![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল লেখাঃ http://goo.gl/LY6PG6
ভোরবেলা অফিসে যাবার জন্য বের হয়েই দেখি আকাশ কালো করে রেখেছে বৃষ্টিভরা মেঘেদের দল। আবেগটাকে আর কন্ট্রোল করতে পারি নি। ভরা রাস্তায় মেঘের দিকে ছুঁড়ে দিলাম একশ উড়ন্ত চুম্বন। নিখাদ লজ্জা পেলো মেঘ; আমি নিজের অন্তর দিয়ে দেখলাম। ভালোবাসাটুকু মেখে গেলো মেঘেদের তুলোর মত নরম শরীরে। কি অদ্ভুত এক শিহরণ; কি রোমাঞ্চকর রোমান্স। ভালোবাসা বুঝি এমনই হয়- যেমন বায়েজিদের সৃজনশীল কর্ম প্রেম, নাহরিনের বৃক্ষ প্রেম, আনামের অণুলেখা প্রেম। মেঘের প্রতি আমার দরদ কোন অংশেই জামী ভাইয়ের ছোট ভাই-বোন প্রীতির চেয়ে কম নয়; কম নয় স্পোর্টি মুনের স্পোর্টস প্রেমের চেয়ে। মাশুক যেমন ভালোবাসে তার ক্যামেরা আর ফ্রেমিং; সোম যেমন ভালোবাসে তার সাইকেল- আজ সকালে আমি ঠিক তেমন প্রগাঢ় করেই ভালবেসেছি মেঘেদূতকে। আর সে ভালোবাসায় সিক্ত মেঘেদের দল, ব্যাস্ত এলিয় শ্রাবণের মত করেই শ্রাবণের ক্ষণবার্তা নিয়ে ছুটে বেড়াচ্ছিলো আকাশের এ কিনার থেকে ও কিনার। আমার উড়ন্ত চুম্বনে, গভীরতম ভালোবাসায়- মেঘ আর নিজেকে ধরে রাখতে পারেনি। দীর্ঘ দশকের সংগ্রামক্লান্ত প্রেয়সী যেমন বিয়ের রাতে প্রেমিকের বুকে মাথা রেখে হু হু করে সুখের কান্নায় বুক ভাসায়; তেমনি মেঘ আমার গভীরতম ভালোবাসায় বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে। নিজের বুকের ওপর প্রেয়সীর কান্না যে কত ভালো লাগে- কি করে বোঝাই!
বৃষ্টি বসে বসে দেখছি আর রাজ্যের যত সাহিত্য আর কবিতা মাথায় আসছে। একের পর একটা লাইন, শব্দের সমাবেশ অন্তরটাকে ঠিক নাড়া দিয়ে যাচ্ছে। এ যেন প্রথম দেখায় প্রেমে পড়া মেয়েটার কাজল কালো চোখ; আহা কি মধুর। রবীন্দ্রনাথের সময় নিশ্চয় অনেক বৃষ্টি হত; সেজন্যই বোধকরি রবীন্দ্র-মন এতটা উর্বর ছিল। কি সুধাই না তিনি লিখে গিয়েছেন। দেশের আনাচে কানাচে যদি এখনও অতটা বৃষ্টি হত; দেশে হয়ত অনেক বড় বড় সাহিত্যিকের জন্ম হত। নাহ, এই সব নিয়ে ভাববো না আজ। আজ শুধু প্রেম; মেঘের সাথে বৃষ্টির হাত ধরে হারিয়ে যাবো সেই সদূরে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
আমিনুর রহমান বলেছেন:
আরো বৃষ্টি আর আপনি আরো লিখুন +++
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কি সুন্দর করে বর্ননা করলেন। উফ! অনেক ভাল লাগলো পড়ে।