![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
“Everyone wants happiness; nobody wants to suffer. Many problems around us are a mental projection of certain negative or unpleasant things. If we analyze our own mental attitude, we may find it quite unbearable. Evil habits, in which men indulge, are the chief cause of disease in the physical as well as the mental state.”
একটা প্রবাদ রয়েছে “মানুষের মন কুমোরের চাক, পলকে ঘুরে আঠারো পাক”... মানুষের মন পৃথিবীর সব থেকে দুর্বোধ্য জিনিস হিসেবে ধরা হয়ে থাকে... আর মানুষের এই দুর্বোধ্য মনের দুর্বোধ্যতম বিষয় গুলোর উপর আলোকপাত করার জন্য thriller genre এর একটি sub genre রয়েছে... যাকে আমরা Psychological thriller বলে থাকি... আজকের পোস্ট দুইটি ভিন্ন দেশের কম খ্যাত Psychological thriller নিয়ে...রেটিং কম দুটোরই। কিন্তু প্লট, গল্প, থ্রিল অসাধারণ...হতাশ করবে না আশা রাখছি।
প্রথম মুভিঃ
"Chained (2012) "
IMDB rating: 6.4/10
Genre: Thriller/Horror
Cast:Vincent D'Onofrio, Eamon Farren, Conor Leslie.
Country of Origin: Canada
You tube Link: https://www.youtube.com/watch?v=TCvaVg82Uuk
"The art of pleasing is the art of deception.The greatest deception men suffer is from their own."
নয় বছর বয়সী Tim আর তার মা সিনেমা থিয়েটার থেকে বাড়ি ফেরার জন্য ট্যাক্সিতে উঠে.....ট্যাক্সিতে উঠার কিছু সময় পরে তারা বুঝতে পারে তারা কোন স্বাভাবিক মানুষের সান্নিধ্যে পড়েনি.....ট্যাক্সি ড্রাইভার তাদের বাড়ির পথে না নিয়ে, জনমানবহীন এক জায়গায় নিয়ে যায়....Tim এর চোখের সামনে থেকে তার মাকে চিরকালের জন্য নিয়ে যাওয়া হয়...সিরিয়াল কিলার এই ট্যাক্সি ড্রাইভার তাকে ধর্ষণের পর হত্যা করে এবং Tim কে তার বাসায় পরিচারকের কাজ করার জন্য রেখে দেয়....Tim এর নাম দেয় সে "Rabbit"। Tim একদিন পালানোর চেষ্টা করাতে তার পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়....ট্যাক্সি ড্রাইভার লোকটির বাসায় থাকাকালীন সে বুঝে ফেলে লোকটি একজন psychopath..প্রতিদিন তার চোখের সামনে একের পর এক মেয়েকে সে ধরে আনে এবং একই উপায়ে হত্যা করে.....এখানে Tim aka Rabbit বড় হতে থাকে...এবং একদিন সে জানতে পারে লোকটির আসল পরিচয়। কে এই খুনী ? Tim আর তার মা কি দৈবিক ভাবে তার হাতে পড়ে না এর পিছনে রয়েছে এক গভীর রহস্যঘেরা ষড়যন্ত্র? Tim এর কি অবস্থা দাঁড়ায় শেষ পর্যন্ত?? কানাডিয়ান এই psychological thriller শেষ মূহুর্তে সেরকম একটা twist দিয়েছে....
দ্বিতীয় মুভিঃ
Exam (2009)
IMDB rating: 6.9/10
Genre: Mystery/Thriller
Cast: Adar Beck,Chris Carey,Gemma Chan,Nathalie Cox,John Lloyd Fillingham,Chuk Iwuji ,Luke Mably,Pollyanna McIntosh,Jimi Mistry,Colin Salmon.
Country of Origin: United Kingdom
You Tube Link: https://www.youtube.com/watch?v=XnitnSMhvuQ
"A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the opportunity in every difficulty."
