নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

জোর যার মুল্লক তার অথবা বাংলাদেশের পশুচর্চা

২১ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৫

পশুতত্ত্বে একটা নীতি আছে, ক্ষমতা বা গায়ের জোরে যে যতক্ষণ টিকে থাকবে, সে-ই কেবল বেঁচে থাকার যোগ্য, অন্যরা হবে ধরাশায়ী। এই কারণে ক্ষমতা বা গায়ের জোরে কখনো সিংহকেও পর্যদুস্ত হতে হয় হায়েনার দলের কাছে।

বাংলাদেশে এখন পশুচর্চা চলছে। দেখা যাচ্ছে একজন আলেমের নামে এত এত মারমুখী মামলা থাকার পরেও তাকে গ্রেফতার করা হয়েছে ঠুনকো কোনো মামলায়। সেটার ওপর আবার রিমান্ডও মঞ্জুর করা হইছে। এইটা হইতেছে স্রেফ ক্ষমতা আর গায়ের জোরের প্রদর্শনী। পশুরাজ্যে এই পাশবিক প্রদর্শনীর কদর অনেক।

সরকার এখন এই পশুতত্ত্বের পথে হাঁটতেছে। তারা নেহাৎ ফেলনা কোনো কারণেও যে কাউকে পর্যদুস্ত করতে পারে, মামুনুল হকের ফোন চুরির মামলায় গ্রেফতার ও রিমান্ড মঞ্জুর একটা প্রকট উদাহরণ।

পশুতত্ত্বের নীতিতে এইভাবে সরকার টিইকাও যাইতে পারে। তবে সরকারের একটা ভুল হইতেছে, তাদের তত্ত্ব ঠিক কিন্তু প্রয়োগটা ভুল। তারা পাশবিক রীতি মানুষের ওপর খাটাইতে চাইতেছে, এইটা একটা ভুল সিদ্ধান্ত ছিল।

ক্ষমতা ও গায়ের জোরের প্রদর্শনী করতে গিয়া সরকার যে ঠুনকো বিষয়ে একজনকে গ্রেফতার দেখাইছে, এইটা পশুরাজ্য হইলে গড্ডালিকাপ্রবাহে সরকারের পাশবিক রীতিতে গদগদ কইরা যাইত, কিন্তু অনেকে এখনও মানুষ আছে বইলা বিষয়টা উল্টা রিফ্লেক্ট করতেছে।

মানুষরা ঠিকই বুইঝা যাইতেছে সরকারের উদ্দেশ্য কী?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি এতটুকুই বুঝেছি তার খবর আছে।

২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


সরকার জোর প্রক্সয়োগ করছে, তবে বেশীরভাগ ক্ষেত্রে তা হচ্ছে বিপক্ষের অপরাধীদের ক্ষেত্রে; আপনার কিন্তু বিচারবুদ্ধি বেশ কম।

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১

রিদওয়ান হাসান বলেছেন: স্বপক্ষের অপরাধীদের কী অবস্থা?

৩| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২৪

অনল চৌধুরী বলেছেন: মামুনুল মনে হয় দেবতা !!!

৪| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩২

নেওয়াজ আলি বলেছেন: এত মামলা থাকার পরও চুরির মামলায় কেনো আটক হলো বুঝেন না। হায় হায় । দুর্গন্ধ বের করতে

৫| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪৭

মাকার মাহিতা বলেছেন: বাংলার মানুষকে জিম্মি করে পুলিশ পকেট ভারি করছে।
রাস্তার মোড়ে বেরিকেড দিয়ে একশ টাকা খাওয়ার ধান্দাও করে পুলিশ।
মিথ্যা মামলায় হয়রানি করে মানুষের পিত্তি জ্বালানোর কাজও করছে।
এরও শেষ আছে, ভাইডি...!

৬| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩০

লাতিনো বলেছেন: আপনি আলেম বলছেন কাকে? বিবাহ আর ব্যাভিচারের পার্থক্য যে বোঝেনা, সে আবার কিসের আলেম? এরা হল আলেম নামের জালেম। একে ধরে নিয়ে থানায় ডিম থেরাপী দিলে এর মত আর সব আলেমের শিক্ষা হবে।

৭| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: নিরপেক্ষ থাকুন।

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫২

রিদওয়ান হাসান বলেছেন: মিথ্যা ও সত্যের লড়াইয়ে 'নিরপেক্ষ' হওয়ার চাইতে সত্য ও ন্যায়ের পক্ষপাতিত্ব করা অনেক ভালো।
গতকাল যাকে আপনি অন্যের পক্ষপাতিত্ব ভাবতেছিলেন, আজ সে নিরপেক্ষ, কাল আবার পক্ষপাতিত্ব ভাইবা বসবেন! কারণ কী, জানেন?
কারণ, নিজের বা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষপাতিত্ব সব সময় ভিন্ন মতবাদের মানুষকে পক্ষপাতদুষ্ট বানিয়ে দেয়। তাই সবার আগে নিজেই নিজের পক্ষপাতিত্ব ছাড়ুন। পক্ষপাত যদি করতেই হয়, সত্য ও ন্যায়ের পক্ষপাতিত্ব করুন।

৮| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮

অনল চৌধুরী বলেছেন: মিথ্যা বলার জন্য হেফাজত কি পদ দিয়েছে?
ভন্ডদের পিছনে না ঘুরে পড়াশনা করে নিজেই আলেম হন।

৯| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৩

নতুন বলেছেন: দেখা যাচ্ছে একজন আলেমের নামে এত এত মারমুখী মামলা থাকার পরেও তাকে গ্রেফতার করা হয়েছে ঠুনকো কোনো মামলায়। সেটার ওপর আবার রিমান্ডও মঞ্জুর করা হইছে। এইটা হইতেছে স্রেফ ক্ষমতা আর গায়ের জোরের প্রদর্শনী। পশুরাজ্যে এই পাশবিক প্রদর্শনীর কদর অনেক।

ভন্ড জেনাকারী কে আপনি আলেম মনে করেন?

যেমন কুকুর তেমন মুগুর দরকার। যখন তার মতন ভন্ডরা তাকে সাহাজ্য করবে তখন তার মুখোস উম্মচন করতে আঙ্গুল একটু বাকা করটা খারাপ না।

যদিও পথটা সভ্য দেখে ব্যবহার করেনা কিন্তু আমাদের সমাজও এখনো সভ্য হয়নাই যে আইন নিজের হাতে তুলে নেবেন না বললেই সবাই মেনে চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.