নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

‘রুটি ব্যাংক’

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

সাধারণত ব্যাংকে টাকা-পয়সা বা মূল্যবান সামগ্রী জমা রাখা হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকে গচ্ছিত অর্থের ওপর মুনাফাও দেওয়া হয় গ্রাহককে। তবে ভারতে এমন এক ব্যাংকের খোঁজ মিলেছে, যেখানে কোনো অর্থ জমা রাখা হয় না; বরং সেখানেও জমা নেওয়া হয় খাবার।

যে ব্যাংকটির কথা বলা হচ্ছে তার নাম ‘রোটি ব্যাংক’। হিন্দি ‘রোটি’ শব্দের বাংলা অর্থ রুটি। তবে এই ব্যাংকে যে শুধু রুটিই জমা রাখা হয়, ব্যাপারটি কিন্তু তা নয়। এই রুটি ব্যাংকে জমা নেওয়া হয় বিভিন্ন ধরনের খাবার। আর দিন শেষে সেসব খাবার বিলি করা হয় ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষের মধ্যে।



যাঁরা দুবেলা একমুঠো খাবার জোগাড় করতে রীতিমতো নাস্তানাবুদ হন, শুধু তাঁদের অন্ন সংস্থানের কথা মাথায় রেখেই চালু হয়েছে এই অভিনব ব্যাংক।

বাহবা! কি সুন্দর আইডিয়া!

আমাদের দেশে প্রতিদিন বাসায়-হোটেলে, বা কোন প্রোগ্রামে যে কি পরিমাণ খাবার নস্ট হয় তার ইয়ত্তা নেই। অথচ কত অভুক্ত মানুষ ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়!

আমরা কি ‘রোটি ব্যাংক’ এর মত এমন কিছু করতে পারি যেখানে অতিরিক্ত খাবারগুলো আমরা সবাই সেখানে জমা দিব। আর সেই খাবার বন্টন করা হবে অভুক্ত, অতি দরিদ্রদের মাঝে?

জানি আমাদের অনেক প্রবলেম। হয়ত দেখা যাবে একদল লোকই তৈরী হবে যারা শুধুমাত্র এখান থেকে খাবার নেবার আশায় কাজ-কম্ম ছেড়ে দিবে।

ছোট-খাটো সমস্যাগুলো না হয় মেনেই নিলাম। তবু এমন কিছু করা কি সম্ভব আমাদের দেশে???

আপনাদের কি মত???

মূল খবরঃ Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

আমি ব্লগার হইছি! বলেছেন: খুবই ভালো একটি উদ্যোগ। এবং অবশ্যই অনুকরণীয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

ইছামতির তী্রে বলেছেন: অবশ্যই অনুকরণীয় উদ্যোগ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: ছোট-খাটো সমস্যাগুলো না হয় মেনেই
নিলাম। তবু এমন কিছু করা কি সম্ভব
আমাদের দেশে???


আমাদের সমস্যা তো অনেক বেশি। উদ্যোগটা খুব সুন্দর ও ভাল। ভারতে এমন কিছু আছে - কল্পনার বাইরে।

আমাদের দেশে এইটা শুরু হলে প্রথমে চলবে। তারপর চাঁদাবাজদের দিয়ে শুরু হবে যন্ত্রণা। বলা যায় না, উদ্যোক্তা এটার জন্য যে জেলের ভাতও খাবে না।

মজার ইশকুল এর সাথেও এইরকম কিছুই ঘটলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

ইছামতির তী্রে বলেছেন: ভারতে কিন্তু এমন অনেক অনুপ্রেরণাদায়ক ঘটনা আছে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম একজন দীনহীন মহিলা মানুষের কাছে চেয়ে চিন্তে একটা আস্ত হাসপাতাল স্থাপন করে ফেলেছে। আমি তাজ্জব বনে গিয়েছিলাম।

আপনার পরের আশংকা অমূলক নয়। তবে এভাবে পিছিয়ে আসলেও কোন উপকার হবে না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

কল্লোল পথিক বলেছেন: ভালো একটি উদ্যোগ

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

ইছামতির তী্রে বলেছেন: হ্যা, খুব ভাল উদ্যোগ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.