নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ— জার্মান ভাষার মুভি “The White Ribbon- A German Children's Story(2009)”---- সত্যি কি ঈশ্বর সৃষ্ট কোন বর্ণ, বর্ণচোরা মানুষের আসল রঙ ব্যাখ্যা করতে পারে... what is the actual color of a camouflage !!!!!????!!!! /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫







“Innocence is the weakest defense. Innocence has a single voice that can only say over and over again, "I didn't do it." Guilt has a thousand voices, all of them lies. No security of mind is so salutary as that of innocence: guilt, however confident, has inexorable fears.”



বিশিষ্ট কবি হেলাল হাফিজের একটি কবিতা দিয়ে আজকের রিভিউ শুরু করব...

" আগুন আর কতোটুকু পোড়ে ?

সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,

মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।



আগুন পোড়ালে তবু কিছু রাখে

কিছু থাকে,

হোক না তা শ্যামল রঙ ছাই,

মানুষে পোড়ালে আর কিছুই রাখে না

কিচ্ছু থাকে না,

খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই। "






মানুষ যখন ছোট থাকে তখন সে পৃথিবীর কলুষতা থেকে কিছুটা হলেও মুক্ত থাকে... আস্তে আস্তে যখন বড় হয়, সে পৃথিবীর সুন্দর বাস্তবতাগুলোর সাথে সাথে মুখোমুখি হয় কিছু ঘৃণ্য বাস্তবতারও !! প্রথম বিশ্বযুদ্ধের কিছু আগের ঘটনা... এখন মানুষ যেমন পুঁজিবাদী, ক্ষমতাবান সমাজের কাছে জিম্মি...সেই সময়ে নিম্ন সমাজের মানুষ জিম্মি থাকত উচ্চ সমাজের মানুষের কাছে... মানুষকে মাপার মাপকাঠি ছিল প্রতিপত্তি, ঐশ্বর্য... সিনেমার প্রেক্ষাপট সেই সময়ের... Eichwald , Germany র একটা ছোট গ্রাম্য এলাকা, যে জায়গার হর্তা কর্তা বিধাতা তিনটি মানুষ—গ্রামের জমিদার, ডাক্তার এবং স্থানীয় ধর্মযাজক !!! সিনেমার শুরুতে ডাক্তারের সাথে এক দুর্ঘটনা ঘটে , ঘোড়াতে করে আসার সময় সে উল্টে পড়ে আহত হয়... ব্যাপারটি তদন্ত করতে গেলে দেখা যায় ... তার আসার রাস্তায় দুই পাশের দুই গাছে ফিতা জাতীয় কোন জিনিস আটকিয়ে রেখেছিল কেউ বা কারা... যাতে সে ফিতা জাতীয় জিনিসটির সাথে বাঁধা খেয়ে দুর্ঘটনার শিকার হয়!!! ডাক্তার এর অনুপস্থিতিতে তার দুই ছেলে মেয়ে... Anna এবং Rudolf এর দেখাশোনা করে Midwife... যে সময়ে অসময়ে ডাক্তারের পরিবারের পাশে থাকতে অভ্যস্ত !! কিছুদিন যেতে না যেতে গ্রামটিতে আরেকটি ঘটনা ঘটে, এবার ঘটনার শিকার গ্রামের এক সাধারণ কৃষকের স্ত্রী ... কাঠের মিলে কাজ করার সময় সে সেই মিলের এক জায়গার পচা কাঠের জায়গা ভেঙ্গে পড়ে যায় এবং মারা যায়...!! এরপর কিছুদিন গ্রামে স্বাভাবিক পরিবেশ থাকলেও আরেকটি দুর্ঘটনা ঘটে গ্রামের জমিদার (Baron) এর একমাত্র ছেলে Rigi র সাথে... সে harvest festival এর দিন উধাও হয়ে যায় এবং পরের দিন তাকে সেই কাঠের মিলের আশে পাশের জায়গায় বাঁধা এবং নির্যাতিত অবস্থায় পাওয়া যায়... এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকে ঐ গ্রামে!!! গ্রামের স্কুল টিচার গ্রামে কিছু অসংলগ্ন পরিবেশের আভাস পায় এবং সে নিজ দায়িত্বে সব ঘটনা খতিয়ে দেখতে গিয়ে খেয়াল করে, গ্রামটির ছেলে, মেয়ে, বুড়ো-- বয়স নির্বিশেষে সবাই কিছুটা অস্বাভাবিক এবং রহস্যময় চরিত্রের... এবং প্রত্যেক দুর্ঘটনার জায়গায় সে দুর্ঘটনা ঘটার কিছু সময় পর গ্রামের কিছু বাচ্চাকে ঐ স্থানে দৈবিক ভাবে দেখা যায়...এদের মধ্যে ধর্মযাজকের মেয়ে Klara এবং ছেলে Martin অন্যতম... তাদের সাথে কখনও কখনও Anna কেও পাওয়া যায়!!! কি রহস্য লুকিয়ে রয়েছে মানুষগুলোর জীবনে?? কেন তারা একের পর এক প্রতিহিংসার শিকার হতে থাকে??? জার্মান এই সিনেমা স্কুল টিচারটির তার জীবনের এক অব্যক্ত গল্প হিসেবে শুরু হয়... এতে রয়েছে সামাজিক এবং ধর্মীয় গোঁড়ামির চিত্র, প্রত্তিপত্তির আড়ালের ফাঁপা জীবনের গল্প, প্রতিহিংসা, ক্ষোভের বহিঃপ্রকাশ আর সর্বোপরি মানব চরিত্রের এক গুপ্ত এবং ঘৃণ্য রূপ!! সিনেমাটি ২০০৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে Palme d’Or জিতে নিয়েছিল... এবং ৮২ তম অস্কারে জার্মানদের তরফ থেকে Best Foreign Language Film category তে এবং Best Cinematography তে nomination পেয়েছিল... সাথে এর ঝুলিতে Golden Globe Award ও রয়েছে... সাদা বর্ণের ফিতা বা White Ribbon is the representation of peace, innocence moreover purity…. জার্মান noir category র সিনেমাটিতে এক জায়গাতে ধর্মযাজক তার ছেলের ছোট অপরাধের দরুন তার হাতে এই সাদা রঙের ফিতা বাঁধতে বাঁধতে বারবার তাকে নিস্পাপ এবং নিষ্কলুষ হওয়ার বাণী চিরন্তনী দেয়... কিন্তু সিনেমা দেখলে নির্বাক হয়ে যেতে হয়...আমাদের সমাজ ব্যবস্থা কতটা ঘুণে ধরা!!













