নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কি লিখবো বুঝছিনা। তবে এটুকু বলি, মনুষ্যত্ব মানুষের কোনপ্রকার গুণ নয় এটা মানুষের মৌলিক উপাদান। আমি মনে করি এই মৌলিক উপাদান আমার মধ্যে রয়েছে।

সাজ্জাদ সবুজ

আত্মার সৎকারে দিনগুলো বহমান

সাজ্জাদ সবুজ › বিস্তারিত পোস্টঃ

কৌটা ব্যবস্থার সংষ্কার চাই

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

১.দ্বিগুণ হবে মুক্তিযোদ্ধা ভাতা।
২.মুক্তিযোদ্ধাদের চিকিৎসার শতভাগ ব্যয় রাষ্ট্র বহন করবে
৩.ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন
৪.মুঠোফোনে যাবে মুক্তিযোদ্ধা ভাতা
..................
উপরে যেগুলো দেখছেন তা হচ্ছে বিগত সময়ের কিছু খবরের শিরোনাম।যেগুলো নিয়ে আমাদের কোন মাথাব্যাথা নেই।মুক্তিযোদ্ধাদের পুরো বংশের ভরণপোষণ সরকার নিয়ে নিয়েছে।
এবার একটা গল্প বলি।
মাঝে মাঝে কিছু জওয়ান লোককে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দেখা যায়,তাদের যদি বলা হয়,আপনি ভিক্ষা কেনো করছেন?আপনি তো সহজেই উপার্জন করে নিজের ভরনপোষন চালাতে পারেন।এই কথা শোনার পর তারা মাথা নিচু করে বলে কেউ কাজ দেয়না,অথবা মাথা নিচু করে চলে যায়।
আমার দেখা কিছু কৌটাধারী মানুষের কথা বলি,তাদের যখন কর্মস্থলে পজিশনের সাথে পদের তুলনা করা হয়,তখন তারা ঠিক একই ভঙ্গিতে মাথা নিচু করে বলে "মুক্তিযোদ্ধা কৌটা" আমার এক বড়ভাই তো অনেকটা উপহাসের সুরে বলতো "পুক*যোদ্ধা কৌটা"।
সংবিধানের ২৯ অনুচ্ছেদে আছে,"কৌটা হচ্ছে সেই সকল জনগোষ্টীর জন্য,যারা আমাদের সমাজ থেকে পিছিয়ে পড়েছে"
এখন আমরা নিজেরাই ভাবি আমরা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে কতটুকু সম্মান দেখাই।
আজ দুপুরে আব্বু যখন কল দিয়ে বললো মতিয়া চৌধুরী বিরুপ একটা মন্তব্য করেছেন,স্টাটাস যেন ভেবে চিন্তে দিই।
ঐ মুহূর্তে ল্যাব ক্লাসে বসে ছিলাম,পিসি টা অন করে সম্মানিত কৃষিমন্ত্রীর উক্তি শুনে আমার হাসি-দুঃখ দুটো একসাথেই পেয়ে বসলো।উনি বলেন "মুক্তিযুদ্ধ করেছি,এবং মুক্তিযুদ্ধ চলছে চলবে" যার মানে উনি নিযেই এই দেশকে স্বাধীন বলে স্বীকার করেন না।
উনার কাছে ছাত্রদের বুকের ঝাজরা গুলি,আর জমাট বাধা রক্তের চেয়ে ভিসির বাসার কাচের মুল্য অত্যাধিক হয়ে গেছে।উনি ছাত্রদের উপর আঘাতের,এদের শতাধিক আহতদের কোন বিচার চাননি,চেয়েছেন ভিসির বাসায় নাশকতাকারীদের।
যাকে বাংলাদেশের রাজনীতির অগ্নিকন্যা বা Girl Of Fire বলা হয় উনি ছাত্রদের ''রাজাকারের বাচ্চা'' বলে উক্তি দেন এবং সেটা মহামান্য পার্লামেন্টে বসে।
যেখানে ভিসি স্বয়ং বলেন তার বাসায় হামলাকারী কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না,এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা যায় তাদের বয়স ৪০ উর্ব্ধে।
কি আর বলবো ধীরে ধীরে বাকশূণ্য হয়ে যাচ্ছি।
যেখানে মুক্তিযোদ্ধা কৌটাধারীরা এই সংষ্কার চাই সেখানে সরকারপক্ষ কোন কারণে এমন একটা পরিস্থিতির সমাধান চায়না?
সর্বোপরি একটা কথাই বলতে চাই,
"দাবী মানতেই হবে"।
#ReformQuotaBD
#itsamust

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.