নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনারা আসে চুপিসারে...

রিদওয়ানুল মসরুর

শিক্ষাচিন্তানবীশ

রিদওয়ানুল মসরুর › বিস্তারিত পোস্টঃ

জ়্বালাময়ী প্রেম (একটু জ্বালা করে, বেশি নয়)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

একজন ব্যাচেলরের জন্য ঘর গোছানো যেমন খুবই কঠিন কাজ, তেমনি বিবাহিত মানুষের জন্য মশারি টাঙানো। বিয়ের আগে কিংবা পরে, সকলেরই সবসময় মনে হয় - শালার জীবনে কোন সুখ নাই; কবে যে শেষ হবে এই দুর্দিন। সুদিন বড়ই ছলনাময়ী; আসে তো আসে না; ধরা দেয় তো দেয় না। সুদিন ধরা না দিলেও, ধরা দেয় মশা। ঢাকার নাগরিক জীবনে আপনি যতই কুতসিতদর্শন বেকার হন না কেন, নারী মশাদের সাথে আপনার প্রেম এবং নিয়মিত ডেট অনিবার্য। এই ডেট ছেলেদের জন্য বড়ই উপাদেয়; চাইনিজ-এর বিল নেই, নেই অনর্থক ঘ্যান ঘ্যনানি...শুধু হালকা একটু রাগ সঙ্গীত আর কয়েক ফোঁটা রক্তের ওপর দিয়েই যায় যত ঝড়-ঝাপটা। মশার সাথেইর এই প্রেম সরাসরি ফ্রয়েডীয় দর্শন মেনে না চললেও কোন সমস্যা নেই। এই প্রেম অবিরত, চিরন্তন নদীর মত; বিশাল উদার আকাশের মত। শত চেষ্টাতেও আপনি এই প্রেম থেকে দূরে থাকতে পারবেন না। এ প্রেম, সুউচ্চ দৃঢ় পাহাড়ের মত। শত বছরেও এর বিশালত্ব কমে না। আসুন, এ প্রেমে সফল হই; বর্জন করি সকল কয়েল, মশারি, ওডোমাস।

(মূল লেখাঃ http://goo.gl/FLaRvX )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.