নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

জেনো, বিজ্ঞান লড়েছিল একা, মসজিদ মন্দির নয়...

২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪০

"যদি বেঁচে যাও এবারের মতো
যদি কেটে যায় মৃত্যু ভয়,
জেনো বিজ্ঞান লড়েছিল একা
মসজিদ মন্দির নয়।"


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব যখন টালমাটাল অবস্থা, স্থবির হয়ে পড়েছে সবকিছু। এ অবস্থায় করোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। এরমধ্যেই উপরের ছন্দজাতীয় কবিতা দিয়ে তৈরি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বৈশ্বিক এই দুর্যোগেও নিজেদের মার্কেটিং আর বিদ্বেষ ছড়ানোর কাজ থেকে বিরত থাকতে পারলো না বিজ্ঞান আর প্রগতির এসব ফেরিওয়ালারা।

মসজিদ মন্দিরের কাজ কি করোনার বিরুদ্ধে লড়া? বিজ্ঞানের সাথে এর তুলনা আসে কেন? বিজ্ঞানের কাজ বিজ্ঞান করবে। আদালত কি করোনার বিরুদ্ধে লড়ে? ল্যাব করোনার বিরুদ্ধে লড়তেছে। তাই বলে ফার্ম, ফ্যাক্টরি, মুদির দোকান, জাদুঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, হোটেল, এপার্টমেন্ট ইত্যাদি সবইকে করোনার বিরুদ্ধে লড়তে হবে?

মেনে নিলাম, বিজ্ঞান একা লড়ছে। তবে মসজিদ-মন্দির একাই যে চুপ করে দাঁড়িয়ে আছে তা নয়। ‘লড়াই’ শব্দটার সাথে যা যা জড়িত সেসবও তাকিয়ে দেখছে শুধু। কোটি কোটি ডলারের মারণাস্ত্র, নিমিষে দুনিয়া ধ্বংস করে দেওয়ার মতো পারমানবিক বোমা, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, কামান, গোলা-বারুদ এই সব কিছুও অকেজো হয়ে পড়ে রইছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়ছে এসব?

বিজ্ঞানকে আমরা লড়াইয়ের অস্ত্র হিসেবে দেখতে চাই না। পৃথিবী যে নিয়ম দিয়ে চলে সেটাই বিজ্ঞান। ভাইরাস যেমন বিজ্ঞান মেনে আমাদেরকে মারছে, আমরাও বিজ্ঞান ব্যবহার করে সেখান থেকে বেড়িয়ে আসার চেষ্টা করছি, এই যা। মসজিদ-মন্দির তো বিজ্ঞান চর্চা করতে নিষেধ করেনি। আপনি নাস্তিক হতে পারেন, অসুবিধা নেই। ভিন্নমত থাকবেই। যুগে যুগে ছিল। মানুষ হিসেবে নিজস্ব দর্শন ও বিশ্বাস বেছে নেয়ার অধিকার সবার আছে। কিন্তু নিজের বিশ্বাস, নিজস্ব মত প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্যের বিশ্বাসকে আক্রমণ করতে হয়, তবে অবশ্যই সেটা অন্যায়। মারাত্মক অন্যায়।

আরেকটা কথা, যদি বেঁচে যাও এবার মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়। এই যদিমূলক সংশয় দিয়ে যারা বিজ্ঞানকে খোদার আসনে বসাচ্ছেন। একবার ভেবে দেখেছেন, যদি মৃত্যুর ভয় না কেটে যায়, যদি এবার না বেঁচে যান- কী হবে?

জেনো, মসজিদের আঙিনায় হয়েছে তোমার জানাযা। জেনো, শ্মশানে পুড়েছে তোমার লাশ।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: সাপ গর্তে সোজা হয়ে ডুকে

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০৫

রিদওয়ান হাসান বলেছেন: অথচ গর্তের বাইরে কী বাহারি বাঁকন নাচন!

যদিও এই উদাহরণ তারা মানবে না। বলবে, এইটা সাপের প্রকৃতি। এটাই তাদের বিজ্ঞান।

২| ২২ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পবিত্র কোরানে সকল সমস্যার সমাধান আছে। সকল মৌলানারা তন্ন তন্ন করে খুঁজে দেখছে কোথায় আছে,হয়তো অচিরেই পেয়ে যাবেন।নাপেলে তাদের ব্যর্থতা ,কিন্ত আছে!

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩০

রিদওয়ান হাসান বলেছেন: (হে নবী) আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। (সূরা আল জাসিয়া : ২৬)

৩| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০০

ক্ষুদ্র খাদেম বলেছেন: বাংলাদেশে গবেষণা হয়না বললেই চলে, আর তাই আমাদের অন্যের দয়ার ওপরে নির্ভর করতে হয়। মনে হচ্ছে, এই দুর্যোগেও সেই অবস্থার পরিবিরতন হবে না :(

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

রিদওয়ান হাসান বলেছেন: অন্যের দয়া বলতে কী বুঝাতে চাচ্ছেন?

