নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

বাজপাখির জীবন ও আমরা

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

বাজপাখি (Falcon)। আমাদের দেশের বেশ পরিচিত এক ধরনের দিবাচর শিকারি পাখি। চোখা পাখা, চৌকো লেজ, খাঁজ কাটা ঠোঁট এদের বৈশিষ্ট্য। এক সময় মানুষ ছোট পাখি ও ছোটখাটো অন্য জন্তু শিকারের জন্য অনেকে বাজপাখি পুষত। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই চর্চা বেশ জনপ্রিয়। তারা এখনো বাজপাখি পোষে। কিছুদিন আগেও একটা সংবাদ বেরিয়েছিল, "৮০ টি বাজপাখি নিয়ে আকাশে উড়লেন এক সৌদি রাজপুত্র"।

Read more at: Click This Link



বাজপাখি দক্ষ শিকারী। অনেক উপরে উঠে চক্কর দিতে দিতে হঠাৎ ডানা ভাঁজ করে উড়ন্ত জলপিপি বা অন্য পাখিকে ছোঁ-মেরে ধরে। এদের গতি অত্যন্ত ক্ষিপ্র, শূন্যে ঘা মেরে শিকারকে কাবু করে এবং ছোঁ-মারার সময় গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) পর্যন্ত পৌঁছয়, যা পাখিদের মধ্যে দ্রুততম। এ ধরনের শিকারে যতদিন রাজা-বাদশাহরা আকৃষ্ট ছিলেন ততদিন এটি ছিল সর্বাধিক জনপ্রিয়।

তবে বাজপাখির জীবন প্রণালী কিন্তু খুবই চমকপ্রদ। বাজপাখি প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচবয়স চল্লিশ আসতেই তাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এ সময় তার শরীরের তিনটি প্রধানতম অঙ্গ দূর্বল হয়ে পড়ে।

১. থাবা (পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
২. ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়। ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।
৩. ডানা ভারী হয়ে যায়। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়ান সীমিত হয়ে যায়।

ফলস্বরুপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে। এমতাবস্থায় ওর কাছে তিনটে পথ খোলা থাকে।

১. আত্মহত্যা করা;
২. শকুনের মত মৃতদেহ খাওয়া শুরু করা এবং
৩. নিজকে পুনঃস্থাপিত করা।

বাজপাখি শেষ অবধি ৩য় পথটা বেছে নেয়। সে বাজপাখি একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে বাসা বাঁধে। আর শুরু করে নিজেকে নতুনরূপে উপস্থাপিত করা কস্টকর এক প্রচেষ্টা।

সে প্রথমে তার ঠোঁটটা পাথরে ক্রমাগত আঘাত করে ভেঙে ফেলে। কি ভয়ানক ব্যাপার! নিজের দাঁত গুতিতে গুতিয়ে ভেঙ্গে ফেললে কেমন লাগবে এটা ভাবতেই গা শিউড়ে উঠছে। সত্যি এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না। এমন করে সে এক সময় তার সমস্ত নখগুলোও উপড়ে ফেলে। এরপর তার অপেক্ষার পালা। একদিন সে অপেক্ষার শেষ হয়। নতুন করে তার নখ ও ঠোঁট গজায়।
নখ ও ঠোঁট গজালে বাজপাখি তার ডানার সমস্ত পালকগুলো ছিড়ে ফেলে। অচিন্ত্যনীয় ব্যাপার! নিজের উদোম গা নিয়ে, অসহ্য কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালকের। এভাবে ১৫০ দিনের অসহ্য যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতুন করে পায়। ফিরে পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা নিয়ে।
সত্যি-ই অবিশ্বাস্য এক কাহিনী!

বাজপাখির এই পুনর্জন্মের কাহিনীতে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। পথ চলতে চলতে মানুষ নানা দুঃখ-কস্ট, ব্যথা-বেদনায় পতিত হয়। কখনো কখনো বাস্তবতার বিষক্রিয়ায় অনেক মানুষ উদ্যোম ও কর্মশক্তি হারিয়ে ফেলে। বিশেষ করে মানুষের বয়স চল্লিশ পার হলেই তার অদম্য ইচ্ছাশক্তি, সক্রিয়তা ও কল্পনা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এজন্যই লোকে বলে, ‘চল্লিশেই চালশে’। মাত্র অর্ধজীবনেই আমাদের সকল উৎসাহ, আকাঙ্খা, শক্তি সবেই ভাটা পরে।

কিন্তু ‘চল্লিশেই চালশে’ হওয়া যাবে না। ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, পুরাতন গৌরব ফিরিয়ে আনার জন্য আমাদের বাজপাখির মত নতুন করে নিজেদের তৈরী করতে হবে। আমাদের আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে, অতীতের ভারাক্রান্ত মনকে সরিয়ে জীবনের বিবশতাকে কাটিয়ে ফেলতে হবে, বাজের ঠোঁট, ডানা আর থাঁবার মত। আমাদের জীবনের গান গাইতে হবে,

‘চুল পাকিলেই লোকে হয় না বুড়ো আসল প্রেমের বয়স এই তো শুরু। পচিশ গেল চল্লিশ গেল ষাট বছরে ফের যৌবন এলো’।

আমার বিশ্বাস, ১৫০ দিন দরকার হবে না, ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার আমরা পাবো নতুন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।

গল্পের নৈতিক শিক্ষাঃ নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!!

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

কৃতজ্ঞতায়ঃ সংগৃহীত আইডিয়া থেকে নিজের মত করে সাজিয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইনকারেজ করার মতো একটি গল্প।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

ইছামতির তী্রে বলেছেন: নিঃসন্দেহে।

আমি আজকেই গল্পটা পড়লাম। পড়ার সাথে সাথেই মনে হল লম্বা বিরতিকে বিদায় জানিয়ে নতুন উদ্যোমে ব্লগে ফিরে আসার জন্য এর চেয়ে ভাল উপায় আর হতে পারে না।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

নতুন বলেছেন: এটা একটা বানানো গল্প.... বাজপাখি এই রকমের কিছু করেনা।

কিন্তু মোটিভেটিং কাহিনি।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

ইছামতির তী্রে বলেছেন: তাই নাকি? আমি অবশ্য একটা ইউটিউব ভিডিওতে এটা দেখলাম। হতে পারে, আমি নিশ্চিত না।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

নতুন বলেছেন: Click This Link


নিচের সাইটে এই রকমের অনেক গুজবের উপরে বিশ্লেষনধমী` লেখা থাকে...
http://www.hoax-slayer.net/rebirth-eagle-hoax/

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ। তাহলে এটা একটা মিথ।

ধন্যবাদ লেখাটা শেয়ার দেয়ার জন্য।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার সংগে একমত।


ভালো থাকুন সবসময় সবখানে।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

ইছামতির তী্রে বলেছেন: একমত পোষণ করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনিও ভাল থাকুন নিরন্তর।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: বাজপাখির এই ব্যাপারটা জানি, আগেও পড়েছিলাম ফেইসবুকে।

হার মানা মানেই নিজের উপর আস্থা হারিয়ে ফেলা। যতক্ষন পারা যায় অন্তত চেষ্টা করা উচিত।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

ইছামতির তী্রে বলেছেন: আমিও ফেবুতেই প্রথম দেখি। কিন্তু #নতুন ভাইয়ের দেয়া একটা লিঙ্কে গিয়ে দেখলাম এটা একটা মিথ, বাস্তব নয়। তবুও এই গল্প থেকে যে প্রেরণা পাওয়া যায় তা ফেলনা নয়।

আপনি যা বলেছেন তার সাথে একমত। বিপদকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে আমাদের।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.