নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্য একটা ভিজিট বলা যেতে পারে। আমার সাইটে ঘুরে আসার অনুরোধ রইলো www.theshield.site90.com

মো: রিয়াজ উদ্দীন

নিজের মধ্যে থাকা একজন মানুষ

মো: রিয়াজ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

সমকামিতা ও আমরা মতামত।

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১০

সমকামীতা কি কোনো রোগ? বিকৃত ইচ্ছা? নাকি জীবনকে উজ্জাপনের নতুন পন্থা?

১। বিয়েকে যদি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে দেখা যায় তবে একটি হবে বংশ রক্ষার সীকৃত মাধ্যম। অপরটি নিষঙ্গতা ঘোচানোর, পারস্পরিক সহযোগীতার মাধ্যমে ভালো একটা জীবন পাওয়া। অথবা উভয়ই। এখানে ২য় টা যদি কেও প্রধান হিসাবে নেয় তবে তার জন্য বিপরীত লিঙ্গের প্রয়জন নেই। আকাঙ্ক্ষা থাকলেই সে সেম লিঙ্গের সাথে ফরমাল রিলেশনে যেতে চাইবে।

২। একটা নির্দিষ্ট সময় পরে সবাই বিয়ে করে এটাই সস্বাভাবিক। কনো লোক যখন সে তার সর্বনিম্ন প্রয়জন মেটাতে সক্ষম সে ওই একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে। কিন্তু যে লোক আরো বেশি ফিনানসিয়ালি সাবলম্বি, সে মাঝে মাঝে পরকিয়াও করে। তার উপরের লেভেলের কেউ সাহস করে একাধিক বিয়েও করে। কিন্তু এখন বিষয়টার আরো গভিরে গেলে দেখা যাবে ধনীর-দুলালীরা বিয়ে না কিরেই দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছে বিভিন্ন মেয়ের সাথে। এভাবে এক সময় তারা আরও ভিন্ন কিছুর স্বাধ পেতে চায়। এমন ভাবে শুখ পেতে চায় যা সাধারণ মানুষের নাগালের বায়রে! সো সমকামিতাই সেই ভিন্ন পন্থা।
সকল প্রান্তের সমকামীদের অবজারভ করলে যা দেখা যায় তারা বেশিরভাগই লিঙ্গ প্রতিবন্ধী নয়। তারা এলিট সমাজের স্বাভাবিক মানুষ। জীবনকে আনন্দের চুড়ান্ত অবস্থান দিতে তাদের এমন কর্ম।

এদেশে যারা এদের অধিকারের জন্য লাফালাফি করছে তাদের দেখে আমি "জাত গেলো জাত গেলো" বলে হাহাকার করবো না। শুধু হাসবো! কারন তারা সামান্য তম হলেও বিবেকের তাড়নায় এমন ঊশ্রিংখল হতে পারবেনা। লোভের বশে ফিরেও আসতে পারবেনা। শুধু গুটি কয়েক মানুষ এদের দেয়া দেয়ালের আড়ালে মজা লুটে যাবে।
তবে সবকিছুর পর আমার মনে হচ্ছে ইভটিজিং, যৈন হয়রানির মতো কোনো সমস্যা স্বিকৃত উপায়ে ধেয়ে আসছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.