নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল_আকাশ

হাসতে দেখ-গাইতে দেখ, অনেক কথায় মুখর আমায় দেখ। দেখ না-তো, হাসি শেষে----- নিরবতা............

নীল_আকাশ › বিস্তারিত পোস্টঃ

সাময়িক সাহায্য প্রার্থী। (উইন্ডোজ ৮ ব্যবহার করলেও স্টার্ট মেনু উইন্ডোজ ৭ এর মত কিভাবে করব)

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

বহুত খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে সাহায্য প্রার্থী হলাম।

আমার উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু টা ভাল লাগে না। কাজ করে আরাম পাইনা। অনেকেই দেখি উইন্ডোজ ৮ ব্যবহার করলেও স্টার্ট মেনু উইন্ডোজ ৭ এর মত। এটা কিভাবে বা কি সফটওয়্যার দিয়ে করব। উপকার করলে উপকৃত হব। এই নিয়ে বহুত ঝামেলায় আছি। নেট এ অনেক খুজলাম কিন্তু সমাধান পেলাম না। তাই সাহায্যের দ্বারস্থ হলাম।



ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৪

মামুinসামু বলেছেন: এইখানে সম্ভবত একটা সফ্টওয়্যার আছে। দেখতে পারেন।

২| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৬

ভিটামিন সি বলেছেন: গুগলে সার্চ করেন উইন ৮ স্টার্ট মেনু নামে। অনেক ছোট ছোট সফট পাবেন। আইওবিটে, স্টার্ট৮ এই দুইটাই ভালো। আমি ব্যবহার করি। আমার পেনড্রাইভে আছে। কিন্তু আপনাকে তো দেয়ার উপায় নাই। কষ্ট করে নামিয়ে নিন। উইন্ডোজ কি একটিভ করেছেন? না করলে আমার ব্লগে আমি ও এই ব্যাপারে সাহায্য চেয়ে পোষ্ট দিয়েছিলাম। একভাই একটা লিংক দিল; সেটা থেকে সফট নামিয়ে ইন্সটল দিলাম। এক্কেবারে পাক্কা হয়ে গেছে।

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০২

নীল_আকাশ বলেছেন: ভিটামিন সি ভাই, ধন্যবাদ। গুগলে সার্চ করেছি, পেয়েছিলামও বেশ কিছু কিন্তু সেগুলো ঠিকমত ডাউনলোড হচ্ছে না। এই জন্যই সাহায্য চেয়েছিলাম। যাক আবারও খুঁজে দেখি কি হয়।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.