![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক পাপ করেছ
এবার থাম,
আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি!
ওপাশ থেকে
কান্নার আওয়াজ শোনা যায়,
ক্ষমা চাই!আমি ক্ষমা চাই!
আমাকে তোমারা শাস্তি দিয়ে নিস্তেজ করে ফেল!
কুকুরের মত তেড়ে আসে হায়নারা
বন্দি করে বিদ্রোহীকে
ছুড়ির আঘাতে ছারখার হয় সর্বশেষ ক্ষমাপ্রার্থী পাপী!
রক্তবৃষ্টি আরম্ভ হয়
রক্তবৃষ্টি থেমে যায়
নগ্নতার পদতলে লুটিয়ে পরে
সর্বশেষ বস্ত্র পরিহিত লোকটি!
২৯.০৬.২০১৪ ঈসায়ী|
©somewhere in net ltd.