নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের মানদন্ড কি?

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন। খুব ভাল কথা। অ্যাঙ্গেলা মেরকেল ‘পারসন অব দ্য ইয়ার-২০১৫’ হতেই পারেন। কারণ তিনি ইউরোপের ঋণসংকট ও শরণার্থী-অভিবাসী সমস্যা মোকাবিলাসহ আরো অনেক ভাল ভাল কাজ করেছেন।

তবে আসল চমক হলো ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি রানারআপ এবং যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তৃতীয় হয়েছেন। তারা কিভাবে ২য় এবং ৩য় হয়? বাগদাদী বিশ্বজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গলাকাটা তাদের প্রিয় কাজ। ইসলামের নামে তারা ইসলামের মহা সব্বোনাশ করছে। আর ট্রাম্প ত একজন ‘সাইকো’। সে আর এক হিটলার। সে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট হলে যুদ্ধ নিশ্চিত।

এভাবে দেখা যায় যে, প্রতিবছরই বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় এমন কিছু নাম দেখতে পাওয়া যায় যারা বিশ্বে শান্তি আনয়নের চেয়ে অশান্তির মূল কারণ হিসেবে চিহ্নিত। এভাবে বাঘে-মহিষে-ছাগলে-শুয়োরে এক ঘাটে পানি খাওয়ানোর হেতু কি?

এমতাবস্থায় আমার প্রশ্ন হলো, বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের মানদন্ড আসলে কি?

আমার মতে দেশের জন্য, বিশ্বের জন্য সত্যিকারের ভাল কাজ যারা করবেন তাদের নামই এই লিস্টে আসা উচিত।

এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি।

সবাইকে অনেক ধন্যবাদ।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

মাঘের নীল আকাশ বলেছেন: বর্ষসেরা নাকি আলোচিত?!?

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

ইছামতির তী্রে বলেছেন: সবখানে ত বর্ষসেরাই বলা হচ্ছে। পুরস্কারের নাম ‘পারসন অব দ্য ইয়ার’। তার মানে বর্ষসেরার কথাই ত বলা হচ্ছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

কেউ নেই বলে নয় বলেছেন: এখানে মনে হয় প্রভাবশালী ব্যক্তির কথা বলা হয়। নিজ গুনের জন্য না, যারা বিশ্বের উপর সারা বছর জুড়ে ভালো কিংবা মন্দ যেকোন ধরনের প্রভাব রাখেন, তাদেরই তুলে আনা হয়।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

ইছামতির তী্রে বলেছেন: হতে পারে। তবে আমার মনে হয় বিশ্বের জন্য সত্যিকারের ভাল কাজ যারা করবেন তাদের নামই এই লিস্টে আসা উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

৭১৫০ বলেছেন: আলোচিত ব্যাক্তি মনে হয় ধরে। মনে আছে একবার আমরা সবাই টাইম পার্সন অব ইয়ার হয়েছিলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

ইছামতির তী্রে বলেছেন: খেয়াল করে দেখুন, অ্যাঙ্গেলা মেরকেল গত বছর কত ভাল কাজ করেছেন। অথচ তার বিপরীতে বাগদাদী বা ট্রাম্প কি করেছেন? এভাবে বাঘে-মহিষে-ছাগলে-শুয়োরে এক লিস্টে আসাটাই কেমন যেন লাগে।

শুধু আলোচিত নয় বরং সমালোচিত লোকও এই লিস্টে থাকে বরাবর। আমার ঠিক এই জায়গাতেই আপত্তি। এ ব্যাপারে আমার বক্তব্য হলো, লিস্ট ভিন্নতর করা। একটা আলোচিত আর একটা সমালোচিত।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সহমত।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

ইছামতির তী্রে বলেছেন: সহমত পোষণে এত সময় লাগল? ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মানে কি? আপনার পোস্ট টা তো এই মাসেরই।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

ইছামতির তী্রে বলেছেন: ব্লগিং ফেসবুকের এই জামানায় ১৭ দিন পরের খবর পুরাতন না? এর পরে আমি আরও চারটি পোস্ট দিয়েছি।
যাইহোক, জাস্ট কিডিং।

মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.