নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১। যোগাযোগ ও মিডিয়া \n২। ফিল্ম ও ফটোগ্রাফি\n৩। ধর্ম \n

মো. রবিউল ইসলাম

ঢাকা

মো. রবিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১:২০



পৃথিবীর অন্য কোন দেশে সাংবাদিকরা তাদের পেশাকে হীন মনে করেনা। যতটা আমাদের দেশের সাংবাদিকরা করেন। সাংবাদিকতা ও কিন্তু একটা মহৎ পেশা। একে হীন ভাবলে চলবেনা। নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে দেখিয়ে দিতে হবে যে, তাদের জন্মই হয়েছে সত্য প্রচার ও প্রকাশের জন্য ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:০৬

ওমেরা বলেছেন: জী কথা সত্য !!

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

মো. রবিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ !

২| ০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সাবাই কিন্ত একনা

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

মো. রবিউল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

জসীম অসীম বলেছেন: এ কথা যেমন ঠিক, তেমনিভাবে এ কথাও ঠিক যে, বাংলাদেশে যাকে তাকে গণহারে সাংবাদিক হওয়ার সুযোগ দেওয়া হয় তেমন কোনো বিবেচনা ছাড়াই। বিশেষ করে অনেক জেলা শহরে সাংবাদিক পরিচয়পত্র আলু-পটল-মুড়ির মতোই বিক্রি করছেন গণমাধ্যমের মালিক-সম্পাদকগণ। আর সরকারও আজকাল সেইরকম যাচাই বাছাই না করেই সংবাদপত্রের/ সংবাদমাধ্যমের ডিক্লারেশন দিয়ে দিচ্ছে। এস.বি, ডিএসবি-র রিপোর্ট যেমন কঠিন, তেমনি আবার টাকা হলে খুব সহজও হয়ে যায়। এমন হলে সংবাদ মাধ্যমের মালিক-সম্পাদক হওয়া যেমন সহজতর হয়ে যায়, তেমনিভাবে ওই মালিক-সম্পাদকগণও অপরীক্ষিত যাকে তাকেই সংবাদমাধ্যমে কাজ করার সুযোগ দিয়ে এ মাধ্যমকে বিতর্কিত করে ফেলে। আর ওই সূত্র ধরেই সাংবাদিকদের প্রথম অসম্মান শুরু হয়। আর সাংবাদিক যখন কোনো সীমাবদ্ধতার কারণে অথবা টাকা খেয়ে সত্য প্রকাশ করবে না, তখন তার অসম্মান আরও তীব্রতর হবে। এ পেশা অবশ্যই মহৎ পেশা। কিন্তু এই মহত্বকে ধারণও করতে হবে।

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

মো. রবিউল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন।

বাংলাদেশে উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত কয় জন ব্যক্তিই বা সাংবাদিকতায় জড়িত? যারা উচ্চ শিক্ষিত তাদের বেশির ভাগই এ পেশাকে
অন্যান্য পেশা থেকে হীন ভেবে এখানে প্রবেশ করতে চাইনা।
কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার।
আর দেশের গনমাধ্যম যেহেতু এ ধরণের দক্ষ সাংবাদিকদের অভাবে ভুগছে , সেহেতু অদক্ষ ব্যক্তি নিয়োগ না দিয়ে তাদের উপাই নাই।
তবে বাংলাদেশের বেশ কিছু ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মিডিয়া পড়ানো শুরু হয়েছে। খুব শীঘ্রই আমরা একটি দক্ষ ও শক্তিশালী টিম পাবো্ ।
তারাই হবেন গনমাধ্যম এর ভবিষ্যৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.