![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়াবা খেয়ে সারারাত নামাজ পরলেও আল্লাহ্- কে সন্তুষ্ট করা যায় না। তেমনি চাঁদে চাঁদে হজ্জ্ব ওমরাহ্ আদায় করে চাকচিক্যময় ইফতার পার্টিতে পুরুষদের সাথে কোলাকোলি করে লোকের বাহবা পেলেও আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়। আজকাল পর্দার নামে যে বেহায়াপনা চলছে তাতে কে মদদ দিয়েছে তা আমি জানি না। তবে এটা যে ইবলিশ ঘোষিত যুদ্ধে, শয়তানের একটা অস্ত্র এতে কোন সন্দেহ নেই। আল্লাহ সোবহান আল্লাহ তা’আলা বলেন,
“ আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।” (সূরা আল-আহযাব, আয়াতঃ-৩৩)
এ আয়াত দ্বারা আল্লাহ্ সোবহান আল্লাহ্ তা’আলা নারীদের সর্বদা পর্দার মধ্যে নিজ গৃহে অবস্থান করতে নির্দেশ দিয়েছেন। আর আজকের সমাজের কিছু আধুনিক নামধারী ব্যাভিচারী নারী চাকচিক্যময় শর্ট বোরকা ফ্যাশনে মগ্ন হয়ে শয়তানের সাথে জিনা করছে। অবৈধ প্রেম করতে গিয়ে নিজেকে আড়াল কারার জন্য বোরকা পরছে। আর অমুসলিমরা এ সুযোগে মুসলিমদের নামে কুৎসা রটাচ্ছে।
শুনেছি ফিলিস্তিনি নারীরা রাত্রেেও হেজাপ পরে ঘুমায়, মৃত্যুর পর তাদের যেন কেউ বেপর্দায় না দেখে সেজন্য। কাজেই আমি ফিলিস্তিনিদের ভালবাসি। আর আল-হাদীসের ভাষ্য অনুযায়ী আমি ফিলিস্তিনি জাতির অন্তভুক্ত। আমি মন থেকে হামাসের সৈন্য, ইসরাইলের শত্রু। যারা আল্লাহ-র এবং মুহাম্মদ (সঃ) এর শত্রু, তারা আমার শত্রু। আর এই শত্রুতা এবং বন্ধুত্ব নিয়েই আমি মরতে চাই। আমিন।
©somewhere in net ltd.