"The White Ribbon-A German Children's Story 2009 (Das weiße Band - Eine deutsche Kindergeschichte)”



IMDB rating: 7.8/10

Genre: Drama/Mystery

Cast: Christian Friedel, Ernst Jacobi, Leonie Benesch |

You tube link(trailer) : https://www.youtube.com/watch?v=BE_ByB2ocVk









Happy Movie Watching....... :) :) :) :) :)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: আমার খুব প্রিয় একটা ছবি। তবে দুর্ভাগ্যের ব্যাপার হলো সে বছর সেরা বিদেশী ছবির তালিকায় আর্জেন্টাইন ছবি The secret in their eyes ছিলো। তাই এই অসামান্য ছবিটির অপ্রাপ্তি মেনে নিতে হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

রিকি বলেছেন: সিনেমাটা দেখা শেষ করার পর আধা ঘন্টা বসে ভেবেছিলাম এটা কি দেখলাম মুভি না কোন নিখুঁত আর্ট...কিছু আর্টিস্ট এর পেন্সিল স্কেচ দেখেছি যারা সামান্য পেন্সিলের ছোঁয়াতে,tone variation এ একটা সামান্য থেকে সামান্যতম জিনিসের প্রাণ ফুটিয়ে তুলতে পারে...details বলা হয়ে থাকে যাকে...এবং কোন color এর আভা ছাড়াই এই details অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলে তারা...এই মুভিটাও ঠিক তাই...২ -৪ টা সেই রকম artistic stroke এ মুভিটা যা বানিয়েছে...এক কথায় অসাধারণ. :) রিভিউ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ থাকল :) :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অসাধারণ একটি মুভি ৷ রিভিউ ভাল লাগলো ৷

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

রিকি বলেছেন: ধন্যবাদ :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.