরা পড়ে !!!
এখানে এমন বাংলাদেশীরও আছে যারা দেশের সুনামের জন্য নানান কাজ করে যাচ্চে। কিন্তু কিছু আনএডুকেটেড লোকের কারনে তাদের ভাল কাজ গুলো ও চাপা পড়ে যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে বাংলাদেশি ছাডা অন্য কোন জাতীর লোকেরা পান খায় না, পান বিক্রি ও করেনা, লুংগী পরে রাস্তায় বের হয়না, রাস্তায় দাডিয়ে মোবাইলের ব্যালেন্স বিক্রি করেনা, পাবলিক প্যালেসে বসে বসে নাকের কাছরা পরিস্কার করেনা, কথায় কথায় ঝগড়া করেনা এবং গলায় ফাটানো আওয়াজ করে মোবাইলে কথাও বলেনা।
লেখকের সাথে সহমত পোষন করছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় ভাই এ কে এম রেজাউ করিম, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: দুঃখজনক।