![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
আজকাল সূর্যের উত্তাপে ঘুম ভাঙ্গে আমার।
মোরগের ডাক,শিশির ভেজা ভোর দেখা হয়ে ওঠেনা আর!
রাতগুলোও নির্লিপ্ত,কাটতেই চায়না।
মাঝে মাঝে বড় একা লাগে,সবকিছু থেকেও একা লাগে।
কতদিন যে আকাশ দেখিনা.....
হৃদয়ের ফ্রেমে বাধাঁনো প্রেমিকার কপালের টিপ দেখি,
কতই না সুন্দর!
মাঝে মাঝে ছুয়ে দিতেও ইচ্ছে করে।
না থাক,যদি অপবিত্র হয়ে যায়?
দুপুর গড়িয়ে বিকেল হয়,
শহরের বুকে রাত নামে,
সময়গুলো আমার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে।
দগ্ধ মরুর এই প্রান্তরে আমি একা
বড্ড একা........
©somewhere in net ltd.