![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
" Every good relationship, especially marriage, is based on respect. If it's not based on respect, nothing that appears to be good will last very long."
সাল ১৯৬৩...ভারতীয় কোন অভিনেত্রীর সর্বপ্রথম আন্তর্জাতিক অঙ্গনে সেরা অভিনেত্রী হিসেবে পুরষ্কার জিতে নেওয়ার সুখ্যাতি যে সিনেমা এনে দিয়েছিল তা "সাত পাকে বাঁধা"....Moscow film festival এ পুরষ্কার জিতে নেওয়া সেরা সেই অভিনেত্রী ছিল the legend itself...সুচিত্রা সেন....সাত পাক বা সপ্তপদী Hinduism এর বিয়ের রীতিতে এক অপরিহার্য অংশ যা বিবাহ বন্ধনে আবদ্ধ দুই জন মানুষের একে অপরের প্রতি কর্তব্য,দায়বদ্ধতা,সম্পর্কের মূল্যবোধের এক ritualistic portrayal...সাত পাকে বাঁধা according to Hindu culture "Seven important vows of life which might be followed by both the bride and the groom"....অর্চনা বসু শহরের উচ্চ সমাজ থেকে belong করে কিন্তু তার daily life আর দশটা সাধারণ মেয়ের মত...আভিজাত্য তার মধ্যে দম্ভ সৃষ্টি করা থেকে ব্যর্থ হয়...অপরদিকে শুভেন্দু দত্ত কলেজের প্রফেসর, কিছুটা arrogant স্বভাবের, আতিশয্য যার জন্য কল্পনাতীত...Co incidentally এই দুই বিপরীত মেরুর মানুষের পরিচয় হয় এক বাসের মধ্যে এবং আরও বেশি co incidence এর দরুণ তাদের বিবাহ হয়...এরপর শুরু হয় তাদের জীবনের roller coaster ride....Ego v/s Self esteem এর ফলে মানুষের জীবনের পরিস্থিতি কি দাঁড়ায়...?? সাত পাকে বাঁধা তার filmographic representation...যারা versatile genre এর মুভি দেখা পছন্দ করেন এবং classic মুভি যাদের কাছে "waste of time" লাগে না তারা দেখতে পারেন....কোন ধরনের পুতুপুতু মার্কা প্রেমিক প্রেমিকার গল্প নাই এতে....আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই সিনেমাটিতে সুচিত্রা সেন আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়শৈলী, সম্পর্কের এক অন্যরূপ তুলে ধরেছে যাতে রয়েছে ভালবাসার এক অব্যক্ত রূপ, সম্পর্কে সমঝোতার ব্যর্থতা এবং সর্বোপরি নিঃশেষের প্রতীক্ষা....
" সাত পাকে বাঁধা (1963)"
IMDB rating: 8.6/10
Cast: Suchitra sen, Soumitra Chatterjee, Pahari Sanyal, Chhaya Devi
Genre: Drama
You tube link: http://www.youtube.com/watch?v=zCSk4nPmIv
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
রিকি বলেছেন: এটা আমার একটা ফেসবুকের পোস্ট ছিল---অনেক আগের। প্রথম প্রথম পোস্ট দিতে মন করলে, ছোট বড় না দেখেই--- পোস্ট করে দিতাম। এই সিনেমা আমি দুইবার দেখেছি, আরও দশ পনের বার দেখলেও মনে হয় মন ভরবে না--- এত অসাধারণ লেগেছে, বিশেষত সুচিত্রা সেনের চরিত্রটা। আসলে যখন লিখেছিলাম, তখন একটা ব্লাইন্ড ধারণা নিয়ে লিখেছিলাম--- আশুতোষ মুখোপাধ্যায়ের একই নামের উপন্যাসটা পড়া ছিল না। এখন লিখলে এটাই তিন পেজ হত, ব্যাখ্যা অমুক তমুক দিয়ে !!!! পড়ার জন্য ধন্যবাদ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
সাহসী সন্তান বলেছেন: আপনার কমেন্টে লাইক না দিয়ে পারলাম না! কারন আসলেই আপনার কমেন্টটা খুব ভাল লেগেছে। তাছাড়া এই সিনেমাটাও আমার কাছে খুব প্রিয় একটা সিনেমা। আসলেই সিনেমাটার বিস্তারিত তুলে ধরতে গেলে সেটা অনেক লম্বা একটা পোস্ট হয়ে যায়। তবে তার পরেও অল্পের ভিতরে আপনি বেশ সাজিয়ে গুছিয়ে লিখতে পেরেছেন!!