৪| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: কথা একটাই- বিজ্ঞান বা ধর্ম বুঝি না করণা থেকে বাচতে চাই।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

রিদওয়ান হাসান বলেছেন: বিজ্ঞান বিজ্ঞানের কাজ করুক। ধর্ম ধর্মের কাজ করুক। মানুষ পাক মুক্তি। এটাই প্রার্থনা।

৫| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১০

ঊণকৌটী বলেছেন: এতদিন ধরে খবরের কাগজ আর T.V. দেখে, সাথে Google করে আমি যা বুঝলাম, Corona - খুব খারাপ না ~
১. সুগার, প্রেসার এর মতো জীবন ভরের রোগ নয় |

২. কিডনী বা ক্যান্সারের মতো কিছু নয়, যাতে ঘটিবাটি বিক্রী করে চিকিৎসা করাতে হয় |

৩. স্ট্রোকও নয়, যে বাকী জীবন লেংচে চলতে হবে |

৪. পাড়া প্রতিবেশী বা আত্মীয়ের অযাচিত পরামর্শ নেই , যে হিল্লী/দিল্লী বা দহ্মিনে যাও, এখানে ভালো ডাক্তার নেই |

৫. প্রাইভেট নার্সিংহোম ভরতিই নেবেনা, পয়সা চোষারও জায়গা নেই |

৬. অগত্যা মধুসুদন সরকারী ডাক্তার, সরকারী হাসপাতাল | কোনো খরচা নেই |

৭. শ্রাদ্ধশান্তি করে লোক খাওয়ানোর ঝামেলা নেই | কেউ আসবে না ।

৮. সবচাইতে সেরা যা, তা হোলো, Corona বলছে, 'এসো লড়ো, বাঁচো কিংবা মরো |(একদম Bull fight - যোদ্ধার মতো কথা), খুব বেশি হলে ১৪ দিনের খেলা | গেম ফিনিশ |

৯. তবে ভালো কথা, বেশীর ভাগ খেলাতে করোনা হেরে যাচ্ছে ।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

রিদওয়ান হাসান বলেছেন: তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। (সূরা আল আ’রাফ:১৭৯)

৬| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্মফোবিয়ায় আক্রান্তরা প্রাথমিক ভীতি কাটিয়ে আবার পুরানো রোগে ফিরে এসেছে পুরানো রুপে!

তাদের যদি বলেন মানুষকে জীবিত করে দেখাও , তারা বলবে- এইতো াচিরেই বিজ্ঞান হয়তো করেই দেখাবে।
হুম। আমরাও জানি করে দেখাবে। তার নাম হবে দাজ্জাল! সে মানুষকে একবার দ্বিখন্ডিত করে আবার জীবন দিতে সক্ষম হবে।
অনেক দুর্বল ইশানের লোক তাতে বিভ্রান্তও হবে।
কিন্তু মোমিনরা বলবে আরেকবার করে দেখাও? দাজ্জাল হতবুদ্ধ হয়ে যাবে। এবং পারবে না।

তাই হাসি পায় অবিশ্বাসীদের ছেলেভুলানো কান্ড দেখলে। কোরআনের পাতায় পাতায় তাদের ডেকে সতর্ক করা হয়েছে।
লাখো নবী রাসুল এই কথাই বলেছেন-কিন্তু তারা মানে নি। পরিণতিতে পুরা জাতি সহ ধ্বংষ হয়েছে।
এখন তারাও সেই পরম ধ্ভংষের অপেক্ষাতেই আছে।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

রিদওয়ান হাসান বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

৭| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

নতুন বলেছেন: ছোট ছোট জিনিস আমাদের ধারনাকে পরিবত`ন করে।

ইদানিং দেশে ভন্ড ওয়াজের পরিমান বেড়েছিলো।

অনেক বক্তা জজবার সাথে ওয়াজ করেছিলেন একং শুর পাল্টেছেন, জনগন বুঝতে পারছে এই সব ভন্ড লেবাশধারীদের গলাবজি ছাড়া আার কিছুই জানেনা।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫

রিদওয়ান হাসান বলেছেন: এরা ধর্মকে অপব্যবহার করেছে। আর তার শাস্তি পাচ্ছে প্রকৃত ধার্মিকরা।

৮| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৬

রডারিক বলেছেন: মরার ভয় কেমনে জয় করা যায় বুঝলাম না। করোনা ছাড়াও হাজার রোগ আছে মরণ নিশ্চিত। কাল সকালে যে গাড়ি ছাপায় মরবে না তার গ্যারান্টি কোথায়। মরতে তো হবেই। বিশ্ব জুড়ে বিতর্ক চলছে এই করোনাও ঐ বিজ্ঞানের সৃষ্টি। মসজিদ - মন্দির সেটা বানায় নাই।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

