![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28
হাতেগোনা কয়েক দিনই আছে তারপরেই তো আমাদের বিদায় অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে ৷
শিক্ষায় দশটি বছর কাটিয়ে দিচ্ছি টেরই পেলামনা ৷ সেই দিন আল-আমীন একটি কথা বলতে চেয়েছিলো কিন্তু বলতে গিয়েও বলতে পারেনি ৷
আল-আমিন বলতেছিলো বিদায় অনুষ্ঠানের পর তো সবাই আমাদের ভূলে যাবে ৷ তাই আমাদের কিছু একটা করা দরকার ৷ তাই আমাদের সবাইকে একসাথে বসে আলোচনা করা দরকার কি করা যায় তা নিয়ে ৷
একদিন সময় করে সবাই একসাথে হলাম ৷ আলোচনায় সবাই সবার নিজের মতামত,প্রস্তাব দিলো ৷ আমিও একটি প্রস্তাব দিলাম তা হলোঃ যেহেতু আমাদের এটা লাষ্ট ইয়ার আমরাই এবার শেষ ৷
বিদায় অনুষ্ঠানের পর সবাই ভূলে যাবে তাই আমি চাই আমরা সবাই মাদ্রাসায় বাঁশের চারা লাগিয়ে দিবো যাতে স্যার হুজুররা বলতে পারে তোরা কি করেছিস ২০১৬এর দশম শ্রেণীর তারা মাদ্রাসায় বাঁশ দিয়ে গেছে
৷
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: না আপনাকে বাঁশ দেয়া হবে না ৷ যদি আপনাকে বাঁশ তাহলে আপনি বাঁশের ব্যাবসা শুরু করবেন তাই দিবো না
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘২০১৬এর দশম শ্রেণীর তারা মাদ্রাসায় বাঁশ দিয়ে গেছে’ এর চেয়ে মহৎকাজ আর কি হতে পারে?
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: পরিবেশের জন্য উপকারী বাঁশ!!!!
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এখন থেকে সবাই মাদ্রাস বাঁশ দেওয়ার চিন্তা করতে পারেন।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
রমজান আহমেদ সিয়াম বলেছেন: যারা স্কুলে পড়েন তারা স্কুলকে বাঁশ দিন এবং বাঁশ দেয়ার চিন্তা গ্রহন করুন
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা কি সুন্দর বাঁশ বাগান, কিন্তু চাঁদটা দেখা যাচ্ছেনা। কাজলা দিদিরা মাদ্রাসায় পড়েনা বলেই কি এ অবস্থা?
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: উপরে উপরে তাকান আকাশের দিকে তাকান চাঁদটা দেখতে পাবেন
৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাজলা দিদির দাদা দিদিরাতো মাদ্রাসায় পড়ায় সেই হিসেবে একটা চাঁদ বাঁশ বাগানের মাথার উপর উঠলেও উঠতে পারতো।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
রমজান আহমেদ সিয়াম বলেছেন: উঠছেতো দরকার শুধু নজর দেবার
৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বে ইহা সত্য যে, আমি কিন্তু কাহাকেও বাঁশ দেই নাই। ইহা শতভাগ সত্য!
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হা হা হা হালুম
৭| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হয়তো বলবেন আপনি না দিলে কি, আপনার বাপ বাঁশ দিযেছে, তবে বলছি, ইহা সত্য যে আমার বাপও কখনো কাহাকেও বাঁশ দেননি, তিনি ছিলেন নিরিহ প্রকৃতির। তাঁর সব বাঁশ কেউ চুরি করে নিলেও তিনি কখনো কাহাকেও বাঁশ দিতেন না। উল্টা তিনি বাঁশ খাওয়ার ভয়ে চুপচাপ থাকতেন।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: বাঁশ রান্না করতে পারতেন না তাই চুপচাপ থাকতেন :-D
৮| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শহীদ তীতু মীর বেঁচে থাকলে এ বাঁশ বাগান দেখলে খুব খুশী হতেন।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হয়তোবা না
৯| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘তীতু মীরের বাঁশের কেল্লা’ নামে কি একটা গ্রুপ আছে, তাদের হাত থেকে এ বাঁশ নিরাপদ রাখা আমাদের সক্কলের একান্ত কর্তব্য। নতুবা বাঁশ এবং আমাদের রক্ষা নাই। সাধু সাবধান! কারন তাদের প্রতি বাঁশের ব্যবহার বেশী হওয়ার আশংকা করছি। শুনেছি এরা নাকি আবার মৌলবাদী।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এত্তো সুন্দর বাঁশ দেখে মনে হয় পোষ্টদাতা সেই দলের সদস্য, ব্যাপারটা ক্লিয়ার করবেন।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীক্ষা দিতে যাওয়ার সময় সবাইকে কি সালামের বদলে একখান একখান কাঁচা বাঁশ দিয়ে যাবেন?