শুভকামনা জানবেন!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০
রিকি বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
সাদী ফেরদৌস বলেছেন: যাক এটা দেখে ভালো লাগলো যে , এখনকার সময়ে তাও বাংলাদেশে কেউ সুচিত্রা কে নিয়ে লিখছে , তার অভিনীত ছবি নিয়ে ভাবছে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
রিকি বলেছেন: ভাইয়া আমি পুরাতন সিনেমা ঘুরিয়ে ফিরিয়ে দেখি, শুধু সুচিত্রা না আরও অনেকেরই। আগে সিনেমাগুলোর মধ্যে যে প্রাণটা ছিল, এখন প্রযুক্তি উন্নত হলেও সেই প্রানপাখিটা নাই। সুপ্রিয়া (মেঘে ঢাকা তারা)-- দাদা আমি বাঁচতে চাই---তার যে অভিনয়, এখন কাউকে দিলে সেটার মর্ম তুলে ধরতে পারবে???? চরিত্র বাদ দিলাম। তারা অভিনয় করত সাথে দর্শককে অনুভব করাতো। তারপর রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে তিন কন্যার সমাপ্তি অনেকবার অনেকে সিনেমা, নাটক অমুক তমুক বানিয়েছে--- কিন্তু মিনু পাগলীকে কেউ অপর্ণা সেনের মত রূপ দিতে পেরেছে কি?? এরপর ববিতা---অত্যন্ত প্রতিভাশালী একজন অভিনেত্রী---মিস লঙ্কা মার্কা সিনেমাতে তার পুরো সাড়ে সর্বনাশ করে দিয়েছে--- কিন্তু সেই ববিতার 'অশনি সংকেত'---সমালোচকদের মুখ সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে দিয়েছিল---মারাত্মক একটা সিনেমা। তো যেটা বলার জন্য এত কথা, ভাই বাঙালি সোনা ফেলে আঁচলে গিরু দিয়ে চলতে ভালবাসে। যাদের নিজস্ব সংস্কৃতি এত সমৃদ্ধ, তারা মালায়ালাম ধার নিতে যায় কেন, তামিলের রিমেক বানায় কেন--- পুরাতন আমলে যেখানে উল্টোটা ঘটত। আগেও কিন্তু মানুষ পাশ্চাত্য নির্ভর ছিল, এপার বাংলা ওপার বাংলা উভয়েই, কিন্তু নিজের সংস্কৃতির আলাদা জায়গাটাকে ধরে রাখত তারা নিজস্ব ধাঁচে, এখন কি করছে-- পিণ্ডিদান !!!!
আর যে ব্যাপার থেকে কথা উঠল, সুচিত্রা সেন--তার প্রত্যেক সিনেমাতে একটা দৃঢ় এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ের চরিত্র বেশি দেখবেন, ব্যক্তিগত জীবনে নিজেও যা ছিল। এখন কয়জন সেটা করে?? গ্লামার তাদের কাছে সেকেন্ডারি ছিল, অভিব্যক্তি মুখ্য---এখন গ্লামার মুখ্য হয়ে, অভিব্যক্তি চাঁদে চলে গেছে !!! সুচিত্রা সেন আর কেউ হাজার বছরেও হতে পারবে না--সুচিত্রা সুচিত্রাই---বিকল্প নাই তার। আমি নতুন বাংলা সিনেমা শুধু গল্প বা পরিচালক বা অভিনেতা অভিনেত্রী ভেদে দেখি এখন (বাণিজ্যিক তো বাদ)---সব সিনেমা দেখা হয়ে উঠে না, দেখতে ইচ্ছা করে না। ক্লাসিকের অবস্থান সবসময় শীর্ষেই থাকবে।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
জেন রসি বলেছেন: এই মুভিটা দেখা হয় নাই! মুভির নাম শুইনাই ভয় পাইছি!!!
