নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

বল্টু মিয়া

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:০৮


বল্টু মিয়া
পেশায় সবজি বিক্রেতা

আমার বাপ তো আমারে মাইরা ঘর থাইক্যা বার কইরা দিয়া আর খোঁজই নেয় নাই।
মা মারা যাওনের পর বাপ বিয়া করছিলো।
রূঢ় বাস্তবতার সাথে এই শিশুবয়সে কঠিন যুদ্ধ করে চলছে। ওদের কথা শোনার কেউ নেই।
এদের অতীত নেই। নেই ভবিষ্যৎ। রয়েছে শুধু ক্ষুধায় ভরা বর্তমান।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আহারে-----

২| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


বল্টুমিয়া এখন কোথায় থাকে? সে কোথায় সব্জী বিক্রয় করে, তার আয় কেমন, কে তাকে ব্যবসায় নামতে সাহায্য করলো?

৩| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


বল্টু কি কারো কর্মচারী, নাকি ওর নিজের ব্যবসা আছে?

৪| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৩৬

আহা রুবন বলেছেন: যে সমস্ত পিতা সন্তান জন্ম দিয়ে লালন-পালন করে না তাদের পিতা হওয়ার অধিকার নেই। এদের জন্য শাস্তির ব্যবস্থা থাকা উচিত।

৫| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ কেমন করে এমন হয়! সন্তানের জন্য বাবারা জীবন উৎসর্গ করে আর এর বেলায় উল্টো।

৬| ১৮ ই জুন, ২০১৯ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


বাচ্ছাটার আসল নাম বিল্টু হতে পারে, আপনি কি উল্টাপাল্টা লিখেছেন?

৭| ১৮ ই জুন, ২০১৯ রাত ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: রহস্যময় পৃথিবী,




এ তো হাযারো পথশিশুদের কাহিনী। বাপ খ্যাদানো, মা হারানো।
বল্টু হয়তো ক্ষুধার রাজ্য থেকে বের হয়ে আসার একটা উপায় খুঁজে পেয়েছে কিন্তু সবাই-ই বল্টু হয়না।

চাঁদগাজী প্রথম মন্তব্যটি যৌক্তিক, জবাব পেলে ভালো লাগতো।

৮| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: দুঃখজনক।

৯| ১৯ শে জুন, ২০১৯ রাত ১:০৫

শয়নস ওয়ার্ল্ড বলেছেন: সমাজ এদের সমাজের কাজে ব্যাবহার করে ফেলে দেয়,,,এই পর্যন্তই শেষ,,,এর পর আর এদের খোজ নেয়না,

১০| ১৯ শে জুন, ২০১৯ রাত ২:১৯

ওমেরা বলেছেন: বল্টু মিয়ার চেহারা সুরত তো ভালো দেখে মনেই হয় না সে সবজি বিক্রেতা।

১১| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: যুদ্ধ করে বেঁচে থাকতে পারাটাই ভালো।

১২| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১২

মেঘ প্রিয় বালক বলেছেন: জীবন সংগ্রাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.