নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীর নিয়া পাক-ভারতের অবস্থান

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

কাশ্মীর নিয়া ভারতের বর্তমান অবস্থান হইলো-
১. ভারত মনে করে, বৃটিশ থিকা পাক-ভারত স্বাধীন হওয়ার পর কাশ্মীরের শেষ রাজা হরি সিং কাশ্মীরকে ভারতে কাছে দিয়া দিছে। সেই হিসেবে কাশ্মীর ভারতের আমানত।
২. ভারতের জাতীয় নির্বাচনে ভারত-অধ্যুষত কাশ্মীরের জনগণও ভোট দেয়, তাই কাশ্মীরকে আলাদা করে দেখছে না ভারত।
৩. ১৯৭২ সালে পাকিস্তান সিমলা চুক্তি মাইনা নিছে, যার ফলে কাশ্মীর নিয়া পাকিস্তানের আর কোনো কথা নাই।
৪. ভারতের দাবি, পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদে সহযোগিতা করতেছে।
৫. এই কাশ্মীর সমস্যার সমাধানে যদি পাকিস্তান নাক গলায় তাইলে ভারতের নিরাপত্তা ও অখণ্ডতা এবং স্বাধীনতা বিপন্ন হতে পারে।
৬. কাশ্মীর পাক-ভারতের দ্বিপাক্ষিক বিষয়। এইটারে আন্তর্জাতিক করা যাবে না।

আর কাশ্মীর নিয়া পাকিস্তানের বর্তমান অবস্থান হইলো-
১. পাকিস্তান ও ভারতে স্বাধীনতা হইছে মূলত লাহোর প্রস্তাবের ভিত্তিতে। যেখানে মুসলিম দেশ হিসেবে কাশ্মীর পাকিস্তানের সঙ্গী হবে।
২. কাশ্মীর স্বাধীন থাকবে। কিন্তু এইটা ভারত-অধিকৃত হতে পারবে না।
৩. পাকিস্তান মনে করে, বিশ্বের সব দেশের মতো কাশ্মীরের জনগণের ভাগ্য নির্ধারণ করতে অবশ্যই গণভোটের ব্যবস্থা করতে হবে।
৪. কাশ্মীরও মুসলিম পাকিস্তানও মুসলিম দেশ। তাই বৈশ্বিকভাবে কাশ্মীরের প্রতি পাকিস্তানের নৈতিক দায়িত্ব আছে, কাশ্মীরের জনগণের আজাদের ব্যাপারে পাকিস্তানের কথা বলা।
৫. ভারত জাতিসংঘের প্রস্তাব মানেনি।
৬. সিমলা চুক্তির মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে না। তাই এইটা দ্বিপাক্ষিক বিষয়ও হতে পারে না। কাশ্মীর সারাবিশ্বের একটি অনুষঙ্গ।

এই হইলো মোটামুটি কাশ্মীর নিয়া পাক-ভারতের অবস্থান। তো, আপনার কাছে কোন দেশের অবস্থানকে পোক্ত মনে হয়, কেন মনে হয়? মন্তব্য করুন।

ছবি : গুগল

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১০

মাহমুদুর রহমান বলেছেন: হেডলাইনে পড়লাম পাকিস্তান পালটা আক্রমন শুরু করেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৫

রিদওয়ান হাসান বলেছেন: আমিও তো পড়লাম। জানি না, কাশ্মীরের জনগণের ভাগ্যে কী আছে?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপারটা কাশ্মীরের জনগণের হাতেই ছেড়ে দেয়া উচিত।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৩

এম এ কাশেম বলেছেন: কাশ্মীরীদের ভাগ্য কাশ্মীরীদের নির্ধারন করতে দেয়া উচিৎ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুটো দেশই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এদের কাউকেই প্রতিবেশী রাষ্ট্রগুলো পছন্দ করে না ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১

ঢাবিয়ান বলেছেন: ভারতের বিমান বাহিনীর হামলায় কাশ্মিরে ৩০০জন জঙ্গী নিহত!!!! এরপর আর যাই হোক ভারতের পক্ষে অবস্থান নেয়ার কোন সুযোগ আছে কি? প্রচুর বলিউড তা্রকা এই সার্জিকাল স্ট্রাইকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে এসেও মানুষ কেন বোকামো করে!!!

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে এসেও মানুষ কেন বোকামো করে!!!

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

মৃত্যু হবে একদিন বলেছেন: ভারত পাকিস্তান ইচ্ছা মত কাশ্মীরের জনগনদের ব্যবহার করবে এটা কেমন যুক্তি কাশ্মীরের জনগন কি চাই যেটা দেখতে হবে ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

অরিন্দম চক্রবত্রী বলেছেন: দেবো না/জা করবার করে নাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.