![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
কথা বলার জন্যে প্রত্যেকের একজন নিজস্ব মানুষ প্রয়োজন। সুমধুর কন্ঠস্বরের প্রয়োজন নেই। মনের কথা সুন্দর শব্দে গুছিয়ে বলবে বা কাউকে না বলা কথাগুলো চুপিসারে মন দিয়ে শুনবে।
প্রত্যেকের ই তো কত কত আপনজন থাকে মনের মতো আপন মানুষ কয়জনেরই বা থাকে। নিঃসঙ্গতার সঙ্গী হতে কয়জনই বা চাই।
বেঁচে থাকা অনেক কঠিন এবং সুন্দর একটা ব্যাপার। কারণ বেদনাগুলোও কেবল আপনি বেঁচে থেকেই উপলব্ধি করতে পারবেন। যদিও অনেকে বেদনার মাঝে অন্তর্নিহিত সুখটা বুঝতে পারেনা বা বুঝতে চাইনা।
একটা কথা উদাহরণ হিসেবে দেওয়া যাক। দেখবেন পৃথিবীতে যে সকল প্রসিদ্ধ শিল্প বা শিল্পী তাদের মাঝে অনেক না পাওয়া রয়েছে এবং সেই সকল না পাওয়া থেকেই তারা কত বিশাল সব কর্মযজ্ঞ পৃথিবীকে
পৃথিবীর মানুষকে উপহার দিয়ে গেছে। না পাওয়ায় আহত মানুষগুলোও কেবল সেইসকল কাজগুলো দেখে বা শুনে বিমোহিত হচ্ছে। এই নিদারুণ চক্রটি বুঝতে পেরেছেন কখনো?
একটি দুঃখে ভরা গানে আপনি যতগুলো আহত মানুষের মন্তব্য পাবেন তা কিন্তু একটি আনন্দের কোন গানে পাবেন না। অনেককিছু আবার দৃষ্টিকোণের উপরেও নির্ভর করে। কোয়ান্টাম মেথডে একটি কথা খুবই প্রচলিত,
"দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে"। সবকিছুই আপনার চাওয়ার উপর নির্ভর করবে। কোনকিছু না পেলে বুঝে নিবেন চাওয়াটা ঠিকমতো হয়নি বা আপনি কখনো মন থেকেই চাননি। জনপ্রিয় লেখক পাওলো কয়েলহো তার দ্য আলকেমিস্ট বইতে একটা কথা বলেছেন, "When you want something, all the universe conspires to help you achieve it"।
©somewhere in net ltd.