![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
" If you hang out with chickens, you're going to cluck and if you hang out with eagles, you're going to fly. You become responsible, forever, for what you have tamed."
গত বছর পেপারে মাঝে একটা খবর বেরিয়েছিল "দেব এসেছে বাংলাদেশে বুনোহাঁস সিনেমার শ্যুটিং করতে...সিনেমার কিছু অংশ ঢাকাতে শ্যুটিং হবে...দেবের অন্য ধাঁচের সিনেমা হিসেবে ধরা হচ্ছে একে...গল্প বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের "...বুনোহাঁসের সাথে প্রথম পরিচয় এভাবেই...অবশেষে গতকাল দেখলাম...গল্পের মূল চরিত্র অমল কুমার বিশ্বাস...সাদাসিধে,সরল এবং একই সাথে বিশ্বস্ত ছেলেটিকে প্রথমে একটি শপিং মলে সিকিউরিটি গার্ডের চরিত্রে দেখা যায়...এভাবে একদিন তার বন্ধু রবিনের সাথে কলেজ জীবনের পর তার পুনরায় শপিং মলে দেখা হয়...রবিন তাকে প্রস্তাব দেয় এরকম সস্তা দরের শপিং মলের চাকরি ছেড়ে দিলে সে অমলের ধূসর জীবনে কিছুটা চাকচিক্যের রঙের ব্যবস্থা করে দিতে পারবে...একটা নতুন ধরনের কাজ যোগাড় করে দিতে পারবে...রবিন তাকে নিয়ে যায় তার ম্যাডামের কাছে...ম্যাডাম তাকে ছোট খাট কিছু প্রশ্ন জিজ্ঞেস করার পর তার কাছে জানতে চায় তার পাসপোর্ট আছে কিনা এবং কাজের প্রয়োজনে সে বিদেশে যেতে পারবে কিনা...কাজের কোন বিবরণ না থাকার পরেও অমল তার নিজের আর্থিক টানাপোড়েন, পরিবারের দৈন্যদশার কথা ভেবে এই প্রস্তাবে রাজি হয়ে যায়...এরপর শুরু হয় তার জীবনের দ্বি ঘাত সমীকরণের একটি অংক...একদিকে তার পরিবার ও সোহাগ এবং অপর পার্শ্বে অর্থ সংস্থানের এক অন্ধকার রাস্তা...কি ঘটে অমলের সাথে? তার এই নতুন চাকরিটি কোন পর্যায়ে নিয়ে যায় তাকে? দেব এর সিনেমা দেখতে ইচ্ছা করে না--- কারণ পাগলু ,রংবাজ মার্কা সিনেমা কোন না কোন তামিল সিনেমার বস্তাপচা রিমেক নাহলে হাস্যকর ধরনের ডাউনমার্কেট প্লটনির্ভর হয়....কিন্তু এই সিনেমা দেখে প্রথমবার মনে হল "দেব লে পাগলু ড্যান্স ছাড়াও কোন সিনেমাতে সিরিয়াস কোন চরিত্রে কিছুটা খাপ খাইয়ে যেতে পারে...সে ক্যালানো বাদে কিছুটা সিরিয়াস আউটপুট ও দিতে পারে...ছেলে mature হচ্ছে "...অমল যা কখনও ময়লার সংস্পর্শে আসে না চরিত্রকে ভালোভাবে portray করার চেষ্টা করেছে...বুনোহাঁসের নাম ডাক শোনার পরও দেখেছিলাম না দেবের কারণে...কিন্তু সিনেমাটা দেখার পর মতামত পাল্টিয়েছে.. ...অনুরণন,অন্তহীন খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী polished stone বানিয়েছে প্রত্যেক চরিত্রকেই....সমরেশ মজুমদারের বুনোহাঁস উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরী এবং সত্যিই এক পাতিহাঁসের বুনোহাঁসে পরিণত হওয়ার গল্প আছে এতে....!!
"বুনোহাঁস 2014 (The Wild Goose)"
IMDB rating: 6.4/10
Genre: Thriller/Mystery/Drama
Cast: Dev,Tanusree,Srabonti Chatterjee Biswas,Moon moon Sen,Arindam Shil,Sudipta Mukherjee,Shankar.
You tube Link: https://www.youtube.com/watch?v=OpaRZizrVJs
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
রিকি বলেছেন: পোস্টটা ভাল করে পড়লে বুঝতে পারতেন ভাই দেবের কত ডাই হার্ট ফ্যান আমি...!! তবে এই মুভিতে সে তার যথাসাধ্য চেষ্টা করেছে...A good craftman knows how to make and what to make from a shapeless raw material...ভাল পরিচালকের হাতে পড়লে দেবের মত ফুং ফাং নায়ক ভাল output দিতে পারে...বুনোহাঁস তার প্রমাণ.
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪
আলোরিকা বলেছেন: ছেলেবেলায় আমার প্রিয় গল্পের তালিকায় ছিল-'কুৎসিত হাঁসের ছানা' গল্পটি...মনেপড়ে হাঁসের ছানার দুঃখে সে কি কান্না আমার!!!...আজ আপনার '....সত্যিই এক পাতিহাঁসের বুনোহাঁসে পরিণত হওয়ার গল্প আছে এতে....!!' লাইনটি পড়ে মনেপড়ে গেল সে স্মৃতি....আপনার রিভিউটি অনেক মজার হয়েছে...অনেক হাসলাম...মুভিটা দেখব....শুভকামনা...
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
রিকি বলেছেন: আপু এই মুভির title দেখে আমার Daffy duck এর চেহারা কাজ কারবার মনে পড়ে গিয়েছিল! পাতিহাঁসের বুনোহাঁস হওয়ার গল্প আছে এতে লেখার মুখ্য কারণ মুভিটা দেখলে বুঝতে পারবেন বলে আশা রাখছি....আর অনেক দিন পর কুত্ সিত হাঁসের ছানা গল্পটা মনে করিয়ে দেওয়ার জন্য many many thanks...হাঁসের বাচ্চাটাকে মনে পড়ে গেল
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে রিভিউ ।মুভিটা দেখা হয়নি ।
শুভেচ্ছা ...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯
রিকি বলেছেন: সিনেমাটা দেখবেন. ভাল লাগবে আশা করি। ফিডব্যাকের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২
সুপ্ত আহমেদ বলেছেন: বুঝলাম যে আপনি দেবের ভক্তু অনুরাগী