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬
রমজান আহমেদ সিয়াম বলেছেন: এতো বাঁশ পাবো কোথায়? তাই বাঁশ দেইনা
১২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উত্তম পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি হিংসুটে পরীক্ষকদের উত্তমরূপে বাঁশ দিতে পারেন এ কামনা করছি।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে মনের ভুলেও ভবিষ্যতে বাসর ঘরে নব বধুকে বাঁশ দিবেন না। তাহলে সারা জীবন বাঁশ খেতে হবে। জানেনতো মন্দকিছু নারীরা কোন কালেও ভুলেনা। সুতরাং সাবধান!
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কখনো কারো পরিকল্পনায় বাঁশ দিবেন না। তাহলে বাঁশ ভয়ে পরী উড়ে গেলেও তার কল্পনা বাঁশ যন্ত্রণায় আপনাকে অভিশাপ দিবে।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট লিখি তাই চৌদ্দ মন্তব্য লিখে বাঁশ ভয়ে পলায়ন করলাম, রক্ষাকর মাবুদ।! আর এটা মন্তব্য মনে না করে বিশেষ দ্রশ্টব্য মনে করবেন। শুভ নিশি বাঁশ রাত্রি!
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩
রমজান আহমেদ সিয়াম বলেছেন: বাঁশময় কাটুক আপনার রাত্রি বাঁশ রাত্তি
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: অবশেষে বাঁশ থেরাপি
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: এক ফাইলই যথেষ্ট
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৯
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! দারুণ ক্রিয়েটিভ বুদ্ধি।
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ
১৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
প্রামানিক বলেছেন: বাঁশ দেয়া ভালো মনে থাকে
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম ভাবতাছি বাঁশ বেশি হয়ে গেলে বাঁশের ব্যবসা শুরু করমু
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিন আছে
১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮
রমজান আহমেদ সিয়াম বলেছেন: পুষ্টির অভাব নেই
২০| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন:
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা সাদা মনের মানুষ সাদা মনে কত্তো বাঁশ দেখালেন চোখ জুড়িয়ে গেল।
প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ কি তাইলে বাঁশের ব্যবসা করে, নইলে এত বাঁশ পাইল কই?
চোখ জুড়ানো বাঁশ আপনি কি বাঁশ ব্যবসায়ী
২১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা সাদা মনের মানুষ সাদা মনে কত্তো বাঁশ দেখালেন চোখ জুড়িয়ে গেল।
২২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্টদাতার বাঁশের ব্যবসা করবেন শুনলাম, এজন্য সবার তাকে বাঁশ দেওয়া উচিৎ।
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
রমজান আহমেদ সিয়াম বলেছেন: আমি বিক্রেতা আর আপনি হলেন বাঁশের ক্রেতা
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮
প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ কি তাইলে বাঁশের ব্যবসা করে, নইলে এত বাঁশ পাইল কই?
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
রমজান আহমেদ সিয়াম বলেছেন: সবাই তারা বাঁশ দিছিলো যেই বাঁশ জমিয়ে রেখেছে ব্যবসা করবে বলে
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রথম পাতায় লেখাছিল ‘সবাই আমাদের ভূলে যাবে ৷ তাই.....।বাকীটুকু পড়ুন’ তাই বাকীটুকু পড়েছি। তাই বলে কি আমাকেও বাঁশ দেওয়া হবে?