ইংরেজি আর বাংলা শব্দের মিশ্রণ চমৎকার হয়েছে!!! মনে হচ্ছে শব্দগুলো সাত পাঁকে বাঁধা পড়ে গেছে!!!!!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
রিকি বলেছেন: এই মুভি কখনও না কখনও দেখাই লাগবে, নাম শুনে ভিমরি খান আর ভয় পান ---বলে দিলাম যান। নামে কিবা আসে যায়---কাহিনী মূল। আমি অনেক কিছুই লেখিনি। ফেসবুকের পোস্ট, এরকমই লিখতাম সেই সময়--যা মনে হত--- কাটিং মেরে !!!!
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
জেন রসি বলেছেন: ঠিক আছে! চোখ বন্ধ করে এই মুভি দেখে ফেলব!!!তবে এই মুভি কেন দেখতেই হবে এইটা বুঝলাম না!!ইদানীং মুভির মধ্যে ভীন গ্রহের এলিয়েন কিংবা এই গ্রহের এলিয়েন টাইপ চরিত্র না থাকলে মুভি দেইখা মজা পাইনা!!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০
রিকি বলেছেন: সেটা বলা যাবেনা। এটা একটা সেই রকম মাপের সিনেমা---এত নাম তো ভাই এমনি পায়নি। আছে নিশ্চয় বিশেষত্ব।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫
জেন রসি বলেছেন: আপনি কাহিনী বইলা দেন। নাহলে এই মুভির একটা ডার্মি.....কি যেন বলেছেন ওইটা করে দেন!!!!মুভির হাড্ডি আর চামড়া দিয়া মমি বানাইয়া ফেলেন!!!মমি দেখলেই মুভি দেখা হয়ে যাবে!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭
রিকি বলেছেন:
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: এই মুভি কখনও না কখনও দেখাই লাগবে, নাম শুনে ভিমরি খান আর ভয় পান ---বলে দিলাম যান।
-রিকি আপু ব্লগিং ছাইড়া আবার ভবিষ্যৎ বানী করা শুরু করলেন কবের থেকে??
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪
রিকি বলেছেন: ভবিষ্যৎ বাণীর হল কি হ্যাঁ?? দেখেন যদি না দেখেছে তো কিছু বলেছি ।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
সাহসী সন্তান বলেছেন: আহারে আমার ভবিষ্যদ্বক্তা............!! দেখা যাক জেন ভাই কি বলেন! তবে আপনার কথা মত যদি উনি ঐ ছবি দেখেন তাইলে আর আমি কি বলছি........!!
যদিও বা দেখেন সেটা ঐ নাম দেখেই দেখবেন, আপনার ভবিষ্যৎ বানীর জন্য নয়!!
আপনার জন্য একটা মজার পোস্টঃ- Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
রিকি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
সাহসী সন্তান বলেছেন: এই পোস্টে আমিই একমাত্র মন্তব্যকারী!! অনেক কষ্ট হইছে খুঁজে বের করতে!! যাহোক ছবিটা আসলেই খুব সুন্দর ছিল। কতবার যে দেখেছি এই সিনেমা তার কোন হিসাব নেই। এই সিনেমায় সূচিত্রাসেনের কিছু ডায়ালোগ মনে হয় আজও কানে বাঁজে।
একটু কষ্ট হইলেও পড়তে বেশ আনন্দই লাগছে!! তবে ধন্যবাদ দেবো না, কারন লেখাটা এতটাই ছোটযে তৃপ্তি পায়নি!