পরীক্ষা....এই শব্দটি শুনলে আমাদের প্রত্যেকের মধ্যে positive এর তুলনায় negative ধারণা আসে বেশি...কিন্তু প্রতিনিয়ত এই একটা জিনিসের সম্মুখীন আমাদের বিভিন্ন পরিস্থিতিতে হতে হয়ই....we human being are bound to give it...৮ জন ভিন্ন গোষ্ঠীর মানুষ (৪জন মেয়ে...৪ জন ছেলে) একটা mysterious organization এ high profile corporate career পেতে পরীক্ষা দিতে আসে.....পরীক্ষার রুমে থাকে ৮ জনের জন্য ৮ টি চেয়ার টেবিল Candidate 1-8 উল্লেখিত ৮ টি সাদা কাগজ আর পেন্সিল....নিয়ম ৩ টি এই অদ্ভুতুড়ে এবং রহস্যেঘেরা পরীক্ষার...প্রথম নিয়ম-- পরীক্ষা চলাকালীন সময়ে কেউ বাইরে যেতে চাইলে তাকে একেবারে পরীক্ষা দাওয়া থেকে বিরত করা হবে, দ্বিতীয় নিয়ম-- তারা কেউ কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে না বা কোন কিছু বলতে পারবে না এবং তৃতীয় নিয়ম--- তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন খুঁজে বের করে উত্তর করে যেতে হবে....তাদের ৮০ মিনিট সর্বসাকুল্যে দেয়া হয় যাতে তারা এক রহস্যময় প্রশ্নের সমাধানে পৌঁছাতে পারে....কিন্তু ৮ জনের মধ্যে টিকবে শুধু একজন lucky one...কি সেই প্রশ্ন, কি ই বা তার উত্তর....কে টিকে থাকতে পারে শেষ পর্যন্ত??? বাঘবন্দী খেলার এই মুভিকে critics রা Thriller genre এর Jean Paul Satre র প্লটের প্রোটোটাইপ মুভি হিসেবে মতামত দিয়েছেন...রেটিং কম হলেও, এই মুভি খুব একটা হতাশ করার category তে পড়বে না....Mystery itself is being buried in a different pattern...
Happy Movie Watching
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
রিকি বলেছেন: পোস্ট লেখার সার্থকতা তখনই হয় যখন আপনাদের ফিডব্যাক পাই...অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য
"মানুষের মন কুমোরের চাক, পলকে ঘুরে আঠারো পাক" কথাটা ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে শুনে এসেছি...এখনও ভুল বললে সংশোধন করে দেয়! ভালো থাকবেন দাদা
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
হাসান মাহবুব বলেছেন: এক্সাম দেখসি। দারুণ। চেইনড এর রিভিউ পড়ে দেখতে ইচ্ছা করছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩
রিকি বলেছেন: Exam এবং Chained এই মুভিগুলো আমি কমপক্ষে ১.৫ বছর ধরে ল্যাপটপে রেখে দিয়েছিলাম,দেখব পরে, কি না কি সিনেমা...কিন্তু যখন দেখলাম ভাই মাথার পুরো ঘুরে গেল...অথচ IMDB তে রেটিং এত কম আমি শকড হয়েছিলাম! রেটিং দেখে এই সিনেমা দুইটাকে judge করতে গেলে পুরো পাগল হতে হবে...Chained মুভিটাতে একটা সেইরকমমম মাপের twist আছে...দেখার request থাকল
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮
যোগী বলেছেন:
দেখবো প্রিয়তে নিয়ে রাখলাম+
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯
রিকি বলেছেন: ধন্যবাদ ভাই....দেখবেন মুভি দুইটা...Chained এ শেষে কিছুটা অবাক হবেন "Is it true" প্রশ্ন আসবে মাথাতে আর Exam এর character synchronization এবং finishing দেখে মজা পাবেন...ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
দীপংকর চন্দ বলেছেন: সুন্দর উপস্থাপন!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
“মানুষের মন কুমোরের চাক, পলকে ঘুরে আঠারো পাক”