রিদওয়ান হাসান বলেছেন: প্রকৃত বিজ্ঞান তো সেটাই যেটা প্রাকৃতিক, যার যেটা প্রকৃতি সেটাই বিজ্ঞানের মূল প্রতিপাদ্য। অথচ বর্তমানে প্রকৃতিকে কমার্শিয়াল, ফার্মাল, ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশ্যনে কনভার্ট করার মানসিকতা নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠছে, সেটা অতি আধুনিক বিজ্ঞান অথবা পুঁজিবাদসৃষ্ট বিজ্ঞান। সোজাকথায়, বিজ্ঞানের অপব্যবহার বা অপচয় বললেও অত্যুক্তি হয় না।

বিশ্বজুড়ে এখন এই পুঁজিবাদি বিজ্ঞানই করোনা ভাইরাসের জন্য দায়ী, মসজিদ মন্দির নয়।

৯| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: একটি নিউজ এ দেখলাম যুক্তরাষ্ট্রের রাজপথে রসুল সা এর হাদীস বিলবোর্ডে লক ডাউন বিষয়ক। বাংলাদেশ সহ সারা পৃথিবী যে করোনা যুদ্ধের সবচেয়ে বড় ঔষধ ওটাই। আর চিকিৎসা আল্লাহর মাল আল্লাহ যদি রাখে ফর্মূলা মানে দৈবক্রমে। অবশ্য অতীতে বিজ্ঞান কে এত অসহায় দেখা যায় নি। ইতালি চীন বড় বড় নাস্তিক দেশপ্রধান এখন উপর ওয়ালার আশায় আছেন। কথা বললে বেস থেকে শুরু করতে হয়। বিজ্ঞান বিষয়ক লেখাতে যথেষ্ট পরিমাণে মেধা আবশ্যক। কুরআনের উপরে কোন বিজ্ঞান নেই।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

রিদওয়ান হাসান বলেছেন: বিশাল সমুদ্রে জাহাজ যখন ডুবে যাওয়ার আশঙ্কা প্রকোট হয়ে ওঠে, তখন যাত্রীদের সবাই নিজ বিশ্বাসের কেন্দ্রীভূত স্রষ্টাকে ডাকতে থাকে। সময়-সুযোগ পেলে কর্তৃপক্ষও তখন বলে ওঠে- ‘সবাই স্রষ্টা ও পালনকর্তাকে স্মরণ করুন’। এমন কঠিন মুহূর্তে কট্টরদিল নাস্তিকও একটা ‘অদৃশ্য কোনো মহাশক্তির ধারণাতীত সাহায্য’ কামনা করে।

১০| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬

শের শায়রী বলেছেন: প্রথমবারের মতো বিবিসি রেডিওতে নামায সম্প্রচার

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

রিদওয়ান হাসান বলেছেন: ভালো খবর।

১১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যার জাগয়গা সেটা, কাজ যেটা সেটাই হোক ভাল। শুধু শুধু একটিকে অন্যটির সাথে লেজেগোবরে করা ঠিকনা।

২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১২

রিদওয়ান হাসান বলেছেন: এই জিনিসটাই বুঝতে নারাজ অনেকে।

১২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১১

পলাতক মুর্গ বলেছেন: বিজ্ঞানরে এরা বাপের সম্পত্তি মনে করে, অথচ খোঁজ নিলে দেখা যাবে বিজ্ঞানের অনেক বেসিক কনসেপ্ট এদের নাই, নিজে বিজ্ঞানের লোক না হয়েও ধার করা কথার অপব্যখ্যার মাধ্যমে এরা নাস্তিকগিরি করে।

২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১৬

রিদওয়ান হাসান বলেছেন: তাদের কাছে যেই বিজ্ঞান আছে, সেটা ফিল্টার করা বিজ্ঞান। বিজ্ঞান একটা কমনসেন্স। তাদের মাঝে এটাও নাই।

১৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



অধিকাংশ বিজ্ঞানী তো বটেই, বিজ্ঞানের ছাত্রদেরও একটা বৃহতাংশ সৃষ্টিকর্তার সন্ধান একটা সময়ে এসে ঠিকই পেয়ে যান। সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে তাদের হৃদয়-মন।

পথহারা-দিকভ্রান্ত থেকে যায় শুধু অজ্ঞানতার অন্ধকারে তলিয়ে থাকা পতঙ্গসম কিছু উজবুক মাত্র।

কবিতার মত করে বানানো এই লাইন ক'টা কেউ একজন সদয়(!) হয়ে আমাকেও দিয়েছিলেন।

পোস্টে +++

২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১৫

রিদওয়ান হাসান বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিবেন প্রিয়।

১৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বিজ্ঞান বিজ্ঞানের কাজ করুক। ধর্ম ধর্মের কাজ করুক। মানুষ পাক মুক্তি। এটাই প্রার্থনা।

মানুষকে মুক্তি দিবে কে?
ধর্ম না বিজ্ঞান??

২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১৫

রিদওয়ান হাসান বলেছেন: কোনো এক অলৌকিক মহাশক্তিই মুক্তি দিক মানুষ।

এখন এই অলৌকিকতাকে কিভাবে ক্যাটাগরিতে ফেলবেন, সেটা আপনার বিশ্বাস। আপনি চাইলে ধর্মও বলতে পারেন, চাইলে বিজ্ঞান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.